অ্যামাজন প্রাইম ভিডিয়োতে ‘শাফল’ বটন, কী কাজ করবে এই নতুন ফিচার?

Sohini chakrabarty |

Mar 15, 2021 | 6:25 PM

ইউজারদের বিঞ্জ ওয়াচিং- এর ক্ষেত্রে এই নতুন ফিচার প্রচুর সুবিধা দেবে বলে অনুমান করা হচ্ছে।

অ্যামাজন প্রাইম ভিডিয়োতে শাফল বটন, কী কাজ করবে এই নতুন ফিচার?
আপাতত অ্যানড্রয়েড ভার্সানের নির্দিষ্ট কিছু ইউজারের ক্ষেত্রে এই নতুন ফিচার রোল আউট করা হয়েছে।

Follow Us

অ্যামাজন অ্যাপে আসছে নতুন ‘শাফল’ বটন। লাইব্রেরি সেগমেন্টে এই বটন যুক্ত করতে চলেছেন অ্যামাজন প্রাইম ভিডিয়ো কর্তৃপক্ষ। মূলত টিভি শো- এর ক্ষেত্রে এই পরিষেবা কার্যকর হবে। অ্যামাজন প্রাইম ভিডিয়োর সাম্প্রতিক ভার্সানের ক্ষেত্রে এই ‘সাফল’ বটন লক্ষ্য করা গিয়েছে। এখনও পর্যন্ত অ্যানড্রয়েড ভার্সানের ক্ষেত্রেই চালু হয়েছে এই ফিচার। ইউজাররা এই বাটনে ক্লিক করলেই কোনও টিভি শো- এর এপিসোডগুলো পরপর চলতে থাকবে।

আপাতত অ্যানড্রয়েড ভার্সানের নির্দিষ্ট কিছু ইউজারের ক্ষেত্রে এই নতুন ফিচার রোল আউট করা হয়েছে। অ্যামাজন প্রাইম ভিডিয়োর এই ‘শাফল’ বটন অনেকটা নেটফ্লিক্সের ‘শাফল’ বটনের মতো। অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের ক্ষেত্রেও এই শাফল বাটন একইভাবে কাজ করে। অর্থাৎ কোনও এপিসোড বা র‍্যান্ডম সিনেমা মাঝখান থেকে চালু হয়ে যেতে পারে। চলতি বছর জানুয়ারিতেই নেটফ্লিক্সের এই ফিচার চালু হয়েছিল। যাঁরা টিভিতে নেটফ্লিক্স দেখেন সেই সমস্ত ইউজারদের ক্ষেত্রেও একটা নির্দিষ্ট অংশের জন্য এই ফিচার চালু হয়েছিল।

অ্যামাজন প্রাইম ভিডিয়োতে এই নতুন ‘শাফল’ বটন চালু হওয়ায় ইউজাররা অনেক সুবিধা পাবেন। ধরুন আপনি পুরনো কোনও দেখা সিনেমা বা সিরিয়াল কিংবা কার্টুন শো দেখতে চান, তাহলে আপনি র‍্যান্ডম ভাবে আপনার পছন্দের অংশটুকু শাফল করে দেখতে পারবেন। আপাতত অ্যানড্রয়েড ডিভাইসের জন্য চালু হলেও আগামী দিনে এই ফিচার আইওএস ডিভাইসের জন্যও চালু হবে। তবে ইউজারদের বিঞ্জ ওয়াচিং- এর ক্ষেত্রে এই নতুন ফিচার প্রচুর সুবিধা দেবে বলে অনুমান করা হচ্ছে।

Next Article