BS6 Emission Norms Phase 2: দেখতে দেখতে শেষ পর্বে এসে হাজির 2022। আর নতুন বছরে দেশের গাড়িচালকদের জন্য একাধিক নতুন নিয়ম লাগু হতে চলেছে। দেশের রাস্তায় বেশ কিছু বছর ধরে চলছে, এমন কিছু গাড়ি চালাতে পারবেন না চালকরা। আর তার কারণ হল গাড়ির কার্বন নির্গমন সংক্রান্ত একাধিক নিয়ম। 2023 সালের এপ্রিলে ভারতের গাড়িগুলির জন্য নতুন কার্বন নির্গমন নিয়ম লাগু হতে চলেছে, যার নাম RDE বা রিয়্যাল টাইম ড্রাইভিং এমিশন নর্ম (Real Time Driving Emission Norms)। পাশাপাশি একে BS6 এমিশন নর্মের ফেজ় টু-ও বলা হচ্ছে। এখন লাখ টাকার প্রশ্ন হল, কী এই নিয়ম? এই নিয়ম চালু হলে গাড়িচালকদের কী সমস্যা, কী সুবিধা, কোন গাড়ি চলবে আর কোন গাড়িই বা চলবে না, সেই সব কিছুই নতুন বছপ শুরু হওয়ার আগে জেনে নেওয়াটা খুব জরুরি।
এই নিয়মটা চালু হওয়ার পর থেকে বহু গাড়ি প্রস্তুতকারক সংস্থাই তাদের ডিজ়েল ভেহিকলগুলি মার্কেট থেকে তুলে নিচ্ছে। কিছু সংস্থা আবার তাদের পেট্রল মডেলগুলিতেও জরুরি কিছু পরিবর্তন করতে চলেছে। কারণ, সেই পেট্রল মডেলগুলিতেও পরিবর্তন অত্যাবশ্যক। পেট্রল-ডিজ়েল মিলিয়ে যে সব গাড়ি রিয়্যাল টাইম ড্রাইভিং এমিশন নর্মের চাহিদাগুলি মানবে না, 2023-এর ডিসেম্বর মাস থেকে সেগুলিকেই বাতিল করা হবে।
RDE বা রিয়্যাল টাইম ড্রাইভিং এমিশন নর্ম কী
আসলে, এখনও পর্যন্ত দেশে গাড়িগুলির কার্বন নির্গমন স্তরের পরীক্ষা করা হয় ল্যাবে। কিন্তু বাস্তবিক দিক থেকে সমস্যার বিষয়টি হল, সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেও বেশ কিছু গাড়ির কার্বন নির্গমনের লেভেল বেড়ে যায়। এমন পরিস্থিতিতে সরকার প্যাসেঞ্জার এবং কমার্শিয়াল নির্বিশেষে সমস্ত চার-চাকা গাড়ির জন্য সর্বক্ষণ কার্বন নির্গমনের লেভেল চেক করার জন্য নতুন নিয়ম চালু করেছে। তার জন্য এবার ভেহিকলের ভিতরেই ডিভাইস ইনস্টল করে রাখতে হবে।
বিভিন্ন মডেল তুলে নেওয়ার চিন্তাভাবনা কেন করছে অটোমেকাররা
নতুন নিয়ম মানতে গাড়িরগুলিতে এমনই একটি ডিভাইস ফিট করা থাকবে, যা চলন্ত গাড়ির কার্বন নির্গমনের লেভেল চেক করতে পারে। তবে তার জন্য গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলির প্রোডাকশন কস্ট আগের থেকে বেশ কিছুটা বাড়বে। এর সবথেকে বড় প্রভাব দেখা যাবে ডিজ়েল গাড়িগুলির ক্ষেত্রে। সেই কারণেই দেশের অটোমেকাররা সেই খরচার পথে না হেঁটে পুরনো বিভিন্ন মডেল তুলে নেওয়া চিন্তাভাবনা করছে।
নতুন নিয়মে যে 17 গাড়ি তুলে নেওয়া হবে
1) Hyundai: i20 ডিজ়েল, Verna ডিজ়েল
2) Tata: Altroz ডিজ়েল
3) Mahindra: Marazzo, Alturas G4, KUV100
4) Skoda: Octavia, Superb
5) Renault Kwid 800
6) Nissan Kicks
7) Maruti Suzuki Alto 800
8) Toyota Innova Crysta পেট্রল
9) Honda: City 4th Gen, City 5th Gen ডিজ়েল, Amaze ডিজ়েল, Jazz, WR-V