AFC CUP : ক্রিকেট হোক বা ফুটবল, আমরা প্রথম থেকেই প্রথমে

TV9 Bangla Digital | Edited By: raktim ghosh

Aug 17, 2021 | 11:07 PM

ময়দানের দুই প্রধানের জার্সিতে TV9 বাংলার উপস্থিতিতে আমরা বুঝিয়ে দিয়েছিলাম বাংলা তথা ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে আমরা কতটা বদ্ধপরিকর। শুধুমাত্র ক্রিকেটে নয়, আমরা আছি ফুটবলেও।

AFC CUP : ক্রিকেট হোক বা ফুটবল, আমরা প্রথম থেকেই প্রথমে
এবার এএফসি কাপের ম্যাচ দেখুন শুধুমাত্র TV9 বাংলায়

Follow Us

কলকাতাঃ মলদ্বীপে মরসুমের প্রথম টুর্নামেন্ট খেলতে নামছে এটিকে মোহনবাগান। বুধবার এএফসি কাপের প্রথম ম্যাচে হাবাসের দলের মুখোমুখি বেঙ্গালুরু এফসি। ম্যাচের সরাসরি সম্প্রচার এবার TV9 বাংলায়। শুধু এই ম্যাচই নয়, গ্রুপের বাকি দুটি সবুজ-মেরুনের ম্যাচও লাইভ দেখাব আমরা, TV9 বাংলা।

TV9 বাংলা, আমরা ময়দানে প্রথম থেকেই প্রথমে। গত বছর মরুশহরে আইপিএলে TV9 ভারতবর্ষ ছিল অন্যতম স্পনসর। কলকাতার দল কেকেআর এবং রাজস্থান রয়্যালসের অন্যতম স্পনসর ছিলাম আমরাই। ভারতীয় ক্রিকেটের সেরার সেরা টুর্নামেন্টে যোগ দিয়ে আমরা বুঝিয়ে দিয়েছিলাম, শুধুমাত্র রাজনীতির খবর নয়, ভারতীয় খেলাধূলোকে এগিয়ে নিয়ে যেতে আমরা পিছিয়ে থাকব না প্রচারে।

 

কেকেআরের জার্সিতে TV9 ভারতবর্ষ

রাজস্থান রয়্যালসের সঙ্গেও TV9

 

আর ক্রিকেট থেকে আমরা পৌঁছে গেলাম ফুটবলে। গতবছরই লঞ্চ করেছিল TV9 বাংলা ওয়েবসাইট। তখন থেকেই আমরা জড়িয়ে পড়ি দেশের সেরা ফুটবল টুর্নামেন্ট আইএসএলে। কলকাতার দুই প্রধান এটিকে মোহনবাগান ও এসসি ইস্টবেঙ্গলের মূল স্পনসর ছিলাম আমরাই। ময়দানের দুই প্রধানের জার্সিতে TV9 বাংলার উপস্থিতিতে আমরা বুঝিয়ে দিয়েছিলাম বাংলা তথা ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে আমরা কতটা বদ্ধপরিকর। শুধুমাত্র ক্রিকেটে নয়, আমরা আছি ফুটবলেও।

আইএসএলে দুই প্রধানের সঙ্গে আমরা-TV9 বাংলা

শুধু কি লাল হলুদ ও সবুজ মেরুনে? আমরা জড়িয়ে পড়লাম আইলিগেও। আইলিগে বাংলার প্রতিনিধি ছিল আরেক প্রধান মহমেডান স্পোর্টিং। তাঁদের অন্যতম স্পনসর ছিল TV9 বাংলাই। খবরের দুনিয়ায় নতুন বিপ্লব আনার আগেই বাংলা তথা ভারতীয় ময়দানে নতুন বিপ্লবে এনেছিল TV9 বাংলা।

আর এবার দেশের মাটি ছাড়িয়ে বিদেশের মাটিতে। TV9 বাংলায় এবার সরাসরি সম্প্রচার এশীয় ফুটবলের অন্যতম গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট এএফসি কাপের লাইভ সম্প্রচার করব আমরা। কারন, সেখানে যে বাংলার সম্মান রক্ষার দায়িতেবএটিকে মোহনবাগান। যেখানে বাংলার সম্মানের লড়াই, সেখানে সবসময় TV9 বাংলা। কারন TV9 বাংলা , প্রথম থেকেই প্রথমে। বুধবার বিকেল চারটে থেকে নজর রাখুন আমাদের চ্যানেলে। এটিকে মোহনবাগানকে সমর্থন করুন আর নজর রাখুন চ্যানেলে। আর রাস্তায় থাকলে, দেখুন TV9 বাংলার ওয়েবসাইট এবং ইউটিউব পেজ।

Next Article