Car Fuel Tank: গাড়ির তেল ট্যাঙ্ক কানায়-কানায় ভর্তি না করার পরামর্শ কেন্দ্রের, কেন জানেন?

Do Not Fill Fuel Tank Completely: কেন্দ্রের কনজ়িউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন মন্ত্রক সম্প্রতি একটি নতুন সার্কুলার জারি করেছে। সতর্কীকরণ বার্তা হিসেবে কেন্দ্রের এই বিশেষ মন্ত্রকটি দাবি করছে, গাড়ির ফুয়েল ট্যাঙ্ক কখনও কানায় কানায় ভর্তি করা উচিত নয়। কিন্তু কেন?

Car Fuel Tank: গাড়ির তেল ট্যাঙ্ক কানায়-কানায় ভর্তি না করার পরামর্শ কেন্দ্রের, কেন জানেন?
গাড়ির তেল ট্যাঙ্ক কানায়-কানায় ভরা উচিত নয় কেন?
Follow Us:
| Edited By: | Updated on: Mar 27, 2023 | 4:30 PM

Fuel Tank Filling Tips: পেট্রল পাম্পে আপনি যদি গাড়ি বা বাইকের তেল ভরতে যান, তাহলে লক্ষ্য করবেন আপনার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটির থেকেও কম তেল ভরা যাচ্ছে গাড়িতে। অন্তত গাড়ি প্রস্তুতকারক সংস্থা, যে ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটির কথা বলেছিল, তার থেকে কম তেল ধারণ ক্ষমতা আপনি লক্ষ্য করেন আপনার স্কুটার বা বাইকের ক্ষেত্রে। এমনটা যে হয় তা জানা সত্ত্বেও আপনি কী করেন? সেই গাড়িটাই জ্বালানিতে টইটম্বুর করে ফেলেন। এটা আপনার গাড়ির জন্য যে কতটা খারাপ, তা আপনার ধারণারও বাইরে। কেন্দ্রের কনজ়িউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন মন্ত্রক সম্প্রতি একটি নতুন সার্কুলার জারি করেছে। সতর্কীকরণ বার্তা হিসেবে কেন্দ্রের এই বিশেষ মন্ত্রকটি দাবি করছে, গাড়ির ফুয়েল ট্যাঙ্ক কখনও কানায় কানায় ভর্তি করা উচিত নয়।

পেট্রোলিয়াম ডিলার অ্যাসোসিয়েশনগুলির কাছ থেকে দু-চাকা এবং চার-চাকা গাড়িগুলির সার্ভিস ম্যানুয়ালে উল্লিখিত ভুল ফুয়েল ট্যাঙ্কের ক্ষমতা সম্পর্কে অবগত হওয়ার পরে 6 মার্চ লিগাল মেট্রোলজি বিভাগের তরফে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছিল। ওই সার্ভিস ম্যানুয়ালে উল্লেখ করা হয়েছে, ফুয়েল ট্যাঙ্কের ক্ষমতা ট্যাঙ্কগুলির প্রকৃত আয়তনের তুলনায় সাধারণত 15 থেকে 20 শতাংশ কম। এটি গাড়ি মালিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দুর্ঘটনা রোধ করার জন্য করা হয়। মূলত, গাড়ি চালকের নিরাপত্তার কথা মাথায় রেখেই যে ফুয়েল ট্যাঙ্ক কানায়-কানায় ভর্তি করা উচিত নয়, তা স্পষ্ট করতেই সার্কুলারটি জারি করা হয়।

গাড়িতে সম্পূর্ণ ভাবে লোড করা জ্বালানি ট্যাঙ্ক সেই গাড়ির চালক এবং যাত্রীদের জন্য নিরাপত্তার বিরাট ঝুঁকি তৈরি করে। তাই, চার-চাকা হোক বা দু-চাকা যে কোনও গাড়ির ক্ষেত্রে চালক ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে জ্বালানি ট্যাঙ্ক একটু হলেও খালি রাখা উচিত। ট্যাঙ্কের ফাঁকা জায়গাটি জ্বালানির ভলিউম প্রসারিত হওয়ার সময় উদ্বায়ী জৈব যৌগগুলিকে লিক হওয়া থেকে প্রতিরোধ করতে পারে। ভূগর্ভস্থ ট্যাঙ্কগুলির বায়ুমণ্ডলের তুলনায় কম তাপমাত্রা থাকে পেট্রল পাম্পে। আর সেই তাপমাত্রা বৃদ্ধি পেলে জ্বালানি প্রসারিত হতে পারে এবং আপনাকে ভয়াবহ বিপদের সম্মুখীন করতে পারে।

একই রকম ভাবে বাস্প তৈরির জন্য পেট্রলেরও জায়গার প্রয়োজন। তাকে যদি প্রসারিত হওয়ার জন্য পর্যাপ্ত জায়গা না দেওয়া হয়, তাহলে গাড়ির ইঞ্জিনের কার্যক্ষমতা ব্যাহত হতে পারে। আবার অপরিষ্কার জ্বালানির ফলে অতিরিক্ত হাইড্রোকার্বন দূষণও হবে। এখন আপনি গাড়িটিকে যদি কোনও বাঁকানো বা কোনও পতনশীল পৃষ্ঠে পার্ক করেন, তাহলে জ্বালানি লিক করার সম্ভাবনা তৈরি হয়। সেক্ষেত্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে, কারণ পেট্রল হল দাহ্য পদার্থ।

কেন্দ্রের এই বিশেষ মন্ত্রকটি অটোমোবাইল প্রস্তুতকারক সংস্থাগুলির কাছে অনুরোধ করেছে, গাড়িচালকদের ফুয়েল ট্যাঙ্কের কানায় কানায় তেল না ভরার পরামর্শ দিতে। তার কারণ, যানবাহন মালিকদের পরিবর্তে গাড়ির ম্যানুয়ালে ঘোষিত ভলিউমের মধ্যে তাদের ট্যাঙ্কগুলি পূরণ করার পরামর্শ দেওয়া হয়।