নতুন নীতির পরও কী কী বদলালো না হোয়াটসঅ্যাপে?
হোয়াটস অ্যাপের নতুন প্রাইভেসি পলিসি নিয়ে চাপা উত্তেজনা এখনও অব্যাহত। ‘বিতর্কিত’ এই প্রাইভেসি পলিসি জেরে ব্যবাহারকারীর অনেকে প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্মে যোগও দিয়েছে। ব্যবহারকারীদের প্রাইভেসি পলিসি সম্পর্কে সচেতন করতে লাগাতার চেষ্টা চালাচ্ছে হোয়াটঅ্যাপ। Tv9 বাংলাও খুঁজে দেখল নতুন প্রাইভেসি পলিসি প্রকাশের পর হোয়াটস অ্যাপে কী কী পরিবর্তন সত্যিই হয়নি।