টোকিও: টোকিও অলিম্পিকে (Tokyo Olympics) গ্রুপ পর্বের শেষ ম্যাচে জাপানকে হারিয়ে, টানা তিন ম্যাচে জয়ের ধারা বজার রাখল ভারত। কোয়ার্টার ফাইনালে (Quarterfinal) আগেই পৌঁছে গিয়েছিল ভারত (India)। তবুও তা নিয়ে বেশি না ভেবে, মনপ্রীতদের ফোকাসে ছিল আয়োজকদের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে। ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে জাপানকে (Japan) ৫-৩ ব্যবধানে হারালেন মনপ্রীত সিংরা। জাপানের বিরুদ্ধে জেতার জন্যই যেন মাঠে নেমেছিলেন শ্রীজেশরা।
#TeamIndia finish the pool stage with another thumping win over Japan.
India, how's the josh? ??#JPNvIND #HaiTayyar #IndiaKaGame #Tokyo2020 #TokyoTogether #StrongerTogether #HockeyInvites #WeAreTeamIndia #Hockey pic.twitter.com/WWzAYgzwNY
— Hockey India (@TheHockeyIndia) July 30, 2021
ম্যাচের বয়স যখন ১৩ মিনিট, তখনই ভারতকে এগিয়ে দেন অধিনায়ক হরমনপ্রীত সিং। পেনাল্টি কর্ণার থেকে প্রথম গোলটি করেন তিনি। ১৭ মিনিটে ভারতকে এগিয়ে দেন গুরজন্ত সিং। ১৯ মিনিটে জাপানের হয়ে ব্যবধান কমান সেরেন তানাকা। তৃতীয় কোয়ার্টারে ৩৩ মিনিটে কোটা ওয়াটানাবে জাপানকে সমতায় ফেরান। তবে মাত্র ২ মিনিটের মধ্যেই ভারতকে ফের এগিয়ে দেন শমশের সিং (৩৫’)। চতুর্থ কোয়ার্টারে ভারতের হয়ে ফের ব্যবধান বাড়ান নীলকান্ত শর্মা(৫১’)। বরুণ কুমারের পাস থেকে ভারতের হয়ে পঞ্চম গোলটি করেন গুরজন্ত সিং (৫৭’)। ঠিক তার ২ মিনিটের মধ্যে এক গোল শোধ করে জাপান। আয়োজকদের হয়ে তৃতীয় গোলটি করেন কাজুমা মুরাতা (৫৯’)।
অস্ট্রেলিয়ারর বিরুদ্ধে ১-৭ ব্যবধানের হারের পর অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়েছে ভারতের পুরুষ হকি দল। বৃহস্পতিবার রিও অলিম্পিকের সোনাজয়ী দল আর্জেন্টিনাকে ৩-১ ব্যবধানে হারিয়েছেন শ্রীজেশরা। আজ ৫-৩ হারাল জাপানকে। ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। সমসংখ্যক ম্যাচে খেলে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। ২ নম্বরে থেকে গ্রুপ পর্বের খেলা শেষ করলেন বরুণ কুমাররা।
অলিম্পিকের আরও খবর পড়তে ক্লিক করুনঃ টোকিও অলিম্পিক ২০২০