Olympics 2021 Highlights, DAY4: হকিতে জয় ভারতের, মেয়েদের বক্সিংয়ের শেষ আটে লভলিনা

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 27, 2021 | 7:18 PM

Tokyo Olympics Live Updates: এদিন আসতে পারে একাধিক পদকও

Olympics 2021 Highlights, DAY4: হকিতে জয় ভারতের, মেয়েদের বক্সিংয়ের শেষ আটে লভলিনা
হকিতে জয় ভারতের, মেয়েদের বক্সিংয়ের শেষ আটে লভলিনা

Follow Us

মঙ্গলবার অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন ভারতের। শ্যুটিংয়ে একগুচ্ছ ইভেন্ট রয়েছে ভারতের। এদিন আসতে পারে একাধিক পদকও। এমনটাই আশা করছেন ভারতের ক্রীড়াবিশেষজ্ঞরা।  ব্যাডমিন্টনেও নজর রাখতে হবে এদিন। তার সঙ্গে এদিন ভারত নামছে হকিতে। সব মিলিয়ে ভারতের একগুচ্ছ ইভেন্ট রয়েছে এদিন

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 27 Jul 2021 02:59 PM (IST)

    সেলিং – লেজার হিটের রেস সিক্সে বিষ্ণু সর্বানন ১২ নম্বরে

    লেজার হিটের রেস সিক্সে ১২ নম্বরে শেষ করলেন বিষ্ণু সর্বানন। ২৮ জুলাই বিষ্ণু ফের নামবেন লেজার হিটের সাত ও আট নম্বর রেসে।

  • 27 Jul 2021 02:46 PM (IST)

    রোয়িং- সেমিফাইনালের প্রস্তুতিতে মগ্ন

    ছেলেদের লাইটওয়েট ডাবল স্কালসের সেমিফাইনালের জন্য গেমস ভিলেজের জিমে প্রস্তুতিতে মগ্ন অর্জুন লাল জাট ও অভিনব সিং। ২৮ জুলাই ছেলেদের লাইটওয়েট ডাবল স্কালসের সেমিফাইনালে নামবেন অর্জুন লাল জাট ও অভিনব সিং।


  • 27 Jul 2021 02:40 PM (IST)

    সেলিং – ৪৯ রেসে কেসি গণপতি ও বরুণ ঠক্কর ১৮ নম্বরে

    সেলিংয়ে ছেলেদের স্কিফ ৪৯ ইআর রেস ওয়ানে ভারতের কেসি গণপতি ও বরুণ ঠক্কর জুটি ১৯ দলের মধ্যে ১৮ নম্বরে শেষ করেছেন।

  • 27 Jul 2021 12:48 PM (IST)

    সেলিং – লেজার র‍্যাডিক্যাল হিটের রেস ছয়ে নেত্রা কুমানন ৩৮ নম্বরে

    সেলিংয়ের লেজার র‍্যাডিক্যাল হিটের রেস ছয়ে নেত্রা কুমানান শেষ করেছেন ৩৮ নম্বরে। মেয়েদের ডিঙ্গির রেস ফাইভে নেত্রা শেষ করেছেন ৩২ নম্বরে।

     

     

  • 27 Jul 2021 12:37 PM (IST)

    সেলিং – লেজার হিটের রেস ফাইভে বিষ্ণু সর্বানন ২২ নম্বরে

    সেলিংয়ের লেজার হিটের রেস ফাইভে বিষ্ণু সর্বানন শেষ করেছেন ২২ নম্বরে। ছেলেদের ডিঙ্গির রেস ফোরে বিষ্ণু শেষ করেছেন ২৩ নম্বরে।

     

  • 27 Jul 2021 11:58 AM (IST)

    শুটিং- ১০ মিটার এয়ার রাইফেলের মিক্সড টিম ইভেন্টের যোগ্যতা অর্জন পর্বে ব্যর্থ ভারতীয় শুটাররা

