Olympics 2021 Live Day13 HIGHLIGHTS : এল ২ পদক, হাতছাড়া আরও ২

TV9 Bangla Digital | Edited By: raktim ghosh

Aug 05, 2021 | 6:27 PM

কুস্তিতে এবার স্বপ্ন ছিল সোনার।  তবে পুরুষদের ৫৭ কেজি বিভাগের ফ্রিস্টাইল বিভাগে হতাশ করলেন রবি দাহিয়া। ফাইনালে হেরে রুপোতেই সন্তুষ্ট থাকতে হল ভারতীয় কুস্তিগীরকে। রবি দাহিয়া ছাডা়ও এদিন যে কুস্তিগীরদের দিকে নজর ছিল,তাঁরা আজ চূড়ান্ত ফ্লপ।

Olympics 2021 Live Day13 HIGHLIGHTS : এল ২ পদক, হাতছাড়া আরও ২
লক্ষ্মীবারে ভারতের জোড়া পদক

Follow Us

টোকিওঃ লক্ষ্মীবারে এল দুটি পদক। হকিতে ৪১ বছর পর এল পদক। আর ফাইনালে হেরে শেষপর্যন্ত রুপোতেই সন্তুষ্ট থাকলেন কুস্তিগীর রবি দাহিয়া। এদিন আরও দুটি পদক হাতছাড়া হল ভারতের। কুস্তিতে ব্রোঞ্জ পদকের ম্যাচে হার দীপক পুনিয়ার। রেপেজ রাউন্ডে হতাশকরলেন অংশু মালিকও। কেমন গেল ভারতের বৃহস্পতিবার?

এদিন সকাল থেকেই যে দিকে সবার নজর ছিল, তা হল হকি। পুরুষদের হকির ব্রোঞ্জ পদক ম্যাচে জার্মানিকে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হারিয়ে ইতিহাস গড়লেন শ্রীজেশরা। ৫-৪ গোলে ম্যাচ জিতে নেয় ভারত। জোড়া গোল সিমরনজিত কৌরের।  একটি করে গোল হার্দিক সিং, হরমনপ্রীত সিং ও রুপিন্দর পাল সিংদের। জয়ের পর শুভেচ্ছায় ভাসছেন ভারতের হকি তারকারা।

কুস্তিতে এবার স্বপ্ন ছিল সোনার।  তবে পুরুষদের ৫৭ কেজি বিভাগের ফ্রিস্টাইল বিভাগে হতাশ করলেন রবি দাহিয়া। ফাইনালে হেরে রুপোতেই সন্তুষ্ট থাকতে হল ভারতীয় কুস্তিগীরকে। রবি দাহিয়া ছাডা়ও এদিন যে কুস্তিগীরদের দিকে নজর ছিল,তাঁরা আজ চূড়ান্ত ফ্লপ। রেপেজ রাউন্ডে সুযোগ পেয়েও হতাশ করলেন অংশু মালিক। অন্যদিকে ৮৬ কেজি ফ্রিস্টাইলে ব্রোঞ্জ পদকের ম্যাচের লড়াইয়ে নেমেছিলেন দীপক পুনিয়া। হরে গেলেন তিনি। তবে এদিন সবচেয়ে বেশি হতাশ করেন বিনেশ ফোগত। কোয়ার্টার ফাইনালে হেরে যান তারকা কুস্তিগীর। তবে রেপেজ রাউন্ডে রয়েছে সুযোগ।

তবে এদিন আরও এক পদকের আশা জোরালো করছেন গলফার অদিতি অশোক। দ্বিতীয় রাউন্ডের শেষে নয় আন্ডার স্কোর করে ১৩৩ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন অদিতি অশোক। অন্য গলফার দীক্ষা ডাগার রয়েছেন ৫৩ নম্বর স্থানে।

২০ কিমি হাঁটা প্রতিযোগিতাতেও হতাশ করলেন ৩ প্রতিযোগী।২৩ নম্বরে সন্দীপ কুমার। ৪৭ নম্বরে শেষ করলেন রাহুল ও ৫১ নম্বরে শেষ করলেন কেটি ইরফান।

সব মিলিয়ে বৃহস্পতিবার মিশ্রফল ভারতের পদক ভাগ্যের।

অলিম্পিকের আরও খবর দেখতে ক্লিক করুনঃ টোকিও অলিম্পিক ২০২০

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 05 Aug 2021 05:03 PM (IST)

    আরও এক পদক হাতছাড়া, হার দীপকের

    পুরুষদের ৮৬ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে ব্রোঞ্জ পদকের ম্যাচে হেরে পদক হাতছাড়া দীপক পুনিয়ার।

  • 05 Aug 2021 04:44 PM (IST)

