Ather 450X বনাম TVS iQube: দামে কাছাকাছি থাকলেও ফিচারে কে এগিয়ে আর কে পিছিয়ে?

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Mar 24, 2023 | 4:23 PM

Ather 450X Price: Ather 450X আর TVS iQube এই দু'টি ই-স্কুটার একে অপরকে অনায়াসে টেক্কা দিতে পারে। আপনাকে এই দুই-এর মধ্য়ে তুলনা করেও দেখানো হবে।

Ather 450X বনাম TVS iQube: দামে কাছাকাছি থাকলেও ফিচারে কে এগিয়ে আর কে পিছিয়ে?

Follow Us

TVS iQube Price: বিগত কয়েক বছরে ই-স্কুটারের চাহিদা বিপুল হারে বেড়েছে। তার অন্য়তম একটি কারণ হল পেট্রলের দাম বৃদ্ধি। তাই অনেকেই ই-স্কুটারের দিকে ঝুঁকেছেন। বাজারে TVS থেকে শুরু করে Ather, আরও অনেক কোম্পানিরই ই-স্কুটার রয়েছে। কিন্তু আপনাকে এমন দু’টি ই-স্কুটার সম্পর্কে জানানো হবে, যেগুলি ডিজাইনের দিক থেকেও সেরা। Ather 450X আর TVS iQube এই দু’টি ই-স্কুটার একে অপরকে অনায়াসে টেক্কা দিতে পারে। আপনাকে এই দুই-এর মধ্য়ে তুলনা করেও দেখানো হবে। যাতে আপনি নিজের পছন্দ মতো একটি ই-স্কুটার বেছে নিতে পারেন।

Ather 450X বনাম TVS iQube: উভয় ই-স্কুটারের মাত্রার তুলনা

আকার এবং আকৃতির দিক থেকে, Ather 450X এর দৈর্ঘ্য 1812 মিমি, প্রস্থ 739 মিমি এবং উচ্চতা 1287 মিমি। যেখানে, এর কার্ব ওজন 108 কেজি। অন্যদিকে TVS iQube EV এর দৈর্ঘ্য 1805 মিমি, প্রস্থ 645 মিমি এবং উচ্চতা 1140 মিমি। অর্থাৎ ডিজ়াইনের দিক থেকে TVS iQube Ather-টি কিছুটা ছোট।

Ather 450X বনাম TVS iQube: ব্যাটারি ও রেঞ্জের তুলনা

TVS iQube-এ একটি 21700 লিথিয়াম-আয়ন ব্যাটারি প্যাক রয়েছে এবং উভয় ভ্যারিয়েন্টেই বিভিন্ন রেঞ্জ রয়েছে। TVS iQube-এর S ভেরিয়েন্ট একক চার্জে 100 কিলোমিটার রেঞ্জ দেয়। অন্যদিকে TVS iQube ST ভ্যারিয়েন্টটি একবার চার্জে 140 কিলোমিটার রেঞ্জ অফার করবে। অন্যদিকে, Ather 450X-এ একটি PMSM IP66 মোটর ব্য়বহার করা হয়েছে, যা 3.3 kWh শক্তি এবং 26 Nm টর্ক সহ একবার চার্জে 116 কিমি রেঞ্জ দেয়। তাহলে বুঝতেই পারছেন রেঞ্জের দিক থেকেও TVS-এর iQube অনেকটাই এগিয়ে।

Ather 450X বনাম TVS iQube: ফিচারের পার্থক্য়

ফিচারের দিক থেকে, দু’টি ইলেকট্রিক স্কুটারেই অনেক লেটেস্ট ফিচার রয়েছে। Ather 450X-এ একটি অ্যান্ড্রয়েড-ভিত্তিক ইউজার ইন্টারফেস রয়েছে। নতুন সিস্টেমটিতে ডার্ক মোড এবং ব্লুটুথ কানেক্টিভিটি ফিচার রয়েছে। এর সাহায্য়ে আপনি ফোনের কল রিসিভ করা, রিজেক্ট করা, গান চালানো এই সব কিছুই করতে পারবেন। যেখানে, TVS iQube ই-স্কুটারের বেস মডেল একটি 5-ইঞ্চি রঙিন TFT ডিসপ্লে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে, iQube S HMI ইন্টারঅ্যাকশন সহ একটি 7-ইঞ্চি ডিসপ্লে পায় যখন টপ-লাইন iQube ST একই আকারের ডিসপ্লে দেওয়া হয়েছে। এমনকি এতে টাচস্ক্রিন ফাংশনও রয়েছে।

কার দাম বেশি?

দাম সম্পর্কে বলতে গেলে, iQube-এর প্রারম্ভিক মূল্য রাখা হয়েছে 1.61 লক্ষ টাকা, আর টপ মডেলের দাম 1.66 লক্ষ টাকা। যেখানে Ather 450X স্কুটারের দাম 1.50 লক্ষ টাকা। এই সব দামই এক্স-শোরুম।

Next Article