ভারতে আসছে রিয়েলমি নারজো ৩০ সিরিজ, লঞ্চ হচ্ছে ইয়ারবাডসও

Sohini chakrabarty |

Jun 18, 2021 | 11:28 AM

এই প্রথম রিয়েলমি ন্যাজরো ৩০ সিরিজের কোনও ফোন লঞ্চ হতে চলেছে ভারতে।

ভারতে আসছে রিয়েলমি নারজো ৩০ সিরিজ, লঞ্চ হচ্ছে ইয়ারবাডসও
রিয়েলমি ন্যাজরো ৩০এ ফোনে স্কোয়ার শেপ মডিউলে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ।

Follow Us

রিয়েলমি নারজো ৩০ প্রো ৫জি, রিয়েলমি নারজো ৩০এ এবং রিয়েলমি বাডস এয়ার ২ লঞ্চ হতে চলেছে ভারতে। আগামী ২৪ ফেব্রুয়ারি বেলা সাড়ে বারোটায় লঞ্চ হবে রিয়েলমি-র এই সমস্ত গ্যাজেট। সংস্থার অফিশিয়াল পেজ এবং ফ্লিপকার্টের তরফে রিয়েলমির এইসব প্রোডাক্ট লঞ্চের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। এই প্রথম রিয়েলমি ন্যাজরো ৩০ সিরিজের কোনও ফোন লঞ্চ হতে চলেছে। যদিও এখনও ফোনের দাম সম্পর্কে কিছু জানানো হয়নি।

দু’টি ফোনের পাশাপাশি লঞ্চ হচ্ছে রিয়েলমি ওয়্যারলেস স্টিরিও (TWS) ইয়ারবাডস। এই অত্যাধুনিক ইয়ারবাডস-এ থাকবে ‘ANC technology’। রিয়েলমি ইন্ডিয়ার সিইও মাধব শেঠ এই ইয়ারবাডের একটি টিজার ইতিমধ্যেই প্রকাশ্যে এনেছেন। অত্যাধুনিক ফিচার এবং আপগ্রেড ডিজাইন নিয়ে আসতে চলেছে এই ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডস।

রিয়েলমি নারজো ৩০ প্রো ৫জি এবং রিয়েলমি নারজো ৩০এ-এর ফিচার এবং ডিজাইন-

১। রিয়েলমি নারজো ৩০ প্রো ৫জি ফোনে থাকবে 800U 5G processor।

২। এই প্রসেসর ৭০০ প্রসেসরের সিরিজের তুলনায় ১১ শতাংশ হায়ার সিপিইউ পারফরম্যান্স, ২৮ শতাংশ হায়ার জিপিইউ এফিশিয়েন্সি এবং 1.4x ফাস্টার অ্যাপ লঞ্চ টাইম দেয়।

৩। রিয়েলমি নারজো ৩০ প্রো ৫জি ফোনে থাকছে হোল পাঞ্চ ডিসপ্লে। উপরে বাঁদিকে কোণে থাকবে সেলফি ক্যামেরা। এছাড়াও থাকবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।

৪। এই ফোনে থাকছে ট্রিপেল ক্যামেরা সেটআপ। ফোনের ব্যাক প্যানেলে থাকবে গ্লসি গ্র্যাডিয়েন্ট ফিনিশ।

৫। রিয়েলমি ন্যাজরো ৩০এ ফোনে স্কোয়ার শেপ মডিউলে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ। থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর।

Next Article