IPL 2021: সেরা ফর্মের রাহুলকে এখনও দেখিনি: গম্ভীর

TV9 Bangla Digital | Edited By: sushovan mukherjee

Sep 14, 2021 | 10:17 AM

শেষ ৩টে আইপিএলে লোকেশ রাহুলের (KL Rahul) ব্যাটিং গড় ৫০-এর উপর। তাও নাকি রাহুলকে সেরা ছন্দে দেখেননি কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) প্রাক্তন অধিনায়ক। এ বছরের আইপিএলে ৭ ম্যাচে রাহুলের স্কোর ৩৩১। ব্যাটিং গড় ৬৬। স্ট্রাইক রেট ১৩৬।

IPL 2021: সেরা ফর্মের রাহুলকে এখনও দেখিনি: গম্ভীর
রাহুলকে সেরা ফর্মে দেখা বাকি: গম্ভীর। ছবি: টুইটার

Follow Us

নয়াদিল্লি: আইপিএলে (IPL) দুরন্ত ছন্দে দেখা গিয়েছে লোকেশ রাহুলকে। পঞ্জাব কিংসের (Punjab Kings) হয়ে ধারাবাহিক রান পেয়েছেন এই ওপেনার। তবু রাহুলকে (KL Rahul) এখনও সেরা ফর্মে পাওয়া যায়নি। বক্তার নাম গৌতম গম্ভীর (Gautam Gambhir)। প্রাক্তন ভারত অধিনায়ক আরও অনেক আশা করেন রাহুলের কাছ থেকে।

শেষ ৩টে আইপিএলে লোকেশ রাহুলের (KL Rahul) ব্যাটিং গড় ৫০-এর উপর। তাও নাকি রাহুলকে সেরা ছন্দে দেখেননি কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) প্রাক্তন অধিনায়ক। এ বছরের আইপিএলে ৭ ম্যাচে রাহুলের স্কোর ৩৩১। ব্যাটিং গড় ৬৬। স্ট্রাইক রেট ১৩৬। কোভিডের কারণে মাঝপথেই স্থগিত হয়ে যায় আইপিএল। ১৯ তারিখ থেকে আবার শুরু দেশের জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের সেরা ফর্ম ধরে রাখতে চান প্রত্যেকে।
গৌতম গম্ভীর বলেন, ‘কেএল রাহুলের কাছ থেকে এখনও সেরাটা দেখতে পাইনি। ও রান করছে ঠিকই। তবে ওর কাছ থেকে আরও অনেক কিছু দেখা বাকি আছে। ও যা ব্যাটিং করে, তাতে আরও অনেক রেকর্ড গড়া বাকি আছে।’

এ বারের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সকে খেতাব জয়ের অন্যতম দাবিদার হিসেবে দেখছেন গৌতম গম্ভীর। গত আইপিএলেও চ্যাম্পিয়ন হয় মুম্বই। সংযুক্ত আরব আমিরশাহির পরিবেশে মুম্বই চ্যাম্পিয়ন হওয়ার ক্ষমতা রাখেন বলেই মনে করেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। রবিবার মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) বনাম চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ম্যাচ দিয়ে শুরু হবে আইপিএল চোদ্দর দ্বিতীয় পর্ব। মু্ম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) যেমন বোলিং ভারসাম্য, তেমনই ব্যাটিং ভারসাম্য। তাই সব দিক দিয়েই আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার ক্ষমতা মুম্বই রাখে বলে মনে করেন গৌতম গম্ভীর।

 

আরও পড়ুন: Virat Kohli: নেতা বিরাটেই আস্থা বোর্ডের

Next Article