ভারতে এল দুকাটি Scrambler, লঞ্চ হয়েছে দু’টি নতুন মডেল

Sohini chakrabarty |

Mar 15, 2021 | 5:39 PM

Scrambler Nightshift এবং Scrambler Desert Sled--- এই দু'টি নতুন মডেল লঞ্চ করেছে দুকাটি।

ভারতে এল দুকাটি Scrambler, লঞ্চ হয়েছে দুটি নতুন মডেল
আধুনিক ডিজাইনের বাইকে থাকছে অত্যাধুনিক প্রযুক্তির ছোঁয়া।

Follow Us

ভারতের বাজারে দু’টি নতুন মডেল লঞ্চ করেছে জনপ্রিয় মোটরবাইক নির্মাণ সংস্থা দুকাটি। Scrambler বাইকের দু’টি মডেল লঞ্চ হয়েছে। Scrambler Nightshift মডেলের দাম ৯,৮০,০০০ টাকা। আর Scrambler Desert Sled মডেলের দাম ১০,৮৯,০০০ টাকা। দু’ক্ষেত্রেই এক্স-শোরুম ভারতের দাম বলা হয়েছে।

Scrambler Nightshift মডেল রোড-রেডি ক্যাফে রেসার স্টাইল মোটরসাইকেল। রয়েছে ফ্ল্যাট সিট এবং চওড়া হ্যান্ডেলবার। অন্যদিকে অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য আদর্শ Scrambler Desert মডেল। দুকাটি ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর বিপুল চন্দ্র জানিয়েছেন, দুকাটি হাউসের অন্যতম বোহেমিয়ান মডেল এই Scrambler। বহুদিন ধরেই Scrambler- এর কাস্টমাররা তার ফিচার এবং অন্যান্য সুবিধা জন্য দুকাটির এই মডেল পছন্দ করে এসেছেন। Scrambler মডেলকে সফরসঙ্গী বানিয়ে দারুণ অভিজ্ঞতা হয়েছে গ্রাহকদের। আর এভাবে ক্রেতাদের ভাল পরিষেবা দিতে পেরে গর্বিত দুকাটি।

দুকাটির নতুন দু’টি মডেলের বিশেষ কিছু বৈশিষ্ট্য-

১। Scrambler Nightshift এবং Scrambler Desert Sled— দু’টি মডেলের ক্ষেত্রেই বেশ কিছু ফিচারে রয়েছে মিল। এই দু’টি বাইকেই রয়েছে, 803 CC L-twin দু’টি ভালভের ইঞ্জিন। এই ইঞ্জিনের সর্বোচ্চ পাওয়ার আউটপুট 73 HP at 8,250 rpm এবং 66.2 Nm at 5,750 rpm।

২। দু’টি বাইকের রয়েছে ৬ স্পিড গিয়ার বক্স। সেই সঙ্গে রয়েছে wet multi plate ক্লাচ। সেখানে রয়েছে হাইড্রলিক কন্ট্রোল এবং সার্ভো অ্যাসিসটেড স্লিপার ফাংশান। এর সাহায্যে উঁচু জায়গা থেকে নীচে নামার সময় রেয়ার হুইলের ডিস্টেবিলাইজেশনকে আয়ত্তে রাখে।

৩। শুধু মেকানিক্যাল উন্নতি নয়, বাইকের ডিজাইনেও রয়েছে নতুনত্বের ছোঁয়া। সংস্থার তরফে জানানো হয়েছে, এই বাইক কিনলে রাইডিংয়ের ক্ষেত্রে বাইক প্রেমীরা তাঁদের রাইডিং স্কিল বাড়াতে পারবেন।

ইতিমধ্যে দুকাটির নতুন Scrambler model- এর জন্য অথরাইজড ডিলারশিপের মাধ্যমে প্রিবুকিং শুরু হয়েছে। ডেলিভারিও শুরু হবে খুব দ্রুত।

Next Article