Airtel-র 148 টাকার ‘ম্যাজিক’ প্ল্যান, 15GB ডেটা আর 15 ওটিটি অ্যাপ ফ্রি

Airtel Rs 148 Prepaid Plan: আপনি মাত্র 148 টাকা খরচ করেই 15টি OTT অ্যাপের অ্যাক্সেস পাবেন। শুনেই অবাক হলেন তো? আদতেই এই সব সুবিধা আপনি পেয়ে যাবেন এই প্ল্যানে। চলুন জেনে নেওয়া যাক এয়ারটেলের 148 টাকার প্রিপেড প্ল্যানে আর কী-কী সুবিধা পাবেন?

Airtel-র 148 টাকার 'ম্যাজিক' প্ল্যান, 15GB ডেটা আর 15 ওটিটি অ্যাপ ফ্রি
Follow Us:
| Edited By: | Updated on: Jul 27, 2023 | 12:54 PM

টেলিকম কোম্পানিগুলি একের পর এক কম দামের প্ল্যান বাজারে এনে চলেছে। Airtel না Jio, কম দামে কে বেশি সুবিধা দিয়ে প্ল্যা আনবে, সেই নিয়ে একটা দন্দ্ব লেগেই আছে। কখনও Jio কম দামের প্ল্যান নিয়ে আসে আবার কখনও Airtel সাশ্রয়ী মূল্যের প্ল্যান অফার করে। এই সব কিছুর মধ্যে এবার Airtel 148 টাকার প্ল্যান লঞ্চ করেছে, যার সুবিধা জানলে আপনি অবাক হবেন। এমনিতেই প্রতি মাসে বেশ অনেকটা টাকাই খরচ হয় বিভিন্ন OTT প্ল্যাটফর্মগুলির পিছনে। তার উপরে আবার আলাদা করে ফোনের রিচার্জ রয়েছে। কিন্তু আপনাকে যদি বলা হয়, আপনি মাত্র 148 টাকা খরচ করেই 15টি OTT অ্যাপের অ্যাক্সেস পাবেন। শুনেই অবাক হলেন তো? আদতেই এই সব সুবিধা আপনি পেয়ে যাবেন এই প্ল্যানে। চলুন জেনে নেওয়া যাক এয়ারটেলের 148 টাকার প্রিপেড প্ল্যানে আর কী-কী সুবিধা পাবেন?

Airtel-এর 148 টাকার প্রিপেড প্ল্যান:

Airtel একটি নতুন প্রিপেইড প্ল্যান ঘোষণা করেছে। এই প্ল্যানে গ্রাহকরা 148 টাকায় 15GB ডেটা পাবেন। এটি একটি অ্যাড-অন প্ল্যান। অর্থাৎ আপনাকে এরটি বেস প্ল্যান রিচার্জ করতে হবে। তারপরে আপনি এই রিচার্জটি করলে অতিরিক্ত ডেটা পাবেন। তবে যতদিন আপনার বেস প্ল্যানটির বৈধতা থাকবে, ততদিনই এই প্ল্যানটিরও বৈধতা থাকবে।

এতে টকটাইম বা SMS সুবিধা পাওয়া যাবে না। এই প্যাকের সবচেয়ে বিশেষ ব্যাপার হল গ্রাহকরা বিনামূল্যে Airtel Xstream Play সাবস্ক্রিপশনের মাধ্যমে 15টি OTT অ্যাপে অ্যাক্সেস পাবেন। এই প্যাকে গ্রাহকরা তাদের পছন্দের ভিডিয়ো সিরিজ, সিনেমা, টিভি চ্যানেল, লাইভ টিভি এবং অন্যান্য কনটেন্ট দেখতে পারবেন।

Airtel তার নির্বাচিত প্রিপেইড প্ল্যানগুলিতে Xstream Play অফার করছে। Xstream প্লে প্ল্যাটফর্ম গ্রাহকদের 15টিরও বেশি ওভার-দ্য-টপ (OTT) কন্টেন্ট স্ট্রিমিং প্ল্যাটফর্মে অ্যাক্সেস দেয়, যা তাদের ভারতের জনপ্রিয় OTT প্ল্যাটফর্ম যেমন Netflix, Amazon Prime Video, JioCinema, Zee5, Voot, Disney+ Hotstar, SonyLIV অ্যাক্সেসে অ্যাক্সেস দেয়। ALT বালাজি, Eros Now, Hoichoi, Hungama Play, Sun NXT, ShemarooMe, Lionsgate Play এবং TVF Play এর মতো অনেক অ্যাপ পাবেন।