2023 Bajaj Pulsar 220F: ভারতের বাজারে Pulsar 220F বাইকটিকে নতুন রূপে আত্মপ্রকাশ করল Bajaj Auto। সেই 2023 Bajaj Pulsar 220F বাইকটি দেশের মার্কেটে লঞ্চ করা হয়েছে 1.40 লাখ টাকায়, যা এক্স-শোরুমের দাম। 2022 সালের এপ্রিল মাসে এই সেমি-ফেয়ার্ড মোটরসাইকেলটিকে বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে মানুষের মধ্যে এই বাইকটিকে ঘিরে যে পরিমাণে চাহিদার সৃষ্টি হয়েছিল, তা দেখে নতুন রূপে নিয়ে আসতে একপ্রকার বাধ্য হল সংস্থাটি। 2023 Bajaj Pulsar 220F বাইকের বিভিন্ন ভ্যারিয়েন্টের দাম, আগের থেকে কী-কী আপগ্রেড করা হয়েছে, সেই সংক্রান্ত সব তথ্য একনজরে দেখে নেওয়া যাক।
2023 Bajaj Pulsar 220F: দাম ও প্রতিযোগী
নতুন Bajaj Pulsar 220F বাইকটি নিয়ে আসা হয়েছে কেবল একটাই ভ্যারিয়েন্টে, যার এক্স-শোরুম দাম 1.40 লাখ টাকা। ইতিমধ্যেই এই বাইকটি দেশের বিভিন্ন ডিলারশিপের কাছে পাঠাতে শুরু করে দিয়েছে Bajaj Auto। হাতে গোনা কয়েক দিনের মধ্যে মোটরসাইকেলটি ক্রয় করতে পারবেন চালকরা। Pulsar 220F-এর সরাসরি কোনও প্রতিদ্বন্দ্বী না থাকলেও এই বাইকটি TVS Apache RTR 200 4V, Bajaj Pulsar F250-এর সঙ্গে টক্কর দেবে।
2023 Bajaj Pulsar 220F: নতুন কী রয়েছে?
ডিজ়াইনের দিক থেকে 2023 Bajaj Pulsar 220F বাইকটির সঙ্গে তার আগের মডেলের অনেকাংশেই মিল রয়েছে। পাওয়ারের জন্য এই বাইকে রয়েছে একটি 220cc সিঙ্গেল-সিলিন্ডার, এয়ার-কুলড, ফুয়েল-ইঞ্জেক্টেড ইঞ্জিন, যা 8,500 RPM-এ 20 bhp এবং 7,000 RPM-এ 18.5 Nm পিক টর্ক জেনারেট করতে পারে। এই ইঞ্জিনটি পেয়ার করা রয়েছে একটি 5-স্পিড গিয়ারবক্সের সঙ্গে এবং এখন এই বাইকটি OBD-2 কমপ্লায়েন্ট হিসেবেই বাজারে নিয়ে আসা হয়েছে, যা সাম্প্রতিকতম কার্বন নিঃসরণ নিয়মগুলি মানছে।
2023 Bajaj Pulsar 220F: হার্ডওয়্যার এবং ফিচার্স
সেই দিক থেকে দেখতে গেলে Bajaj Pulsar 220F বাইকটি সেরকম ফ্যান্সি মোটরসাইকেল নয়, এক্কেবারে বেসিক কিছু আন্ডারপিনিং রয়েছে এতে। এর পিছনে রয়েছে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং ডুয়াল গ্যাস-চার্জড শক অ্যাবসর্বার। ব্রেকিং ডিউটির জন্য ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে ও তার সঙ্গে স্ট্যান্ডার্ড হিসেবে রয়েছে সিঙ্গেল-চ্যানেল ABS। ফিচার্সের দিক থেকে Pulsar 220F-এও রয়েছে সেমি-ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ও তার সঙ্গে অ্যানালগ ট্যাচোমিটার।