    রুপো পেলেন রবি দাহিয়া

    পুরুষদের ৫৭ কেজির  ফ্রিস্টাইল কুস্তিতে ফাইনালে হার রবি দাহিয়ার। ফাইনালে ৪-৭ পয়েন্টে হেরে রুপো জয় রবির


  • 05 Aug 2021 04:19 PM (IST)

    সোনার লড়াই একটু পরেই

    কুস্তিতে সোনার লড়াইয়ে একটু পরেই নামবে রবি কুমার।

  • 05 Aug 2021 09:20 AM (IST)

    মনপ্রীতদের শুভেচ্ছা ‘কবীর খান’-এর

     

  • 05 Aug 2021 09:16 AM (IST)

    কুস্তিতে হার বিনেশের

    মহিলাদের ৫৩ কেজির ফ্রিস্টাইলে কোয়ার্টার ফাইনালে হার বিনেশ ফোগতের

  • 05 Aug 2021 09:08 AM (IST)

    মনপ্রীতদের দাপটে চূর্ণ জার্মানি

     

  • 05 Aug 2021 09:05 AM (IST)

    ইতিহাস ভারতীয় হকির

    ৪১ বছর পর হকিতে পদক। চক দে ইন্ডিয়া

     

  • 05 Aug 2021 09:05 AM (IST)

    শুভেচ্ছা রাষ্ট্রপতির

     

  • 05 Aug 2021 09:04 AM (IST)

    শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

     

  • 05 Aug 2021 08:49 AM (IST)

    হকিতে ব্রোঞ্জ

    জার্মানিকে হারিয়ে ব্রোঞ্জ পেল ভারত। ৫-৪ গোলে জয় ভারতের

  • 05 Aug 2021 08:30 AM (IST)

    এগিয়ে ভারত

    জার্মানির বিরুদ্ধে ৫-৪ গোলে এগিয়ে ভারত

  • 05 Aug 2021 08:12 AM (IST)

    ২ নম্বরে অদিতি

    মহিলাদের গলফে ২ নম্বরে উঠে এলেনে অদিতি অশোক। ৫৭ নম্বরে দীক্ষা ডাগার

  • 05 Aug 2021 08:04 AM (IST)

    পঞ্চম গোল ভারতের

    ভারতের হয়ে পঞ্চম গোল সিমরনজিত সিংয়ের। ম্যাচে দ্বিতীয় গোল তাঁর। ৫-৩ গোলে এগিয়ে ভারত

  • 05 Aug 2021 08:00 AM (IST)

    এগিয়ে গেল ভারত

    ৪-৩ গোলে এগিয়ে ভারত। এবার গোলদাতা রুপিন্দর পাল সিং

  • 05 Aug 2021 07:58 AM (IST)

    কোয়ার্টার ফাইনালে বিনেশ ফোগত

    সুইডেনের প্রতিপক্ষকে ৭-১ পয়েন্টে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বিনেশ ফোগত

  • 05 Aug 2021 07:51 AM (IST)

    অংশু মালিকের হার

    মহিলাদের কুস্তির ৫৭ কেজিতে রেপেজ রাউন্ডের প্রথমেই হার অংশু মালিকের। পদকের স্বপ্ন শেষ

  • 05 Aug 2021 07:46 AM (IST)

    সমতায় ফিরল ভারত

    জার্মানির বিরুদ্ধে ৩-৩ গোলে সমতায় ফিরল ভারত। জমজমাট দ্বিতীয় কোয়ার্টার। ২টি গোল হরমনপ্রীত সিং  ও হার্দিক সিংয়ের

  • 05 Aug 2021 07:31 AM (IST)

    সমতায় ফিরল ভারত

    সিমরনজিত সিংয়ের গলে সমতায় ফিরল ভারত। খেলার ফল ১-১। চলছে দ্বিতীয় কোয়ার্টার

  • 05 Aug 2021 07:07 AM (IST)

    শুরুতেই ১ গোলে পিছিয়ে

    হকিতে জার্মানির বিরুদ্ধে ০-১ গোলে পিছিয়ে ভারত

  • 05 Aug 2021 06:26 AM (IST)

    একটু পরেই হকি

    পুরুষদের হকিতে ব্রোঞ্জ পদকের ম্যাচে জার্মানির বিরুদ্ধে কিছু পরেই নামবে ভারত

  • 05 Aug 2021 06:25 AM (IST)

    ৩য়ে অদিতি, ৫৯ নম্বরে দীক্ষা

    মহিলাদের গলফের দ্বিতীূয় রাউন্ড শুরু আজ। এখন ৩ নম্বরে অদিতি অশোক। ৫৯ নম্বরে রয়েছেন দীক্ষা ডাগার