ভ্যালেনটাইন্স ডে-তে সেকেন্ডে প্রেম পত্র লিখে দিচ্ছে AI, মোহিত করছে সঙ্গীকে

Feb 14, 2024 | 1:16 PM

Valentines Day: 56 শতাংশ মানুষ তাদের প্রেমিক প্রেমিকাদের প্রেমের চিঠি লেখার জন্য জেনেরিক AI টুল ব্যবহার করছে। গবেষণায় আরও প্রকাশ করা হয়েছে যে, দুই-তৃতীয়াংশেরও বেশি প্রাপ্তবয়স্ক, অর্থাৎ প্রায় 67 শতাংশ মানুষ এই তফাৎটা বুঝতে পারে না, যে কোন চিঠিটি এআই-এর লেখা। আর কোনটি মানুষের।

ভ্যালেনটাইন্স ডে-তে সেকেন্ডে প্রেম পত্র লিখে দিচ্ছে AI, মোহিত করছে সঙ্গীকে

Follow Us

আজ অর্থাৎ 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। আর এদিনে যদি কাউকে পছন্দ থাকে, তবে কোনও কিছু চিন্তা না করে তাকে বলেই দিন। পারলে প্রেমপত্র দিয়ে প্রেম নিবেদন করুন। আপনাকে প্রেমপত্র লিখে দেবে AI। কৃত্রিম বুদ্ধিমত্তা যেভাবে ধীরে ধীরে আমাদের জীবনে প্রবেশ করছে, তার একটি গবেষণা পত্র McAfee-এর একটি নতুন প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে। সিকিউরিটি সফটওয়্যার ফার্ম একটি সার্ভে বা সমীক্ষা করেছে। আর তার ফলে এমন একটি তথ্য সামনে এসেছে, যা ঘুম কেড়েছে গবেষকদেরও। ভ্যালেন্টাইন্স ডে-এর জন্য AI-এর সাহায্য নিচ্ছে মানুষ। অর্থাৎ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কৃত্রিম বুদ্ধিমত্তা। কারণ 56 শতাংশ মানুষ তাদের প্রেমিক প্রেমিকাদের প্রেমের চিঠি লেখার জন্য জেনেরিক AI টুল ব্যবহার করছে। গবেষণায় আরও প্রকাশ করা হয়েছে যে, দুই-তৃতীয়াংশেরও বেশি প্রাপ্তবয়স্ক, অর্থাৎ প্রায় 67 শতাংশ মানুষ এই তফাৎটা বুঝতে পারে না, যে কোন চিঠিটি এআই-এর লেখা। আর কোনটি মানুষের।

McAfee-র নতুন গবেষণা প্রতিবেদনে সব তথ্য প্রকাশ পেয়েছে। প্রতিবেদনটির নাম দেওয়া হয়েছে মডার্ন লাভ (Modern Love)। এই গবেষণা করার আসল উদ্দেশ্য হল, আধুনিক যুগে প্রেম এবং সম্পর্কের পরিবর্তনে AI এবং ইন্টারনেটের ভূমিকা খুঁজে বের করা। গবেষণায় 7টি দেশের 7000 জনকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। সমীক্ষায় দেখা গিয়েছে যে, এক চতুর্থাংশেরও বেশি মানুষ ইতিমধ্যেই তাদের ভালবাসা প্রকাশ করতে পেরেছেন। আর সাহায্য নিয়েছেন OpenAI-এর ChatGPT, Google Gemini এবং Microsoft কো-পাইলটের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা টুলের।

সমীক্ষা অনুসারে, মানুষ প্রেমের চিঠি লিখতে AI-কে ব্যবহার করছে। কিন্তু কেন AI-কে ব্যবহার করছে, তা জানলে আপনার চোখ কপালে উঠবে। 21 শতাংশ মানুষের দাবি, বর্তমানে মানুষ প্রেমপত্র লেখার ক্ষেত্রে AI এর সাহায্য নিচ্ছে। গবেষণায় উঠে এসেছে এর কারণও, একশ্রেণির ধারণা, AI বর্তমানে মানুষের থেকে আবেগ-অনুভূতিতে অনেক বেশি এগিয়ে। অর্থাৎ, যে আবেগ-ভালবাসার সঙ্গে রক্তমাংসের মানুষ দুটো মনের কথা লিখে এসেছেন যুগের পর যুগ ধরে, সেই মানুষই এখন মনে করছেন, AI তাঁর মনের কথা, তার থেকেও বেশি আবেগ ঢেলে লিখে দিতে পারে। যদিও 10 শতাংশ মানুষের মতে, এআই ব্যবহার করলে তাদের কাজ দ্রুত হবে। তাই তারা প্রেমপত্র লিখতে AI-কে কাজে লাগাচ্ছে।

Next Article