    ১০ মিটার এয়ার রাইফেলের মিক্সড টিম ইভেন্টের যোগ্যতা অর্জন পর্বের স্টেজ ওয়ান থেকেই বিদায় নিলেন দীব্যাংশ সিং পানওয়ার-এলাভেনিল ভালারিভান এবং দীপক কুমার-অঞ্জুম মোদগিল। অঞ্জুম-দীপক ৬২৩.৮ স্কোর করে ১৮ নম্বরে শেষ করেন। এলাভেনিল-দীব্যাংশ ১২ নম্বরে থেকে ৬২৬.৫ পয়েন্ট অর্জন করে লড়াই শেষ করেন।

  • 27 Jul 2021 11:52 AM (IST)

    বক্সিং – কোয়ার্টার ফাইনালে লভলিনা

    মেয়েদের ওয়েল্টার ওয়েট বিভাগে জার্মানির নাদিন আপেৎজকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন ভারতীয় বক্সার লভলিনা।

  • 27 Jul 2021 10:17 AM (IST)

    স্ট্রেট সেটে জয় চিরাগ-রেঙ্কিরেড্ডির

    ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসে গ্রুপ এ ম্যাচে ব্রিটেনকে স্ট্রেট সেটে হারিয়ে দিল চিরাগ শেট্টি ও রেঙ্কিরেড্ডি জুটি। খেলার ফল ২১-১৭, ২১-১৯

  • 27 Jul 2021 09:54 AM (IST)

    প্রথম গেমে জিতলেন চিরাগ-রেঙ্কিরেড্ডি জুটি

    ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসে  ব্রিটেনের প্রতিপক্ষকে প্রথম গেমে হারাল চিরাগ-রেঙ্কিরেড্ডি জুটি। ২১-১৭ ফলে প্রথম গেম জিতল ভারতীয় জুটি

  • 27 Jul 2021 09:49 AM (IST)

    বিদায় শরথ কমল

    চিনের প্রতিদ্বন্ধীর বিরুদ্ধে ৪-১ গেমে হেরে বিদায় শরথকমলের

  • 27 Jul 2021 09:23 AM (IST)

    দুরন্ত কামব্যাক শরথকমলের

    চিনের লং মা-র বিরুদ্ধে প্রথম গেমে ৭-১১ ফলে হারের পর দুরন্ত কামব্যাক দ্বিতীয় গেমে। ১১-৮ ফলে দ্বিতীয় গেম জিতলেন শরথকমল

     

  • 27 Jul 2021 08:21 AM (IST)

    হকিতে জয় ভারতরে

    স্পেনকে ৩-০ গোলে হারাল ভারত। ২টি গোল রুপিন্দরের। ১টি সিমরনজিতের

  • 27 Jul 2021 07:50 AM (IST)

    ফের গোল ভারতের

    তৃতীয় গোল ভারতের। ফের গোল রুপিন্দরের

  • 27 Jul 2021 07:37 AM (IST)

    হতাশ করেছেন অভিষেক-যশস্বিনীও

    ১০ মিটার এয়ার পিসত্লের মিক্ড ইভেন্টে নেমেছিলেন যশস্বিনী দেশওয়াল ও অভিষেক বর্মা জুটি। স্টেজ ওয়ানেই হতাশজনক পারফরম্যান্স। ১৭ নম্বরে শেষ করেন তাঁরা

  • 27 Jul 2021 07:29 AM (IST)

    হকিতে এগোচ্ছে ভারত

    স্পেনের বিরুদ্ধে ২-০ গোলে এগিয়ে ভারত। ভারতের হয়ে গোল রুপিন্দর পাল সিং ও সিমরনজিত সিংয়ের

  • 27 Jul 2021 07:27 AM (IST)

    আশা জাগিয়েও হতাশ করলেন সৌরভ-মনু

    ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে স্টেজ ওয়ানে ১ নম্বরে থেকেও স্টেজ ২ তে হতাশ করল ভারতীয় জুটি মনু ভাকর ও সৌরভ চৌধুরি জুটি। ৭ নম্বরে শেষ করে ফাইনাল রাউন্ডে পৌঁছতে পারলনা ভারত