শেষ ওভারে ৬ বলে ৬ ছক্কা মেরে ম্যাচ জেতালেন গ্লাস

TV9 Bangla Digital | Edited By: sushovan mukherjee

Jul 17, 2021 | 3:39 PM

২০ ওভারের ম্যাচে প্রথমে ব্যাট করে ১৪৭ রান করে ক্রেগাঘ (Cregagh)। ১৯ ওভারে ৭ উইকেটে বেলিমেনার (Ballymena) স্কোর ১১৩। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ৩৫ রান। ক্রেগাঘের ঘরের মাঠে আগাম সেলিব্রেশন শুরু। আচমকাই মেগা ফাইনালে অলৌকিক কাণ্ড ঘটালেন বেলিমানের (Ballymena) জন গ্লাস (John Glass)। ক্রিজে ৫১ রানে ব্যাট করছিলেন তিনি। মাঠ যখন ছাড়লেন তখন গ্লাসের স্কোর ৮৭।

শেষ ওভারে ৬ বলে ৬ ছক্কা মেরে ম্যাচ জেতালেন গ্লাস
অবিশ্বাস্য কাণ্ড ঘটালেন জন গ্লাস। ছবি: টুইটার

Follow Us

ক্রেগাঘ: ঠিক যেন সিনেমার গল্পের মতো। নায়ক এসে শেষ মুহূর্তে বাজিমাত করে যাবে। আয়ারল্যান্ডের ক্লাব ক্রিকেট ম্যাচে সে রকমই এক ঘটনার সাক্ষী থাকল ক্রিকেটবিশ্ব। বাস্তবের এই গল্প হার মানাবে সিনেমার যে কোনও গল্পকেও। অলৌকিক বললেই বা কম কি! টি-২০ ফাইনালের মতো ম্যাচে শেষ ওভারে প্রয়োজন ৩৫ রান। নর্দ্যান আইরিশ ক্লাব ক্রেগাঘের (Cregagh) ঘরের মাঠেই বিপক্ষকে অবাস্তব হারের মুখে দাঁড় করালেন বেলিমেনার জন গ্লাস (John Glass)।

 

২০ ওভারের ম্যাচে প্রথমে ব্যাট করে ১৪৭ রান করে ক্রেগাঘ (Cregagh)। ১৯ ওভারে ৭ উইকেটে বেলিমেনার (Ballymena) স্কোর ১১৩। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ৩৫ রান। ক্রেগাঘের ঘরের মাঠে আগাম সেলিব্রেশন শুরু। আচমকাই মেগা ফাইনালে অলৌকিক কাণ্ড ঘটালেন বেলিমানের (Ballymena) জন গ্লাস (John Glass)। ক্রিজে ৫১ রানে ব্যাট করছিলেন তিনি। মাঠ যখন ছাড়লেন তখন গ্লাসের স্কোর ৮৭। ৬ বলে ৬ ছক্কা হাঁকিয়ে চ্যাম্পিয়ন করালেন বেলিমেনাকে।

আরও পড়ুন: India vs Srilanka: নয়া নজিরের হাতছানি ধাওয়ানের

অবিশ্বাস্য ম্যাচ জিতিয়ে ড্রেসিংরুমে ফেরার পর সতীর্থরাও বিশ্বাস করতে পারছিলেন না। ক্রিকেটদুনিয়াও এর আগে কখনও এ রকম ঘটনার সাক্ষী থেকেছে কিনা সন্দেহ! আয়ারল্যান্ডের ক্লাব ক্রিকেটে বেলিমেনাকে টি-২০ চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন করিয়ে নায়ক গ্লাস।

Next Article