টোকিও: বুধবার দিনের শুরুতেই টোকিও অলিম্পিকে (Tokyo Olympics) ফাইনালে উঠলেন ভারতের জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া (Neeraj Chopra)। জোরাল হল ভারতের পদক সম্ভবনা। অভিষেক অলিম্পিকে তিনি প্রথম প্রচেষ্টায় সরাসরি ফাইনালের যোগ্যতা অর্জন করেন। ৮৬.৬৫ মিটার জ্যাভেলিন ছুড়ে গ্রুপ-এ তে এক নম্বরে থেকে ফাইনালে পৌঁছলেন নীরজ। অন্যদিকে শিবপাল সিং (Shivpal Singh) যোগ্যতা অর্জন পর্বে ব্যর্থ হলেন। তিনটি রাউন্ডের শেষে তাঁর সেরা পারফরম্যান্স ৭৬.৪০ মিটার।
ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে ভারতের পদক আসার সম্ভবনা বাড়ালেন নীরজ। ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার বিশ্বব়্যাঙ্কিংয়ের ১৬ নম্বরে রয়েছেন। তাঁর ব্যক্তিগত সেরা পারফর্ম্যান্স ৮৮.০৭ মিটার। যোগ্যতা অর্জন পর্বে ৮৩.৫০ মিটার ছুড়তে পারলেই সরাসরি ফাইনালে ওঠার সুযোগ মেলে। নীরজ প্রথম প্রচেষ্টায় ৮৬.৬৫ মিটার ছোড়ার ফলে তাঁকে আর বাকি দুই রাউন্ডে অংশ নিতে হয়নি।
তবে ভারতের অপর এক জ্যাভলিন থ্রোয়ার শিবপাল সিং ফাইনালে উঠতে পারলেন না। প্রথম প্রচেষ্টায় তিনি ছোড়েন ৭৬.৪০। এটিই তাঁর সেরা পারফরম্যান্স। দ্বিতীয় প্রচেষ্টায় শিবপাল ছোড়েন ৭৪.৮০ মিটার। ৭.৮১ মিটার ছোড়েন তৃতীয় প্রচেষ্টায়। যার ফলে তিনি শেষ করেন ১২ নম্বরে থেকে।
৭ অগস্ট ফাইনালে নামবেন নীরজ চোপড়া। দুটি গ্রুপ মিলিয়ে মোট ১২ জন ফাইনালে পৌঁছলেন। দুই গ্রুপ মিলিয়ে সবথেকে বেশি দূরে জ্যাভলিন ছুড়েছেন নীরজ চোপড়া। ফাইনালে ওঠা ১২ জন যোগ্যতা অর্জনকারীর মধ্যে শীর্ষে রয়েছেন নীরজ।
BIG names not able to qualify for Javelin Throw Final:
Julius Yego | PB: 92.72m
Chao-Tsun Cheng | PB: 91.36m
Keshorn Walcott | PB: 90.16m
Marcin Krukowski | PB: 89.55m
Bernhard Seifert | PB: 89.06m
Anderson Peters | PB: 87.31m #Tokyo2020 #Tokyo2020withIndia_AllSports pic.twitter.com/7PR1C4Byrt— India_AllSports (@India_AllSports) August 4, 2021
অলিম্পিকের আরও খবর পড়তে ক্লিক করুনঃ টোকিও অলিম্পিক ২০২০