পাঁচ হাজারেরও কম দামে শাওমির এই ফোনের ফিচার অবাক করবে আপনাকে

Nov 24, 2020 | 6:16 PM

এক ঝলকে দেখে নিন এর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ফিচার।

পাঁচ হাজারেরও কম দামে শাওমির এই ফোনের ফিচার অবাক করবে আপনাকে
এক ঝলকে দেখে নিন এর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ফিচার।

Follow Us

TV9 বাংলা ডিজিটাল:  এ বার সাধ্যের মধ্যেই সাধপূরণ। (Xiomi) দাম মাত্র সাড়ে চার হাজার। অথচ শাওমির রেডমি গো হার মানাবে নামিদামী অ্যানড্রয়েড ফোনকেও। আপনি যদি এই ফোনটি কেনার প্ল্যানে থাকেন তবে এক ঝলকে দেখে নিন এর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ফিচার। (Redmi Go )

⦁ এই ফোনটি চওড়ায় পাঁচ ইঞ্চি। হ্যান্ডগ্রিপের ক্ষেত্রে বেশ সুবিধেজনক।
⦁ রয়েছে কোয়াড কোর স্ন্যাপড্রাগন ৪২৫ প্রসেসর। র‍্যাম ১ জিবি।
⦁ ইন্টারনাল মেমোরি ৮ জিবি হলেও তা বাড়ান যাবে ১২৮ জিবি পর্যন্ত।
⦁ মাত্র পাঁচ হাজার টাকার মধ্যেই শাওমির এই মডেল আপনাকে দিচ্ছে ৮ মেগাপিক্সল রিয়ার ক্যামেরা এবং পাঁচ মেগাপিক্সল ফ্রন্ট ক্যামেরার সুবিধে
⦁ রয়েছে ডুয়েল সিমের সুবিধেও
⦁ ব্যাটারি বেক আপও মন্দ নয়। ওই দামে আপনি পেয়ে যাচ্ছেন ৩০০০ মেগাহার্টজ ব্যাটারি ব্যাকআপ।

গ্রাহকদের থেকে প্রাপ্ত রিভিউ অনুযায়ী এই ফোনটি ফুলচার্জ করলে মোটামুটি ভাবে এক দিন চলে যেতে পারে। ক্যামেরার কোয়ালিটিও মন্দ নয়। তবে সিঙ্গল ফ্ল্যাশ হওয়ার কারণে নাইট সেলফির ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। ফেসবুক লাইট, জিমেল গো, ম্যাপস গো, গুগল গো ইত্যাদি অ্যাপ আগে থেকেই ডাউনলোড করা থাকবে ফোনটিতে।

তবে আপনি যদি পাবজি প্লেয়ার হন তবে এই ফোনটি আপনার জন্য নয়। এক জিবি র‍্যামের কারণে পাবজি-সহ অনেক গেমই সাপোর্ট করবে না এই ফোনে। সেক্ষেত্রে অবশ্য আপনি ব্যবহার করতে পারেন পাবজি লাইট। তবে ওই যে, দুধের স্বাদ কি আর ঘোলে মেটে? মোবাইল গেমিংয়ে আগ্রহী না হলে কিন্তু পাঁচ হাজারের কম এই ফোন আপনার স্মার্টফোনের শখও মেটাবে একই সঙ্গে খেয়াল রাখবে খরচেরও।

Next Article