টোকিওঃ লক্ষ্মীবারে এল দুটি পদক। হকিতে ৪১ বছর পর এল পদক। আর ফাইনালে হেরে শেষপর্যন্ত রুপোতেই সন্তুষ্ট থাকলেন কুস্তিগীর রবি দাহিয়া। এদিন আরও দুটি পদক হাতছাড়া হল ভারতের। কুস্তিতে ব্রোঞ্জ পদকের ম্যাচে হার দীপক পুনিয়ার। রেপেজ রাউন্ডে হতাশকরলেন অংশু মালিকও। কেমন গেল ভারতের বৃহস্পতিবার?
এদিন সকাল থেকেই যে দিকে সবার নজর ছিল, তা হল হকি। পুরুষদের হকির ব্রোঞ্জ পদক ম্যাচে জার্মানিকে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হারিয়ে ইতিহাস গড়লেন শ্রীজেশরা। ৫-৪ গোলে ম্যাচ জিতে নেয় ভারত। জোড়া গোল সিমরনজিত কৌরের। একটি করে গোল হার্দিক সিং, হরমনপ্রীত সিং ও রুপিন্দর পাল সিংদের। জয়ের পর শুভেচ্ছায় ভাসছেন ভারতের হকি তারকারা।
কুস্তিতে এবার স্বপ্ন ছিল সোনার। তবে পুরুষদের ৫৭ কেজি বিভাগের ফ্রিস্টাইল বিভাগে হতাশ করলেন রবি দাহিয়া। ফাইনালে হেরে রুপোতেই সন্তুষ্ট থাকতে হল ভারতীয় কুস্তিগীরকে। রবি দাহিয়া ছাডা়ও এদিন যে কুস্তিগীরদের দিকে নজর ছিল,তাঁরা আজ চূড়ান্ত ফ্লপ। রেপেজ রাউন্ডে সুযোগ পেয়েও হতাশ করলেন অংশু মালিক। অন্যদিকে ৮৬ কেজি ফ্রিস্টাইলে ব্রোঞ্জ পদকের ম্যাচের লড়াইয়ে নেমেছিলেন দীপক পুনিয়া। হরে গেলেন তিনি। তবে এদিন সবচেয়ে বেশি হতাশ করেন বিনেশ ফোগত। কোয়ার্টার ফাইনালে হেরে যান তারকা কুস্তিগীর। তবে রেপেজ রাউন্ডে রয়েছে সুযোগ।
তবে এদিন আরও এক পদকের আশা জোরালো করছেন গলফার অদিতি অশোক। দ্বিতীয় রাউন্ডের শেষে নয় আন্ডার স্কোর করে ১৩৩ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন অদিতি অশোক। অন্য গলফার দীক্ষা ডাগার রয়েছেন ৫৩ নম্বর স্থানে।
২০ কিমি হাঁটা প্রতিযোগিতাতেও হতাশ করলেন ৩ প্রতিযোগী।২৩ নম্বরে সন্দীপ কুমার। ৪৭ নম্বরে শেষ করলেন রাহুল ও ৫১ নম্বরে শেষ করলেন কেটি ইরফান।
সব মিলিয়ে বৃহস্পতিবার মিশ্রফল ভারতের পদক ভাগ্যের।
অলিম্পিকের আরও খবর দেখতে ক্লিক করুনঃ টোকিও অলিম্পিক ২০২০
পুরুষদের ৮৬ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে ব্রোঞ্জ পদকের ম্যাচে হেরে পদক হাতছাড়া দীপক পুনিয়ার।
পুরুষদের ৫৭ কেজির ফ্রিস্টাইল কুস্তিতে ফাইনালে হার রবি দাহিয়ার। ফাইনালে ৪-৭ পয়েন্টে হেরে রুপো জয় রবির
কুস্তিতে সোনার লড়াইয়ে একটু পরেই নামবে রবি কুমার।
Wow!! Indian Men’s Hockey Team Congratulations. Resilience and skill at its peak. What an exciting match.
— Shah Rukh Khan (@iamsrk) August 5, 2021
মহিলাদের ৫৩ কেজির ফ্রিস্টাইলে কোয়ার্টার ফাইনালে হার বিনেশ ফোগতের
India?? has won #bronze in the men's #hockey at #Tokyo2020
This is their first #Olympics medal in hockey since 1980!#UnitedByEmotion | #StrongerTogether pic.twitter.com/M9ng6VJHbP
— #Tokyo2020 (@Tokyo2020) August 5, 2021
৪১ বছর পর হকিতে পদক। চক দে ইন্ডিয়া
मैडल का रंग मेहनत से बनता है, और यहाँ तो खून, पसीना, मेहनत सब थी| ?
What a fabulous achievement by this special ????! ?#HaiTayyar #IndiaKaGame #Tokyo2020 #TeamIndia #TokyoTogether #StrongerTogether #HockeyInvites #WeAreTeamIndia #Hockey pic.twitter.com/OKObb7P0U9
— Hockey India (@TheHockeyIndia) August 5, 2021
Congratulations to our men's hockey team for winning an Olympic Medal in hockey after 41 years. The team showed exceptional skills, resilience & determination to win. This historic victory will start a new era in hockey and will inspire the youth to take up and excel in the sport
— President of India (@rashtrapatibhvn) August 5, 2021
Historic! A day that will be etched in the memory of every Indian.
Congratulations to our Men’s Hockey Team for bringing home the Bronze. With this feat, they have captured the imagination of the entire nation, especially our youth. India is proud of our Hockey team. ?
— Narendra Modi (@narendramodi) August 5, 2021
জার্মানিকে হারিয়ে ব্রোঞ্জ পেল ভারত। ৫-৪ গোলে জয় ভারতের
জার্মানির বিরুদ্ধে ৫-৪ গোলে এগিয়ে ভারত
মহিলাদের গলফে ২ নম্বরে উঠে এলেনে অদিতি অশোক। ৫৭ নম্বরে দীক্ষা ডাগার
ভারতের হয়ে পঞ্চম গোল সিমরনজিত সিংয়ের। ম্যাচে দ্বিতীয় গোল তাঁর। ৫-৩ গোলে এগিয়ে ভারত
৪-৩ গোলে এগিয়ে ভারত। এবার গোলদাতা রুপিন্দর পাল সিং
সুইডেনের প্রতিপক্ষকে ৭-১ পয়েন্টে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বিনেশ ফোগত
মহিলাদের কুস্তির ৫৭ কেজিতে রেপেজ রাউন্ডের প্রথমেই হার অংশু মালিকের। পদকের স্বপ্ন শেষ
জার্মানির বিরুদ্ধে ৩-৩ গোলে সমতায় ফিরল ভারত। জমজমাট দ্বিতীয় কোয়ার্টার। ২টি গোল হরমনপ্রীত সিং ও হার্দিক সিংয়ের
সিমরনজিত সিংয়ের গলে সমতায় ফিরল ভারত। খেলার ফল ১-১। চলছে দ্বিতীয় কোয়ার্টার
হকিতে জার্মানির বিরুদ্ধে ০-১ গোলে পিছিয়ে ভারত
পুরুষদের হকিতে ব্রোঞ্জ পদকের ম্যাচে জার্মানির বিরুদ্ধে কিছু পরেই নামবে ভারত
মহিলাদের গলফের দ্বিতীূয় রাউন্ড শুরু আজ। এখন ৩ নম্বরে অদিতি অশোক। ৫৯ নম্বরে রয়েছেন দীক্ষা ডাগার