টোকিও: আবেগ দূরে সরিয়ে রেখে মাঠে নামো, সেমিফাইনাল ম্যাচের আগে মনপ্রীত সিংদের বার্তা কোচ গ্রাহাম রিডের (Graham Reid)। কাল, মঙ্গলবার অলিম্পিকের (Olympics) সেমিফাইনাল (Semifinal) খেলতে নামছেন শ্রীজেশ, হরমনপ্রীত সিংরা। ভারতীয় সময়ে সকাল ৭টায় খেলা।
র্যাঙ্কিংয়ের খাতায় বেলজিয়াম (Belgium) সদ্য এক থেকে দুইয়ে নেমে গিয়েছে। কিন্তু খেলায় যা ধার, তাতে বেলজিয়ামের মতো পেশাদার টিম ভাবাতে বাধ্য। টোকিওতে দারুণ ফর্মেও আছে তারা। এমন টিমের বিরুদ্ধে কী ভাবে খেলা উচিত? রিডের কথায়, ‘লড়তে হবে। আঁচড়াতে, কামড়াতে হবে। গ্রেট ব্রিটেন ম্যাচে কিন্তু আমাদের ভাগ্য ভালো ছিল। ওরা অনেক বেশি সুযোগ তৈরি করেছে। কিন্তু আমাদের পেনাল্টি কর্নার ডিফেন্স দারুণ পারফর্ম করেছে। বিশেষ করে শ্রীজেশ। ছেলেদের জন্য আমি গর্বিত।’
বেলজিয়াম কেমন টিম? ভারতীয় টিমের ক্যাপ্টেন মনপ্রীত বলেছেন, ‘অস্ট্রেলিয়া আর ওরা এক নম্বর জায়গাটায় ঘুরিয়ে ফিরিয়ে রয়েছে গত ১৮ মাস। সে দিক থেকে ভাবলে, বেলজিয়াম কিন্তু খুব শক্ত প্রতিপক্ষ। ওদের বিরুদ্ধে সম্প্রতি খেলার অভিজ্ঞতা আছে আমাদের। আর ভালো ফলও করেছি আমরা। বেলজিয়ামকে হারাতে গেলে ডিফেন্সকে আরও শক্তপোক্ত হতে হবে।’
সেই সঙ্গে মনপ্রীত জুড়েছেন, ‘যে ভাবে পুরো সপ্তাহটা জুড়ে ভারতীয় টিম খেলেছে, সেরাটা দিয়েছে, এটুকু বলতে পারি, পুরো টিমই নিজেদের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে আছে। গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে যে লড়াকু মনোভাব আমরা তুলে ধরেছিলাম, সেটাই বেলজিয়াম ম্যাচে দেখাব।’
বেলজিয়ামের বিরুদ্ধে শুধু আবেগ দিয়ে ম্যাচ জেতা যাবে না, এমনই মনে হচ্ছে ভারতীয় হকি টিমের কোচের। ম্যাচের আগের দিন বলেছেন, ‘আগের ম্যাচটা দেখলে কিন্তু বলব, আবেগ আর তাড়না এক নয়। অনেক সময় আমরা বেশি আবেগতাড়িত হয়ে পড়ছিলাম। আর একটা ব্যাপার, মাঠে দশজনকে হাজির থাকতে হবে। আমরা কিন্তু গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে অধিকাংশ সময় একজন কমে খেলেছি। বেলজিয়ামের বিরুদ্ধে যদি জিততে হয়, সেটা কিন্তু করা যাবে না।’
গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে ৩-১ ম্যাচে দিলপ্রীত সিং, গুরযন্ত সিং, হার্দিক সিংরা গোল করেছেন। ‘তিনটে গোল দারুণ করেছে ছেলেরা। কিন্তু আমরা কোনও পিসি পাইনি। সেই কারণে আক্রমণে আরও চাপ বাড়াতে হবে। বিশেষ করে বেলজিয়ামের মতো টিমের বিরুদ্ধে এই ভুলগুলো থাকলে চলবে না।’
অলিম্পিকের আরও খবর পড়তে ক্লিক করুনঃ টোকিও অলিম্পিক ২০২০