Olympics 2021 DAY 14 HIGHLIGHTS : হতাশ দিনে আশা শুধু অদিতি
এত কিছুর মধ্যে আশার আলো দেখাচ্ছেন মহিলা গলফার অদিতি অশোক। তৃতীয় রাউন্ডে শেষে দুই নম্বরে রয়েছেন অদিতি। রয়েছে সোনা জয়ের সুযোগ।
টোকিওঃ আশা ছিল অনেক। শুক্রবার শেষ হল হতাশা নিয়েই। ব্যতিক্রম শুরু গলফার অদিতি অশোক। এদিন যাঁদের দিকে সবাই তাকিয়ে ছিলেন কুস্তিগীর বজরং পুনিয়া ও ভারতের মহিলা হকি দল। আর এই দুজনেই দিনের শেষে বারতকে হতাশ করলেন। তবে এখনও পদকের সম্বাবণা রয়েছে বজরংয়ের।
এদিন সকালে সবাই টেলিভিশনে নজর রেখেছিলেন ভারতীয় মহিলা হকি দলের জন্য। মনপ্রীতদের পর রানি রমপালরাও কি জিততে পারবেন ব্রোঞ্জ? গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক করে ভারত। তবে শেষরক্ষা হয়নি। ৩-৪ গোলে হেরে ব্রোঞ্জ পদকও হাতছাড়া হয় ভারতের। জোড়া গোল করেন গুরজিত কৌর।
কুস্তিতেও সেই হতাশা। এদিন সবার নজর ছিল বজরং পুনিয়ার দিকে। ভারতের পদকের অন্যতম ভরসা ছিলেন তিনি। প্রথম রাউন্ড, কোয়ার্টার ফাইনালের পর সেমিফাইনালে যোগ্যতা অর্জন। তবে সেখানে হার। হতাশ করলেন বজরং। এবার ব্রোঞ্জের জন্য লড়াইয়ে নামবেন বজরং পুনিয়া। মহিলাদের কুস্তিতে সীমাও ছিটকে যান প্রথম রাউন্ডে।
মহিলাদের ৫০ কিমি রেস ওয়াক ও ৪ ইন্টু চারশো মিটার দৌড়ে হিটে চতুর্থ হয়ে ফাইনালে কোয়ালিফাই করতে ব্যর্থ ভারতের পুরুষ অ্যাথলিটরা। তবে এত কিছুর মধ্যে আশার আলো দেখাচ্ছেন মহিলা গলফার অদিতি অশোক। তৃতীয় রাউন্ডে শেষে দুই নম্বরে রয়েছেন অদিতি। রয়েছে সোনা জয়ের সুযোগ।
শনিবার, সপ্তাহের শেষ। পদক কটা আসবে? নীরজ চোপড়ার সঙ্গে নজরে থাকবেন অদিতি অশোক ও বজরংয়ের দিকেও।
অলিম্পিকের আরও খবর দেখতে ক্লিক করুনঃ টোকিও অলিম্পিক ২০২০
LIVE NEWS & UPDATES
-
অ্যাথলেটিক্সে হতাশা
পুরুষদের ৪*৪০০ মিটার রিলের হিট টু-তে ৪ নম্বর স্থান ভারতের। ফাইনালের যোগ্যতা অর্জনে ব্যর্থ
-
অ্যাথলেটিক্স- কিছুক্ষণের মধ্যে শুরু হবে ছেলেদের ৪০০ মিটার রিলে
ছেলেদের ৪০০ মিটার রিলেতে নামবেন ভারতের অমল জেকব, আরোকিয়া রাজীব, নোয়া নির্মল টম ও মহম্মদ আনাস ইয়াহিয়া
?? Men's 4X400 Relay Team is ready for Round 1 at #Tokyo2020
Let's encourage them with our #Cheer4India messages. #Olympics #Athletics pic.twitter.com/jQ0UsDtVAU
— SAIMedia (@Media_SAI) August 6, 2021
-
-
হার বজরংয়ের
সেমিফাইনালে হার বজয়ংয়ের। এবার ব্রোঞ্জের লড়াই
-
সেমিফাইনালে বজরং
ইরানের ঘিয়াসিকে ২-১ ফলে হারিয়ে সেমিফাইনালে বজরং পুনিয়া
-
চার নম্বরে অদিতি
মহিলাদের গলফরে শুরুটা ভাল করলেও ৪ নম্বরে নেমে গেলেন অদিতি অশোক
-
-
প্রথম রাউন্ড জিতলেন বজরং
কিরঘিজস্তানের প্রতিপক্ষকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বজরং পুনিয়া
-
লড়াইয়ে বজরং পুনিয়া
কিরঘিজস্তানের কুস্তিগীর আকমাতালিভের বিরুদ্ধে নামলেন বজরং পুনিয়া। খেলার ফল এখন ৩-৩
-
কুস্তিতে হতাশা
মহিলাদের ৫০ কেজি ফ্রিস্টাইলের প্রি কোয়ার্টার ফাইনালে হার সীমার
-
পিছিয়ে গেল ভারত
৩-৪ গোলে পিছিয়ে রানিরা
-
শুরু চতুর্থ কোয়ার্টার
তৃতীয় কোয়ার্টার পর্যন্ত খেলার ফল ৩-৩
-
সমতায় ফিরল ব্রিটেন
খেলার ফল এখন ৩-৩
-
দ্বিতীয় কোয়ার্টার শেষ, এগিয়ে ভারত
৩-২ গোলে এগিয়ে ভারত। শুরু তৃতীয় কোয়ার্টার
-
দুরন্ত কামব্যাক, এগোল ভারত
বন্দনা কাটারিয়ার গোলে ৩-২ ফলে এগিয়ে ভারত
-
সমতায় ফিরল ভারত
ফের গুরজিতের গোলে সমতায় ফিরল ভারত। ২-২
-
ব্যবধান কমাল ভারত
গুরজিত কৌরের গোলে ব্যবধান কমাল ভারত
-
২ গোলে পিছিয়ে
ভারতের জালে দ্বিতীয় গোল জড়ালেন ব্রিটেনের মহিলারা। ০-২ গোলে পিছিয়ে রানি রামপালরা
-
প্রথম কোয়ার্টারে পিছিয়ে
প্রথম কোয়ার্টারে ১-০ গোলে পিছিয়ে ভারত। শুরু দ্বিতীয় কোয়ার্টার
-
১ গোলে পিছিয়ে ভারত
প্রথম কোয়ার্টারেই ০-১ গোলে পিছিয়ে ভারত। ব্রিটেনের গোলদাতা রেয়ার
-
প্রথম কোয়ার্টার চলছে, গোলশূন্য
মহিলা হকিতে ব্রোঞ্জ পদক লড়াইয়ের ম্যাচে এখনও গোলশূন্য
-
৩ নম্বরে অদিতি
আজ মহিলাদের গলফের তৃতীয় রাউন্ড। এখনও পর্যন্ত ৩ নম্বরে অদিতি অশোক
-
ব্যর্থ গুরপ্রীত
৫০ কিমি রেস ওয়াকে ফাইনালে প্রতিযোগিতাই শেষ করতে পারলেননা ভারতের গুরপ্রীত সিং
-
শুরু রানি রামপালদের ম্যাচ
মহিলাদের হকিতে ব্রোঞ্জ পদক লড়াইয়ের ম্যাচ শুরু। রানিদের মুখোমুখি গ্রেট ব্রিটেন
Published On - Aug 06,2021 7:08 AM