নতুন ভাবে আসছে টয়োটা ইনোভা ক্রিস্টা, কী কী পরিবর্তন হল?

Nov 25, 2020 | 7:21 AM

লঞ্চ হওয়ার পর থেকেই ভারতের 'বেস্ট সেলিং' তকমা ছিনিয়ে নেওয়া এই চার চাকাটিতে কী কী পরিবর্তন হতে চলেছে?

নতুন ভাবে আসছে টয়োটা ইনোভা ক্রিস্টা, কী কী পরিবর্তন হল?
লঞ্চ হওয়ার পর থেকেই ভারতের 'বেস্ট সেলিং' তকমা ছিনিয়ে নেওয়া এই চার চাকাটিতে কী কী পরিবর্তন হতে চলেছে?

Follow Us

TV9 বাংলা ডিজিটাল: ভোল বদল টয়োটা ইনোভা ক্রিস্টা-র (Toyota Innova Crysta)। আনকোরা নতুন ভাবে বাজারে আসতে চলেছে টয়োটা কোম্পানির এই পুরনো সদস্য। লঞ্চ হওয়ার পর থেকেই ভারতের ‘বেস্ট সেলিং’ তকমা ছিনিয়ে নেওয়া এই চার চাকাটিতে কী কী পরিবর্তন হতে চলেছে তা দেখে নেওয়া যাক।

⦁ ফ্রন্ট গ্রিলে পরিবর্তন আনা হয়েছে।
⦁ যোগ করা হয়েছে নতুন ফ্রন্ট বাম্পারও।
⦁ ইন্ডিকেটরের ক্ষেত্রেও আনা হয়েছে পরিবর্তন। করা হয়েছে আরও উন্নতমানের।
⦁ ফগ লাইট দু’টিকে রাখা হয়েছে খানিক নিচে।


শুধুমাত্র গাড়ির বাইরেই নয়। গাড়ির ভেতরেও এসেছে পরিবর্তন।

⦁ ড্যাশবোর্ড কম-বেশি এক থাকলেও শোনা যাচ্ছে, এই নয়া মডেলে নাকি থাকবে অ্যাপলের ৯ ইঞ্চির কার-প্লে।
⦁ এ ছাড়াও থাকবে অ্যান্ড্রয়েডম অটো কম্পেটিবেলিটি।
⦁ থাকবে ইনবিল্ট এয়ার পিউরিফায়ারও।

টয়োটা ইনোভার বর্তমান এডিশনটি আত্মপ্রকাশ করেছিল ২০১৬ সালে। এর দাম ১৫ লক্ষ টাকা থেকে শুরু হয়ে ২৫ লক্ষের মধ্যে।

Next Article