টোকিও: টোকিও অলিম্পিকে (Tokyo Olympics) আজই কুস্তি (Wrestling) থেকে দুই পদক নিশ্চিত হতে পারে। ভারতের দুই কুস্তিগীর রবি কুমার দাহিয়া (Ravi Kumar Dahiya) ও দীপক পুনিয়া (Deepak Punia) পৌঁছে গিয়েছেন সেমিফাইনালে (semifinals)। আজই দু’জন নামবেন নিজ নিজ বিভাগের সেমিফাইনাল ম্যাচে। সেখানে জিতলেই পদক নিশ্চিত। ছেলেদের বক্সিংয়ে ৫৭ কেজি ফ্রিস্টাইল বিভাগে নেমেছিলেন রবি কুমার দাহিয়া। ৮৬ কেজি ফ্রিস্টাইল বিভাগে নেমেছিলেন দীপক পুনিয়া।
ভারতের দুই তারকাই কার্যত ঝড়ের বেগে প্রিকোয়ার্টারে ও কোয়ার্টার ফাইনালে জিতে পৌঁছে গিয়েছেন শেষ চারের লড়াইয়ে। দিনের শুরুতে প্রিকোয়ার্টারের লড়াইয়ে ছেলেদের ৫৭ কেজি বিভাগে কলম্বিয়ান প্রতিপক্ষ অস্কার টিগ্রেরসকে ১৩-২ ব্যবধানে হারিয়ে টেকনিক্যাল সুপিরিয়রিটির নিরিখে রবি কুমার দাহিয়া পৌঁছে যান শেষ আটে। তারপর কোয়ার্টার ফাইনাল বাউটেও টেকনিক্যাল সুপিরিয়রিটির নিরিখে বুলগেরিয়ার জর্জি ভ্যালেন্টিনভ ভ্যাঞ্জেলভের বিরুদ্ধে ১৪-৪ ব্যবধানে জেতন রবি। এ বার নজর রাখতে হবে সেমিফাইনালের বাউটে।
News Flash: #Wrestling : Ravi Kumar Dahiya storms into Semis (FS 57kg) with 14-4 win over Bulgarian grappler.
Just one win away from ensuring a medal for India. #Tokyo2020 #Tokyo2020withIndia_AllSports pic.twitter.com/QggSsI555T— India_AllSports (@India_AllSports) August 4, 2021
অন্যদিকে বুধবার দিনের শুরুতে প্রিকোয়ার্টারের বাউটে ছেলেদের ফ্রিস্টাইলে ৮৬কেজি বিভাগে নাইজেরিয়ার একেরেকেমে আজিয়োমোরেকে ১২-১ ব্যবধানে হারিয়ে টেকনিক্যাল সুপিরিয়রিটির নিরিখে কোয়ার্টার ফাইনালে ওঠেন দীপক পুনিয়া। শেষ আটের লড়াইয়ে চিনা প্রতিপক্ষ জুশেন লিনের বিরুদ্ধে ৬-৩ ব্যবধানে জিতে সেমিফাইনালের টিকিট পাকা করেন দীপক।
News Flash: #Wrestling : Deepak Punia storms into Semis (FS 87kg) with 6-3 win over Chinese grappler.
It was so close with Deepak scoring winning points in dying seconds.
✨Now just one win away from ensuring a medal for India. #Tokyo2020 #Tokyo2020withIndia_AllSports pic.twitter.com/OUwvdUH1eE— India_AllSports (@India_AllSports) August 4, 2021
ক্রীড়াপ্রেমীদের এবার নজর থাকবে দুই ভারতীয় কুস্তিগীরের সেমিফাইনাল ম্যাচের দিকে। ছেলেদের কুস্তিতে ফ্রিস্টাইলে ৮৬ কেজি বিভাগের সেমিফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্রের ডেভিস মরিসের মুখোমুখি হবেন দীপক পুনিয়া। অপর দিকে ফ্রিস্টাইলে ৫৭ কেজি বিভাগে শেষ চারের লড়াইয়ে কাজাখাস্তানের নুরিস্লাম সানায়েভের মুখে নামবেন ভারতের রবি কুমার দাহিয়া।
অলিম্পিকের আরও খবর পড়তে ক্লিক করুনঃ টোকিও অলিম্পিক ২০২০