আজ আকাশে দেখা গিয়েছে ‘Super Worm Moon’, এই চাঁদ আসলে কেমন?

Sohini chakrabarty |

Mar 28, 2021 | 10:16 PM

জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, ২৮ মার্চ রবিবার সন্ধ্যা ৬টা ৩৬মিনিটে সবচেয়ে ভালভাবে লক্ষ্য করা গিয়েছে এই 'সুপার ওয়ার্ম মুন'।

আজ আকাশে দেখা গিয়েছে Super Worm Moon, এই চাঁদ আসলে কেমন?
জেনে নিন, এই চাঁদের খুঁটিনাটি।

Follow Us

দোলপূর্ণিমার দিন এমনিতেই আকাশে উজ্জ্বল এবং বড় আকারে দেখা চাঁদ। তবে এবারের দোলের চাঁদ অন্যান্য বারের তুলনায় একটু আলাদা। আজকের ‘ফুল মুন’- এ যে চাঁদ দেখা গিয়েছে, সেটি আসলে ‘Super Worm Moon’। সাধারণ দিন আকাশে যে চাঁদ দেখা যায়, তার থেকে এই চাঁদ অনেক বড় এবং উজ্জ্বল। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, ২৮ মার্চ রবিবার সন্ধ্যা ৬টা ৩৬মিনিটে সবচেয়ে ভালভাবে লক্ষ্য করা গিয়েছে এই ‘Super Worm Moon’।

কাকে বলা হয় ‘Super Worm Moon’?

সাধারণ সুপার মুন হল ফুল মুনেরই অংশ বিশেষ। এক্ষেত্রে পৃথিবী এবং চাঁদের দূরত্ব সবচেয়ে কমে যায়। অর্থাৎ চাঁদ পৃথিবীর একদম কাছাকাছি চলে আসে। জ্যোতির্বিদ রিচার্ড নোলে ‘সুপার মুন’ কথাটির প্রবক্তা। যখন নিউ মুন বা ফুল মুন নিজের পেরিজির ৯০ শতাংশ জুড়ে থাকে তখন তাকে বলা হয় ‘সুপার মুন’। আরও সহজ ভাবে বললে, সাধারণ সময়ের তুলনায় চাঁদের আয়তন যখন ১৪ শতাংশ এবং ঔজ্জ্বল্য ৩০ শতাংশ বেড়ে যায়, তখন তাকে বলে ‘সুপার মুন’। যদিও এটা বছরের কিছু নির্দিষ্ট সময়ের ভিত্তিতেই হয়ে থাকে। তবে ফাল্গুন মাসে বসন্তের আরম্ভে দোলের দিন ‘ফুল মুন’ কিন্তু প্রতিবছরই দেখা যায়।

বিজ্ঞানের পরিভাষায় যখন নিউ মুন বা ফুল মুন পেরিজির সঙ্গে কো-ইনসাইড করে যায় তখন তাকে বলে সুপার মুন। চাঁদ নিজের অরবিট বরাবর পৃথিবীর সবচেয়ে কাছে এলে যে পরিস্থিতি তৈরি হয় সেই ক্লোসেস্ট অবস্থাকে পেরিজি বলে।

অন্যদিকে Nottingham Trent University- র astronomy expert ডক্টর ড্যানিয়েল ব্রাউন ‘ডেলি মেল’- কে জানিয়েছেন সুপার মুন কখনই ওভাবে আয়তনে বড় হয়ে যায় না। অতএব মানুষ যেন এটা ভেবে বোকা না হন যে তাঁরা অন্যান্য দিনের তুলনায় বড় চাঁদ দেখছেন। ব্যাপারটা আদপেও তা নয়। ডক্টর ব্রাউনের মন্তব্যে ধোঁয়াশা তৈরি হলেও বিজ্ঞানের একদল অভিজ্ঞ বলেন সুপার মুন আসলে সাধারণ দিনের চাঁদের তুলনায় বৃহৎ এবং উজ্জ্বল।

Next Article