TOKYO OLYMPICS 2020: উদ্বাস্তু দলের সঙ্গে দেখা অলিম্পিক প্রেসিডেন্টের

TV9 Bangla Digital | Edited By: raktim ghosh

Jul 23, 2021 | 8:19 PM

গেমস ভিলেজের সামনে অলিম্পিকের একটি মুরালে সই করেন রিফিউজি টিমের সদস্যরা। রিফিউজি টিমের সদস্য ইয়েচ পুর বিয়েল সই করেন মুরালে। তিনি বলেন, 'বিশ্বকে বার্তা দেওয়ার আদর্শ মঞ্চ এই অলিম্পিক। খেলাধূলার মধ্যে দিয়ে আমরা বিশ্বকে বুঝিয়ে দিতে চাই। মুরালে সই করার মদ্যে দিয়ে আমাদের সম্মানিত করেছে অলিম্পিক কমিটি।'

TOKYO OLYMPICS 2020: উদ্বাস্তু দলের সঙ্গে দেখা অলিম্পিক প্রেসিডেন্টের
রিফিউজি দলের সঙ্গে সাক্ষাৎ আইওসি সভাপতির

Follow Us

টোকিও: অলিম্পিকের আসরে উদ্বাস্তুরাও ব্রাত্য নন। তাই তাদের জন্যও থাকে আলাদা স্লট। বিশ্বকে চমকে দেওয়ার সুযোগ থাকে নানা প্রান্তের উদ্বাস্তুদের সামনে। বিশ্বের নানা প্রান্তের মানুষজন যখন তাদের ব্রাত্য করে দেয়, অলিম্পিকই হয়ে ওঠে জেদ প্রকাশের মঞ্চ। বিশ্ব সমস্ত দেশকে বার্তা দেওয়ার অন্যতম হাতিয়ারের জায়গা।
অলিম্পিকে অংশগ্রহণকারী রিফিউজি টিমের সঙ্গে দেখা করলেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান টমাস বাখ। টোকিওর গেমস ভিলেজে গিয়ে দেখা করে আসলেন তিনি। গেমস ভিলেজের সামনে অলিম্পিকের একটি মুরালে সই করেন রিফিউজি টিমের সদস্যরা। রিফিউজি টিমের সদস্য ইয়েচ পুর বিয়েল সই করেন মুরালে। তিনি বলেন, ‘বিশ্বকে বার্তা দেওয়ার আদর্শ মঞ্চ এই অলিম্পিক। খেলাধূলার মধ্যে দিয়ে আমরা বিশ্বকে বুঝিয়ে দিতে চাই। মুরালে সই করার মদ্যে দিয়ে আমাদের সম্মানিত করেছে অলিম্পিক কমিটি।’
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট  টমাস বাখ বলেন, ‘রিফিউজি টিমের সঙ্গে দেখা করে বেশ ভালো লাগল। অনেক বাধা বিপত্তি অতিক্রম করে তারা এই অলিম্পিকের মঞ্চে খেলতে এসেছে। অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে রিফিউজি টিমকে দেখেও বেশ ভালো লেগেছে। ‘ গত রিও অলিম্পিক থেকেই রিফিউজি টিমের আত্মপ্রকাশ করা হয়। বিশ্বের দরবারে উদ্বাস্তুদের নিজেদের সেরাটা তুলে ধরার আদর্শ মঞ্চ এই অলিম্পিক।

Next Article