গেমিং স্মার্টফোন লঞ্চ করতে চলেছে শাওমি, কেমন হবে রেডমির সেই অত্যাধুনিক ফোন?

Sohini chakrabarty |

Mar 28, 2021 | 9:38 PM

এই গেমিং স্মার্টফোনের দাম শুরু হতে পারে ২২ হাজার টাকা থেকে। শোনা যাচ্ছে, ২২ থেকে ২৮ হাজার টাকার মধ্যে পাওয়া যেতে পারে শাওমির এই গেমিং স্মার্টফোন। যদিও রেডমির তরফে এখনও তাদের প্রথম গেমিং স্মার্টফোনের দামের ব্যাপারে কিছু জানানো হয়নি।

গেমিং স্মার্টফোন লঞ্চ করতে চলেছে শাওমি, কেমন হবে রেডমির সেই অত্যাধুনিক ফোন?
এই ফোনের ব্যাটারি হতে পারে 5000 mAh। তার সঙ্গে থাকতে পারে 65 W ফাস্ট চার্জিং সাপোর্ট।

Follow Us

গেমিং ফোন লঞ্চ করতে চলেছে রেডমি। সংস্থার জেনারেল ম্যানেজার লু উইবিং ইতিমধ্যেই রেডমি’র প্রথম গেমিং স্মার্টফোনের টিজার প্রকাশ্যে এনেছেন। সূত্রের খবর, কয়েক মাস আগে এই টিজার প্রকাশ্যে এসেছিল। সেই সময় সামান্য কিছু তথ্যও পাওয়া গিয়েছিল এই ফোনের ব্যাপারে। এবার বিখ্যাত Weibo tipster (Digital Chat Station)- ও প্রকাশ্যে এনেছে এই গেমিং স্মার্টফোনের বেশ কিছু ফিচার।

কেমন হবে শাওমির প্রথম গেমিং স্মার্টফোন?

১। এই ফোনে থাকতে পারে Dimensity 1200 প্রসেসর। এছাড়াও থাকতে পারে একটি ফ্ল্যাট OLED  স্ক্রিন। সেই সঙ্গে ফ্রন্ট ক্যামেরার জন্য থাকবে সূক্ষ্ম একটা গর্ত।

২। জানা গিয়েছে রেডমি কে৪০ সিরিজের ফোনে স্যামসাংয়ের সেই ডিসপ্লে ছিল সেই E4 AMOLED ডিসপ্লে দেখা যাবে শাওমির প্রথম গেমিং স্মার্টফোনে। এই ডিসপ্লে- কে ইতিমধ্যেই ‘the best flat panel in the industry’ খেতাব দিয়েছে DisplayMate Technologies labs। সেই সঙ্গে সর্বোচ্চ এ প্লাস স্কোরও দেওয়া হয়েছে এই ডিসপ্লে- কে।

৩। এই ফোনের ব্যাটারি হতে পারে 5000 mAh। তার সঙ্গে থাকতে পারে 65 W ফাস্ট চার্জিং সাপোর্ট। এর সাহায্যে মাত্র আধঘণ্টায় ফোনের ব্যাটারি ফুলচার্জ হয়ে যাবে।

৪। ব্ল্যাক শার্ক লাইনের স্মার্টফোনের মতো রেডমির প্রথম গেমিং স্মার্টফোনেও থাকতে পারে শোল্ডার ট্রিগার। এই ফিজিক্যাল অ্যাডাপ্টার- এর সাহায্যে গেমিং এক্সপিরিয়েন্স এনহ্যান্স করতে পারবেন গেমাররা। অর্থাৎ ফোনে গেম খেলেও দুর্দান্ত অভিজ্ঞতা হবে গেমপ্রেমীদের।

৫। এই গেমিং স্মার্টফোনের দাম শুরু হতে পারে ২২ হাজার টাকা থেকে। শোনা যাচ্ছে, ২২ থেকে ২৮ হাজার টাকার মধ্যে পাওয়া যেতে পারে শাওমির এই গেমিং স্মার্টফোন। যদিও রেডমির তরফে এখনও তাদের প্রথম গেমিং স্মার্টফোনের দামের ব্যাপারে কিছু জানানো হয়নি। ফিচারের ব্যাপারেও নিশ্চিতভাবে কিছু জানাননি কর্তৃপক্ষ।

Next Article