Bajaj Chetak ইলেকট্রিক স্কুটার এক ধাক্কায় 22,000 টাকা সস্তা, কত হল নতুন দাম?

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Aug 19, 2023 | 6:46 PM

Bajaj Chetak Electric Price Cut: এই অফার বেশি দিনের জন্য পাওয়া যাবে না। Bajaj Chetak Electric স্কুটারটির দাম এমনিতে 1.52 লাখ টাকা। অফারে সেই ইলেকট্রিক স্কুটারই এখন পাওয়া যাবে 1.30 লাখ টাকায় (FAME-2 সাবসিডির পরে দিল্লি ও বেঙ্গালুরুর এক্স-শোরুম।

Bajaj Chetak ইলেকট্রিক স্কুটার এক ধাক্কায় 22,000 টাকা সস্তা, কত হল নতুন দাম?
এসে গেল বাজাজ চেতক ইলেকট্রিকের নতুন মডেল।

Follow Us

Bajaj Chetak ইলেকট্রিক স্কুটারের ব্যাপক দাম কমল ভারতে। এক ধাক্কায় বাজাজ অটো এই ইলেকট্রিক স্কুটারের দাম 22,000 টাকা কমাল। তবে তা একটি অফারে গ্রাহকদের কাছে এত কম দামে তুলে দেওয়া হচ্ছে। এবং এই অফার বেশি দিনের জন্য পাওয়া যাবে না। Bajaj Chetak Electric স্কুটারটির দাম এমনিতে 1.52 লাখ টাকা। অফারে সেই ইলেকট্রিক স্কুটারই এখন পাওয়া যাবে 1.30 লাখ টাকায় (FAME-2 সাবসিডির পরে দিল্লি ও বেঙ্গালুরুর এক্স-শোরুম।

এখন প্রতিযোগী অন্যান্য ইলেকট্রিক স্কুটারের তুলনায় বাজাজ চেতক ইলেকট্রিকের দাম অনেকটাই কমে গেল। এই মুহূর্তে Ather 450X ই-স্কুটারের দাম 1.38 লাখ টাকা, নতুন Ola S1 Pro অর্থাৎ Gen 2 মডেলের দাম 1.47 লাখ টাকা। তবে, এক্ষেত্রে মাথায় রাখতে হবে প্রতিটি মডেলের দামই বেঙ্গালুরুর এক্স-শোরুমের। এমনকি TVS iQube ইলেকট্রিক স্কুটারের দামও 1.34 লাখ টাকা, তার S ভ্যারিয়েন্টের দাম 1.40 লাখ টাকা এবং Vida V1 Pro ইলেকট্রিক স্কুটারের দাম 1.46 লাখ টাকা।

বাজাজের তরফ থেকে পরিষ্কার ভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে, লিমিটেড পিরিয়ড অফারে এই ইলেকট্রিক স্কুটারটি এত কম দামে কাস্টমারদের কাছে পৌঁছে দেওয়া হবে। যদিও কত দিন পর্যন্ত অফারটি চালু থাকবে, সে বিষয়ে কোম্পানির তরফ থেকে কিছু জানানো হয়নি। তবে দেশের সমস্ত প্রান্তেই এই অফারটি চালু রয়েছে এখনও। একাধিক রিপোর্ট থেকে জানা গিয়েছে, 1 অগস্ট থেকেই এই অফার চালু হয়ে গিয়েছে বাজাজ চেতক ইলেকট্রিক স্কুটার প্রেমীদের জন্য।

Chetak Electric স্কুটারটি ওল্ড-স্কুল ডিজ়াইনের। কার্ভি বডিওয়ার্ক এবং কিছু নতুন উপাদান দেওয়া হয়েছে এতে। রয়েছে একটি LED হেডলাইট, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং স্মার্টফোন কানেক্টিভিটি।

বাজাজ চেতক ইলেকট্রিক স্কুটারে দেওয়া হয়েছে 3.8kWh মোটর, যা পাওয়ার নিচ্ছে একটি 3kWh ব্যাটারি থেকে। স্কুটারের সর্বাধিক স্পিড 63kmph। এক বার চার্জে এই ই-স্কুটার 107km পর্যন্ত রেঞ্জ দিতে পারে, যা পরীক্ষিত। বাজাজ অটো জানিয়েছে, মাত্র চার ঘণ্টার চার্জেই এই ইলেকট্রিক স্কুটার সম্পূর্ণ ভাবে চার্জ করা যেতে পারে। সংস্থাটি আরও জানাচ্ছে, সাত বছরের লাইফ স্প্যান হতে পারে স্কুটারটির, 70,000 কিলোমিটার পর্যন্ত চলার পরই এটি পরিবর্তনের কথা ভাবতে পারেন চালকরা।

Next Article