TV9 বাংলা ডিজিটাল: ভারতে লঞ্চ হতে এখনও বেশ খানিক দেরিই রয়েছে। তবে সূত্র বলছে, ইতিমধ্যেই ফাঁস হয়ে গিয়েছে ভিভো-র আনকোরা নতুন ফোন ভি২০ প্রো-র ( Vivo V20 Pro) প্রি- অর্ডার অফার। ফাঁস হয়ে যাওয়া এক পোস্টার আভাস দিচ্ছে, জিও গ্রাহকরা প্রি-অর্ডারের ক্ষেত্রে লাভ করতে পারেন প্রায় ১০ হাজার টাকা। পেতে পারেন ১০ শতাংশ ক্যাশব্যাকও।
শোনা যাচ্ছে, বাজাজ ফিন্যান্স নাকি এই ফোনের ক্ষেত্রে মাত্র ১০১ টাকার ইএমআই দিতে চলেছে। এখানেই শেষ নয়, আপনি যদি আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট অথবা ডেবিট কার্ড হোল্ডার হন অথবা আপনার যদি ব্যাঙ্ক অব বরোদার ক্রেডিট কার্ড থাকে সেক্ষেত্রেও হয়তো আপনি পেতে চলেছেন ১০ শতাংশ ক্যাশব্যাক।
বিভিন্ন সূত্র বলছে, আগে থেকে বুক করে রাখলে নাকি গ্রাহক পাবেন ভিভো আপগ্রেড পুরস্কার এবং একই সঙ্গে ভি-শিল্ড মোবাইল প্রোটেকশনও। যদিও এ ব্যাপারে আনুষ্ঠানিক ভাবে সংস্থার তরফে এখনও কোনও মন্তব্য করা হয়নি।
ভিভো ভি২০ প্রো এর আগে সেপ্টেম্বর মাসে তাইল্যান্ডে প্রথম লঞ্চ হয়েছিল। এ দেশে ভিভো ভি২০ গত মাসে লঞ্চ হলেও প্রো কবে আসবে তা আপাতত ধোঁয়াশাতেই রেখেছে ভিভো কর্তৃপক্ষ। তবে সংস্থার তরফে জানা যাচ্ছে, ভিভো ভি২০ প্রো-এ রয়েছে চার হাজার মেগাহার্টজ ব্যাটারি ব্যাকআপ। রয়েছে ৫ জি’র সুবিধে। রয়েছে ৮ মেগাপিক্সল সেকেন্ডারি সেনসর। এ ছাড়াও এই ফোনে দেখা যাবে অক্টাকোর কোয়ালকম প্রসেসর এবং ৮ জিবি র্যাম।
এর আগে ভিভো ভি২০-র দাম ভারতীয় মুদ্রায় ধার্য করা হয়েছিল ২৪ হাজার ৯৯০ টাকা। ভিভো ভি২০ প্রো যেহেতু ভিভো ভি২০-র থেকেও ফিচারগত দিক থেকে উন্নতমানের তাই তার দাম ২৫ হাজারের বেশিই হবে বলে প্রাথমিক অনুমান।