Tokyo Paralympics 2020: হাই জাম্পে প্রবীণের রুপো, ভারতের ঝুলিতে ১১তম পদক
১৮ বছরের ভারতীয় হাই জাম্পার প্রবীণ ২.০৭ মিটার লাফিয়ে নিজের অভিষেক প্যারালিম্পিকে পদক জেতার পাশাপাশি নয়া এশিয়ান রেকর্ডও গড়লেন।
টোকিও: টোকিও প্যারালিম্পিকে (Tokyo Paralympics) ভারতের পদক সংখ্যা বেড়েই চলেছে। শুক্রবার সকালেই ছেলেদের হাই জাম্পের টি-৬৪ বিভাগে এশিয়ান রেকর্ড (Asian Record) গড়ে প্রবীণ কুমারের (Praveen Kumar) ঝুলিতে এল রুপো। পাশাপাশি ভারতের পদক সংখ্যা দাঁড়াল ১১।
১৮ বছরের ভারতীয় হাই জাম্পার প্রবীণ ২.০৭ মিটার লাফিয়ে নিজের অভিষেক প্যারালিম্পিকে পদক জেতার পাশাপাশি নয়া এশিয়ান রেকর্ডও গড়লেন। গ্রেট ব্রিটেনের জোনাথন ব্রুম-এডওয়ার্ডসের সঙ্গে টাই হয়ে গিয়েছিল প্রবীণের। তবে ২.১০ মিটার লাফিয়ে সোনার হাসি ফোটে জোনাথনের মুখেই। রিওর চ্যাম্পিয়ন পোল্যান্ডের মেসিয়েজ লেপিয়াটো ২.০৪ মিটার লাফিয়ে ব্রোঞ্জ অর্জন করেন।
প্যারালিম্পিকে পদক জয়ের শুভেচ্ছা জানাতে প্রবীণকে ফোন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রবীণের কোচ ড. সত্যপাল সিংকেও শুভেচ্ছা জানান মোদী।
Silver Medalist, Praveen Kumar receives a congratulatory call from Hon'ble PM Shri @narendramodi after creating history by becoming the youngest Indian to win a medal at #Paralympics
Hon'ble PM also congratulated his Coach, Dr. Satyapal Singh#Cheer4India #Praise4Para pic.twitter.com/GLfrqADvO0
— SAI Media (@Media_SAI) September 3, 2021
পাশাপাশি প্রবীণ কুমারের রুপো পাওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে শুভেচ্ছা জানান। তিনি লেখেন, “প্রবীণ কুমার প্যারালিম্পিকে রুপো জেতায় গর্বিত বোধ করছি। এই পদক তাঁর একনিষ্ঠ একাগ্রতা এবং কঠোর পরিশ্রমের ফল। তাঁকে শুভেচ্ছা জানাচ্ছি। তাঁর ভবিষ্যতের জন্য অনেক শুভ কামনা রইল।”
Proud of Praveen Kumar for winning the Silver medal at the #Paralympics. This medal is the result of his hard work and unparalleled dedication. Congratulations to him. Best wishes for his future endeavours. #Praise4Para
— Narendra Modi (@narendramodi) September 3, 2021
আরও পড়ুন: TOKYO PARALYMPICS 2020: থাঙ্গাভেলুকে ২ কোটি টাকা আর্থিক পুরস্কার তামিলনাড়ু সরকারের