TOKYO OLYMPICS 2020 : এবার কুস্তিতে কামড় কাণ্ড! আক্রান্ত ভারতীয় কুস্তিগীর
হঠাৎই রবি কুমারের হাতে কামড় বসিয়ে দিলেন। তাতে যন্ত্রণায় ছটফট করে হাত ছেড়ে দেওয়া নয়। বরং তখনও সামায়েভকে আটকেই রেখেছিলেন রবি।
টোকিওঃ ফুটবলে লুই সুয়ারেজের কামড় কাণ্ডের স্মৃতি এখনও বেশ টাটকা। ইতালির চিয়েল্লিনিকে কামড়ে খবরের শিরোনামে আসেন উরুগুয়ের সুপারস্টার লুই সুয়ারেজ। এমনকি তাঁর ফুটবল দক্ষতাকে ছাপিয়ে আলোচনায় তখন শুধুই সুয়ারেজের কুখ্যাত কামড়। আর সেই স্মৃতির মাঝেই ফের কামড় কাণ্ড ক্রীড়া বিশ্বে। এবার কামড়ে আহত হলেন ভারতীয় কুস্তিগীর।
এদিন কাজাখস্তানের কুস্তিগীর সামায়েভের বিরুদ্ধে পিছিয়ে ছিলেন রবি কুমার। ৫-৯ ফলে। এরপর তাঁকে টেক ডাউন করার পর রবিবার বাহুবন্ধন কেটে বেরিয়ে আসতে পারছিলেননা কাজাখের পালোয়ান। হঠাৎই রবি কুমারের হাতে কামড় বসিয়ে দিলেন। তাতে যন্ত্রণায় ছটফট করে হাত ছেড়ে দেওয়া নয়। বরং তখনও সামায়েভকে আটকেই রেখেছিলেন রবি। তবে সামায়েভের রবিকে কামড় দেওয়ার ঘটনার মুহূর্ত প্রকাশ হতেই সমালোচনা শুরু বিশ্বকুস্তিতে।ম্যাচের একেবারে শেষ মুহূর্তে কিভাবে অখেলোয়াড়োচিত আচরণ করলেন সামায়েভ? প্রশ্ন সবমহলে।
তবে এই কামড় কাণ্ডে এখনও অবধি কোনও নালিশ করেনি ভারতীয় কুস্তি দল। তাতে অবশ্য আলোচনা বন্ধ হচ্ছেনা। কুস্তিতে কামড় কাণ্ড নিয়ে এখন তুঙ্গে আলোচনা। আর তার মাঝেই আগামিকাল সোনা জয়ের লক্ষ্যে নামবেন রবি কুমার।
অলিম্পিকের আরও খবর দেখতে ক্লিক করুনঃ টোকিও অলিম্পিক ২০২০