Acer E-Scooter: তাইওয়ানের মাল্টিন্যাশনাল টেকনোলজি কর্পোরেশন Acer এবার ভারতের মার্কেটে একটি সস্তার ইলেকট্রিক স্কুটার নিয়ে এল। হায়দরাবাদের একটি ইভেন্ট থেকে Acer MUVI 125 4G ইলেকট্রিক স্কুটারটি লঞ্চ করা হয়েছে, যার দাম 1 লাখ টাকা (এক্স-শোরুম)। এই মডেলটি দিয়েই দেশের ইলেকট্রিক ভেহিকল সেগমেন্টে প্রবেশ করল Acer। দেশি ইলেকট্রিক মোবিলিটি প্ল্যাটফর্ম eBikeGo-র সঙ্গে জুটি বেঁধে Acer তাদের প্রথম বিদ্যুচ্চালিত স্কুটারটি লঞ্চ করল। eBikeGo ভারতে Acer-এর এই ইলেকট্রিক স্কুটার ডিজ়াইন ও ম্যানুফ্যাকচার করবে।
Acer MUVI 125 4G ইলেকট্রিক স্কুটারের প্রি-বুকিংও শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। যাঁরা এই ই-স্কুটারের ডিলারশিপে আগ্রহী, তাঁদের আমন্ত্রণ জানাচ্ছে ব্র্যান্ডটি। প্রি-বুকিং ও ডিলারশিপ সংক্রান্ত সব তথ্য জানতে Acer-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে কাস্টমারদের। সাদা, কালো এবং ধূসর এই তিনটি রঙে পাওয়া যাবে ইলেকট্রিক স্কুটারটি।
গত সেপ্টেম্বরে নয়ডায় অনুষ্ঠিত EV India Expo 2023-এ এই ইলেকট্রিক স্কুটারটি প্রথমবার দেখানো হয়। গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে Acer MUVI 125 4G ই-স্কুটারে রয়েছে সোয়্যাপেবল ব্যাটারি, যা ব্যবহারকারীদের চার্জিংয়ের চিন্তা দূর করবে। দুটি রিমুভেবল ব্যাটারি রয়েছে স্কুটারটিতে। তার একটি হল 48V 35.2Ah, যা এক চার্জে 80 কিলোমিটার রেঞ্জ দিতে পারে এবং অপরটি এক চার্জে 75 কিলোমিটার রেঞ্জ দিতে সক্ষম।
Acer এই ইলেকট্রিক স্কুটারটিকে শহুরে চালকদের জন্য ফিউচারিস্টিক ইলেকট্রিক মোবিলিটি সলিউশন হিসেবে দাবি করছে। লাইট-ওয়েট চ্যাসিস দেওয়া হয়েছে স্কুটারটিতে, যা অত্যন্ত বলিষ্ঠ এবং স্মুধ মুভমেন্টের জন্য 16 ইঞ্চির হুইলে চলে। এই চ্যাসিসটি একটি অনন্য রিয়ার শক অ্যাবসর্বারের পরিপূরক। একটি ফ্রন্ট হাইড্রলিক ফর্কের সঙ্গে পেয়ার করা রয়েছে রিয়ার শক অ্যাবসর্বারটি, যা চালকদের স্থায়িত্ব দিতে পারে।
এই স্কুটারের ফিচারগুলি কাস্টমাইজ় করে নিতে পারবেন কাস্টমাররা এবং তা টেক-স্যাভি চালকদের জন্য ডেটা ড্রিভেন। ব্যবহারকারীরা তাঁদের অ্যান্ড্রয়েড বা iOS স্মার্টফোন ব্যবহার করে ভেহিকলটি কাস্টমাইজ় করতে পারবেন। তার থেকেও বড় কথা, এটিকে একটি ইন্টার্যাক্টিভ মেশিনে পরিণত করতেও পারবেন। ব্লুটুথ সক্রিয় 4 ইঞ্চির LCD স্ক্রিন ও রয়েছে এই স্কুটারে, যাতে তিনটি কনফিগারেশন অপশন রয়েছে।