2023 Hero Glamour লঞ্চ হল ভারতে; ডিজিটাল মিটার, চার্জিং পোর্ট ছাড়াও রয়েছে আরও নতুন ফিচার

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Aug 25, 2023 | 4:54 PM

2023 Hero Glamour Price: Hero Glamour বাইকের আপডেটেড সংস্করণে একটি নতুন ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার দেওয়া হয়েছে, যাতে আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন। যেমন রিয়েল টাইম মাইলেজ এবং কত জ্বালানী খরচ হচ্ছে। এছাড়া মোবাইল চার্জ করার জন্য একটি ইউএসবি পোর্ট দেওয়া হয়েছে।

2023 Hero Glamour লঞ্চ হল ভারতে; ডিজিটাল মিটার, চার্জিং পোর্ট ছাড়াও রয়েছে আরও নতুন ফিচার

Follow Us

Hero MotoCorp গ্রাহকদের জন্য ভারতীয় বাজারে Hero Glamour বাইকের আপডেটেড সংস্করণ লঞ্চ করেছে। আপনি এই মোটরসাইকেলটি ড্রাম এবং ডিস্ক এই দু’টি ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন। বাইকটির ভারতীয় বাজারে বিরাট জনপ্রিয়তা রয়েছে। Hero Glamour বাজারে সরাসরি টেক্কা দিতে পারবে TVS কোম্পানির TVS Raider 125, Bajaj কোম্পানির Bajaj Pulsar 125 এবং Honda Honda Shine-কে। তবে এই প্রতিযোগিতার দৌড়ে কে এগিয়ে থাকবে, তা সময়ই বলবে। এই বাইকটিতে নতুন কিছু দেখা যাবে কিনা তা নিয়ে কথা বললে, প্রথমেই বলতে হবে এখন ইঞ্জিন OBD2 কমপ্লায়েন্ট হয়ে গিয়েছে এবং বাইকটি E20 ​​ফুয়েলেও চলতে পারবে। শুধু তাই নয়, এখন আপনি এই মোটরসাইকেলে স্ট্রাইপ সহ আপডেটেড গ্রাফিক্স দেখতে পাবেন। Hero MotoCorp-এর এই নতুন আপডেটেড বাইকে আগের থেকে কতটা পরিবর্তন হয়েছে? এই সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

Hero Glamour বাইকের আপডেটেড সংস্করণে একটি নতুন ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার দেওয়া হয়েছে, যাতে আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন। যেমন রিয়েল টাইম মাইলেজ এবং কত জ্বালানী খরচ হচ্ছে। এছাড়া মোবাইল চার্জ করার জন্য একটি ইউএসবি পোর্ট দেওয়া হয়েছে।

হিরো গ্ল্যামার 2023-এর দাম কত জানেন?

Hero MotoCorp-এর এই বাইকের আপডেটেড ভার্সনটি 82,348 টাকায় (এক্স-শোরুম) লঞ্চ করা হয়েছে। এই দামে আপনি এই বাইকের ড্রাম ভ্যারিয়েন্ট পাবেন। আর এই বাইকের ডিস্ক ভ্যারিয়েন্টটি কিনতে হলে আপনাকে 86,348 টাকা (এক্স-শোরুম) খরচ করতে হবে। Hero MotoCorp গ্ল্যামার 2023 নতুন মডেলটি ক্যান্ডি ব্লেজিং রেড, টেকনো ব্লু-ব্ল্যাক এবং স্পোর্টস রেড-ব্ল্যাক রঙে কিনতে পারবেন।

ইঞ্জিন কেমন?

এই Hero মোটরসাইকেলে, আপনি একটি 125 cc সিঙ্গেল সিলিন্ডার এয়ার-কুলড ইঞ্জিন পাবেন, যা 7500rpm এ 10.68 bhp শক্তি এবং 6000 rpm এ 10.6 Nm টর্ক জেনারেট করে। ইঞ্জিনটি OBD2 কমপ্লায়েন্ট এবং বাইকটি এখন E20 ফুয়েলেও চলতে পারে। মাইলেজের ব্যাপারে কোম্পানির দাবি, এই বাইকটি এক লিটার পেট্রোলে 63 কিলোমিটার পর্যন্ত যেতে পারে।

Next Article