Airtel-এ এই সস্তার প্ল্যানে মিলছে 100GB ডেটা, Hotstar আর Amazon Prime সাবস্ক্রিপশনও ফ্রি
Airtel 100 GB Recharge Plan: এই প্ল্যানে 200GB পর্যন্ত ডেটা রোলওভার সুবিধাও পাওয়া যাচ্ছে। এছাড়াও এই প্ল্যানে 3টি অ্যাড-অন কানেকশনের সুবিধা পাবেন। এই অ্যাড অনের সঙ্গে অতিরিক্ত 30GB ডেটা পাওয়া যাবে।

Airtel Recharge Plan: বিগত কয়েক বছরে যে হারে OTT প্ল্যাটফর্মগুলির চাহিদা বেড়েছে, তাতে বহু মানুষই সাবস্ক্রিপশন নিতে চায়। কিন্তু চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে সাবস্ক্রিপশনের দামও বেশ অনেকটা করেই বাড়িয়েছে কোম্পানিগুলি। এতে অনেকেই সাবস্ক্রিপশন নেওয়ার প্ল্যান করে থাকলেও নিয়ে উঠতে পারেন না দামের কথা ভেবে। শুধু তাই নয়, সেই সঙ্গে প্রতি মাসে বা তিন মাস অন্তর মোবাইস রিচার্জও রয়েছে। তবে এবার এই সব সুবিধা আপনি একটি রিচার্জেই পাবেন। তার জন্য আলাদা আলাদা করে আর বিভিন্ন জায়গায় রিচার্জ করতে হবে না।
আপনি যদি এয়ারটেলের গ্রাহক হয়ে থাকেন, তাহলে আপনার জন্য একটি সুখবর আছে। অনেকেই জানেন না, এয়ারটেলের এমন একটি প্ল্যান রয়েছে, যাতে আপনি 100GB ডেটা পাবেন। এছাড়াও এই প্ল্যানের সঙ্গে Amazon Prime Video এবং Disney + Hotstar-এর সাবস্ক্রিপশনও পাওয়া যাবে। ফলে আপনি যত খুশি ডেটা ব্যবহার করে পছন্দ মতো ওয়েব সিরিজ, সিনেমা দেখতে পারবেন। এর জন্য আপনাকে অনেক বেশি টাকা খরচ করতে হবে না। চলুন জেনে নেওয়া যাক এয়ারটেলের এই প্ল্যান সম্পর্কে।
এয়ারটেলের 999 টাকার প্ল্যান:
Airtel-এর একটি 999 টাকার পোস্টপেইড প্ল্যান রয়েছে, যাতে 100GB ডেটা পেয়ে যাবেন। এই প্ল্যানে আনলিমিটেড কলিং এবং 100SMS ডেটা পাওয়া যাচ্ছে। এই প্ল্যানে 200GB পর্যন্ত ডেটা রোলওভার সুবিধাও পাওয়া যাচ্ছে। এছাড়াও এই প্ল্যানে 3টি অ্যাড-অন কানেকশনের সুবিধা পাবেন। এই অ্যাড অনের সঙ্গে অতিরিক্ত 30GB ডেটা পাওয়া যাবে। এই প্ল্যানে মোট চারটি কানেকশন ব্যবহার করা যেতে পারে। এই প্ল্যানটি ছয় মাসের জন্য Amazon Prime Video এবং এক বছরের জন্য Disney + Hotstar মোবাইল সাবস্ক্রিপশন অফার করে। এই প্ল্যানে মোবাইল প্রোটেকশন, এক্সস্ট্রিম মোবাইল প্যাক এবং উইঙ্ক প্রিমিয়াম সাবস্ক্রিপশন পাওয়া যাবে।
