আজ ভারত যে ইভেন্টে নামছে, তাতে পদক না থাকলেও, তৈরি হবে অনেকগুলো পদক সমন্ভাবণা। ভারতীয় হকি থেকে পিভি সিন্ধু- প্রতিটি ইভেন্টে ভারত আরও একধাপ এগোতে পারে পদকের দিকে। নজর থাকবেন বাংলার অতনু দাসের দিকেও। শ্যুটিংয়েও ভারতের মহিলাজুটি এদিন কাড়বে নজর।সব মিলিয়ে লক্ষ্মীবারে অলিম্পিকে পদকের লক্ষ্মীলাভ হয় কিনা, তার দিকে নজর থাকবে ভারতবাসীর।
ছেলেদের ১০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে ৮টি হিটের পর ৪৬ নম্বরে শেষ করলেন ভারতের সজন প্রকাশ। তিনি সেমিফাইনালে পৌঁছতে পারলেন না।
#Swimming :
? Sajan Prakash finished 46th overall (out of 55 swimmers).
? He clocked 53.45s in his Heat where he finished 2nd.
? Sajan's PB: 53.27s
? Only Top 16 swimmers qualified for Semis. #Tokyo2020withIndia_AllSports #Tokyo2020 pic.twitter.com/H1yCoLWlVN— India_AllSports (@India_AllSports) July 29, 2021
ছেলেদের ১০০ মিটার বাটারফ্লাই হিট-২ তে দ্বিতীয় স্থানে শেষ করলেন ভারতের সজন প্রকাশ। তিনি সময় নেন ৫৩.৪৫ সেকেন্ড। ৮টি হিটের পর মোট ১৬ জন সাঁতারু সেমিফাইনালে পৌঁছবেন।
#Swimming :
Sajan Prakash finish 2nd in his Heat clocking 53.45s.
Only 16 swimmers overall (out of 8 Heats) will qualify for Semis. #Tokyo2020withIndia_AllSports pic.twitter.com/tgdB0GpMIC— India_AllSports (@India_AllSports) July 29, 2021
কলম্বিয়ান প্রতিপক্ষ ইনগ্রিট ভ্যালেন্সিয়ার কাছে প্রিকোয়ার্টারে ২-৩ ব্যবধানে হেরে গেলেন মেরি কম। এখানেই শেষ হল মেরির টোকিও সফর
কলম্বিয়ার ইনগ্রিট ভ্যালেন্সিয়ার কাছে দ্বিতীয় রাউন্ডে ৩-২ ব্যবধানে হেরে গেলেন মেরি কম
মেয়েদের ফ্লাইওয়েট বিভাগে (৫১কেজি) কলম্বিয়ার ইনগ্রিট ভ্যালেন্সিয়ার কাছে প্রথম রাউন্ডে ৪-১ ব্যবধানে হেরে গেলেন মেরি কম
লেজার র্যাডিক্যালের রেস আটে ২০ নম্বরে শেষ করলেন নেত্রা কুমানন। ৩০ জুলাই নেত্রা ফের নামবেন লেজার র্যাডিক্যালের নয় ও দশ নম্বর রেসে।
#Sailing update
Nethra finishes Laser Radial Race 08 at 20th spot
Race 09 and 10 scheduled for 30 July.
