Tokyo Olympics 2020: রানিদের অলিম্পিকে খেলিয়েই কোচের দায়িত্ব ছাড়লেন মারিন

TV9 Bangla Digital | Edited By: raktim ghosh

Aug 07, 2021 | 8:04 AM

মেয়েদের হকিতে ব্রোঞ্জ পদক ম্যাচের শেষে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন মারিন।

Tokyo Olympics 2020: রানিদের অলিম্পিকে খেলিয়েই কোচের দায়িত্ব ছাড়লেন মারিন
ভারতীয় মহিলা হকি দলের সঙ্গে ডাচ কোচ সোয়ের্দ মারিন (সৌজন্যে-টুইটার)

Follow Us

ভারতীয় মহিলা হকি দলের (Indian women’s hockey team) কোচ সোয়ের্দ মারিনকে (Sjoerd Marijne) আর দেখা যাবে না রানিদের কোচিং করাতে। টোকিও অলিম্পিকে (Tokyo Olympics) সবিতাদের সফর শেষের পরই ডাচ কোচ জানিয়ে দিলেন তিনি পদত্যাগ করলেন কোচের পদ থেকে। মেয়েদের হকিতে ব্রোঞ্জ পদক ম্যাচের শেষে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন মারিন।

মেয়েদের হকিতে গ্রেট ব্রিটেনের (Great Britain) কাছে হারার পর ভার্চুয়াল প্রেস কনফারেন্সে মারিনকে প্রশ্ন করা হয় তিনি ভবিষ্যতের জন্য কী পরিকল্পনা করছেন? উত্তরে মারিন বলেন, “আমার কোনও পরিকল্পনা নেই। কারণ ভারতীয় মহিলা হকি দলের সঙ্গে এটাই আমার শেষ ম্যাচ ছিল। এ বার জানেকার (স্কোম্যান) ওপর দায়িত্ব।”

সূত্রের খবর অনুযায়ী, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার (SAI) তরফ থেকে মারিন ও জানেকাকে চুক্তি বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু মারিন ব্যক্তিগত কারণের দোহাই দিয়ে চুক্তি বাড়াতে চাননি।

অলিম্পিকের আরও খবর পড়তে ক্লিক করুনঃ টোকিও অলিম্পিক ২০২০

Next Article