AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TOKYO OLYMPICS: হাইজাম্পে নজর কাড়ছেন ক্রিকেটারের ভাই

 এদিন পুরুষদের হাইজাম্পের কোয়ালিফিকেশন রাউন্ডের গ্রুপ বি-তে প্রথম তিনে স্থান করে নিয়েছেন ব্রেন্ডন।২.২৮ পয়েন্ট স্কোর করে তৃতীয় স্থান অধিকার করেন কোয়ালিফিকেশন রাউন্ডে। ১লা আগস্ট ফাইনাল লড়াইয়ে নামবেন ব্রেন্ডন স্টার্ক।

TOKYO OLYMPICS: হাইজাম্পে নজর কাড়ছেন ক্রিকেটারের ভাই
মিচেল স্টার্কের ভাই ব্রেন্ডন স্টার্ক
| Edited By: | Updated on: Jul 30, 2021 | 11:21 PM
Share

টোকিওঃ অলিম্পিকের মঞ্চে এবার নজর কাড়ছেন এক নামজাদা ক্রিকেটারের ভাই। তাও আবার হাইজাম্পে। নাম ব্রেন্ডন স্টার্ক। অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্কের ভাই। অস্ট্রেলিয়ার হয়ে এবার তিনি অলিম্পিকে প্রতিযোগী। হাইজাম্পে। আর শুক্রবার নজর কাড়লেন ব্রেন্ডন। ফাইনালের জন্য কোয়ালিফাই করলেন মিচেল স্টার্কের ভাই ব্রেন্ডন।

ছোটবেলা থেকেই দাদা মিচেল স্টার্ক ক্রিকেটে মন দিলেও, ব্রেন্ডনের তা নিয়ে কোনও আগ্রহ ছিল না। বরং তাঁর মন কেড়েছিল হাইজাম্প।মাত্র ১৬ বছর বয়সে যুব অলিম্পিকে। ব্রোঞ্জ জেতেন ব্রেন্ডন। এরপর আর ফিরে তাকাতে হয়নি। ২০১৫ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে হাইজাম্পে অংশগ্রহণ করেন তিনি। দ্বিতীয় অজি হাইজাম্পার হিসেবে।শেষ করেন দ্বাদশতম স্থানে। গত অলিম্পিকে অংশগ্রহণ করলেও নজর কাড়তে ব্যর্থ হন ব্রেন্ডন। ১৫ নম্বরে শেষ করেন তিনি।

২০১৮ সালে পারফরম্যান্সের গ্রাফ উর্ধ্বমুখী হয় ব্রেন্ডনের। ২০১৮ সালের কমনওয়েলথ গেমসে সোনা জিতে সবাইকে তাক লাগিয়ে দেন ব্রেন্ডন স্টার্ক।এরপর দুটি আন্তর্জাতিক টুর্নামেন্টে ফের সোনা জেতেন অজি হাইজাম্পার। এবার তাই ব্রেন্ডন স্টার্ককে নিয়ে পদকের আশা দেখতে শুরু করেছে অস্ট্রেলিয়া।

এদিন পুরুষদের হাইজাম্পের কোয়ালিফিকেশন রাউন্ডের গ্রুপ বি-তে প্রথম তিনে স্থান করে নিয়েছেন ব্রেন্ডন।২.২৮ পয়েন্ট স্কোর করে তৃতীয় স্থান অধিকার করেন কোয়ালিফিকেশন রাউন্ডে। ১লা আগস্ট ফাইনাল লড়াইয়ে নামবেন ব্রেন্ডন স্টার্ক।

                           অলিম্পিকের বাকি খবর দেখতে ক্লিক করুনঃ টোকিও অলিম্পিক ২০২০