Watch this space for updates on #Olympics #Tokyo2020#Cheer4India
— SAIMedia (@Media_SAI) July 29, 2021
লেজার হিটের রেস আটে ২৩ নম্বরে শেষ করলেন বিষ্ণু সর্বানন। ৩০ জুলাই বিষ্ণু ফের নামবেন লেজার হিটের নয় ও দশ নম্বর রেসে।
#Sailing Update
Vishnu finishes Laser Race 08 at 23rd spot
Race 09 and 10 are scheduled for 30 July#Tokyo2020#Olympics #Cheer4India
— SAIMedia (@Media_SAI) July 29, 2021
মহিলাদের ২৫ মিটার পিস্তলের কোয়ালিফিকেশন প্রিসিশন রাউন্ডে ৫ নম্বরে শেষ করলেন মনু ভাকর। ২৫ নম্বরে শেষ করলেন রাহি স্বর্ণবত। কাল হবে কোয়ালিফেকিশেন RAPID রাউন্ড। সেখান থেকে ফাইনাল রাউন্ডে পৌঁছবে সেরা শ্যুটাররা
পুরুষদের সুপার হেভিওয়েট বক্সিংয়ের কোয়ার্টার ফআইনালে সতীশ কুমার।জামাইকার ৪-১ ফলে হারিয়ে শেষ আটে সতীশ কুমার। আর ১ ম্যাচ জিতলেই পদক নিশ্চিত ভারতের।
টিম ইভেন্টে সোনাজয়ী ঝিনহিয়েককে হারিয়ে ৬-৫ ফলে হারিয়ে প্রি কোয়ার্টার ফাইনালে বাংলার তীরন্দাজ অতনু দাস
দঃ কোরিয়ার ঝিনহেইকের সঙ্গে ৫-৫ ফল অতনুর। এবার খেলা ফয়সালা টাইব্রেকারে
মহিলাদের ২৫ মিটার পিস্তলের ব্যক্তিগত ইভেন্টের কোয়ালিফিকেশন প্রিসিশন রাউন্ডে লড়াই করছেন মনু ভাকর ও রাহি স্বর্ণবত। কাল হবে কোয়ালিফিকেশন rapid। আজ নজর থাকবে ক্রমতালিকায় এই দুই শ্যুটার কে কোথায় থাকবে।
চাইনিজ তাইপের ইউ চেন ডেংকে ৬-৪ ফলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে বাংলার অতনু দাস
আর্জেন্তিনাকে হারিয়ে হকির কোয়ার্টার ফআইনালের টিকিট নিশ্চিত করে ফেললেন রুপিন্দর পাল সিংরা
আর্জেন্তিনাকে ৩-১ গোলে হারাল ভারত। গোলদাতা বরুণ কুমার, ভিএস প্রসাদ ও হরমনপ্রীত সিংয়ের
ভারতের হয়ে তৃতীয় গোল হরমনপ্রীত সিংয়ের। জয়ের দোরগোড়ায় ভারত
আর্জেন্তিনার বিরুদ্ধে ২-১ গোলে এগিয়ে ভারত। ভারতের হয়ে দুটি গোল বরুণ কুমার ও ভিএস প্রসাদের। চতুর্থ কোয়ার্টারের ম্যাচ চলছে।
আর্জেন্তিনার বিরুদ্ধে হকিতে ১-০ গোলে এগিয়ে ভারত। তৃতীয় কোয়ার্টারে ভারতকে এগিয়ে দেন বরুণ কুমার।
পুরুষদের লাইটওয়েট ডাবল স্কালসে একাদশতম স্থানে শেষ করল ভারত। গতকালই ফাইনাল বি-তে পৌঁছেছিল ভারতীয় জুটি অর্জুন জাঠ ও অরবিন্দ সিং। ফাইনাল বি মানে পদকের সম্ভাবণায় না থাকা। তবে ক্রমতালিকার সিদ্ধান্ত হবে ফাইনাল বি-তে। অবশেষে ফাইনাল বিতে ৫ নম্বরে শেষ করল এই রোয়ার জুটি। সার্বিকভাবনে ১১ নম্বরে
ডেনমার্কের প্রতিপক্ষকে স্ট্রেট সেটে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছালেন পিভি সিন্ধু।পদক জয়ের থেকে আর মাত্র ১ ধাপ দূরে হায়দরাবাদী শাটলার।খেলার ফল ২১-১৫,২১-১৩
গলফে অভিযান শুরু ভারতের ২ প্রতিনিধি উদয়ন মানে ও বাংলার অনির্বাণ লাহিড়ির
আর্জেন্তিনা বনাম ভারতের ম্যাচে প্রথম দুটি কোয়ার্টার গোলশূন্য