স্মার্টওয়াচ আনল অ্যামেজফিট, একবার চার্জেই চলবে ১৪ দিন

Dec 12, 2020 | 8:28 PM

ভারতীয় মুদ্রায় এই নতুন ফিটনেস ট্র্যাকারের স্পোর্টস এডিশনের দাম ১২,৯৯৯ টাকা। আর ক্লাসিক এডিশনের দাম ১৩,৪৯৯ টাকা।

স্মার্টওয়াচ আনল অ্যামেজফিট, একবার চার্জেই চলবে ১৪ দিন
ফ্লিপকার্ট এবং অ্যামেজফিট ইন্ডিয়ার ওয়েবসাইটে এর মধ্যেই এই স্মার্টওয়াচের প্রি-বুকিং শুরু হয়ে গিয়েছে।

Follow Us

ভারতের বাজারে এল নতুন স্মার্টওয়াচ অ্যামেজফিট জিটিআর ২। ফ্লিপকার্ট এবং অ্যামেজফিট ইন্ডিয়ার ওয়েবসাইটে এর মধ্যেই এই স্মার্টওয়াচের প্রি-বুকিং শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে, প্রি-বুকিং করলে ১৭৯৯ টাকা দামের একটি ওয়াচ স্ট্র্যাপ পাওয়া যাবে একদম বিনামূল্যে। আগামী ১৭ ডিসেম্বর থেকে শুরু হবে স্মার্টওয়াচের শিপিং। তারপরই নতুন ডিভাইস হাতে পাবেন গ্রাহকরা।

ফ্লিপকার্টে এই স্মার্টওয়াচ কিনলে এবং অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে পাঁচ শতাংশ ক্যাশব্যাক পাওয়ার সুযোগ রয়েছে। মাসে ৪৪৫ টাকার ইএমআই অপশনও রয়েছে। এ মাসের শেষের দিকেই আরও দুটো স্মার্টওয়াচ লঞ্চ করার পরিকল্পনা রয়েছে এই কোম্পানির। অ্যামেজফিট জিটিএস ২ এবং অ্যামেজফিট জিটিএস ২ মিনি এই দুটো মডেল লঞ্চ করার কথা ভাবছে কর্তৃপক্ষ।

এক নজরে দেখে নেওয়া যাক অ্যামেজফিট স্মার্টওয়াচের আকর্ষণীয় ফিচার-

 

  • ভারতীয় মুদ্রায় এই নতুন ফিটনেস ট্র্যাকারের স্পোর্টস এডিশনের দাম ১২,৯৯৯ টাকা। আর ক্লাসিক এডিশনের দাম ১৩,৪৯৯ টাকা।

 

  • এতে রয়েছে AMOLED প্যানেল এবং ১২ ধরনের স্পোর্টস মোড। রয়েছে থ্রিডি গ্লাসের ফিচার। এছাড়াও এই স্মার্টওয়াচে রয়েছে হার্ট রেট সেন্সর, ব্লাড-অক্সিজেন মেজারমেন্ট নেওয়ার সুবিধে। আপনার শরীরের ব্লাড-অক্সিজেন স্যাচুরেশন বা  SpO2 লেভেল মাপা যাবে এই ঘড়ির সাহায্যে। এর পাশাপাশি এক্সিলেরোমিটার, এয়ার প্রেশার সেন্সর, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর এবং জাইরোস্কোপ (gyroscope) থাকবে।

আরও পড়ুন- চালু হয়নি নতুন ফিচার, তবুও ওয়েব হোয়াটসঅ্যাপে করা যাচ্ছে ভিডিও কল, কীভাবে?

  • একবার ফুল চার্জ দিলে এই স্মার্টওয়াচ চালু থাকবে টানা ১৪ দিন। পাওয়ার সেভার মোড অন থাকলে এই স্মার্টওয়াচ ৩৮ দিন পর্যন্ত চলবে একবার চার্জে। এমনটাই দাবি করেছে কোম্পানি। ৪১৭ mAh ব্যাটারি রয়েছে এই স্মার্টওয়াচে।

 

  • শুধু নামে নয় ডিজাইনের দিক থেকেও এই ঘড়ি দারুণ স্মার্ট। থাকছে  ১.৩৯ ইঞ্চি সার্কুলার AMOLED ডিসপ্লে। ডিসপ্লেতে থাকছে টাচ সাপোর্ট ফিচার।

 

  • এই স্মার্টওয়াচে থাকবে মাইক্রোফোন এবং স্পিকার। এছাড়াও থাকবে ৩ জিবি অনবোর্ড স্টোরেজ। ফোনকলের পাশাপাশি জিপিএস, ব্লুটুথ, ওয়াইফাই সমস্ত পরিষেবা এই স্মার্টওয়াচের সঙ্গে যোগ করা যাবে।

 

  • এটি জলের ৫০ মিটার নীচে পর্যন্ত ঠিক ভাবে কাজ করতে পারবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
Next Article