এই 10 SUV গাড়ি কিনলে মিলছে 2 লক্ষ টাকা পর্যন্ত বাম্পার ডিসকাউন্ট, মিস করবেন না সুযোগ

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Aug 27, 2023 | 12:45 PM

SUV Offers: আপনি যদি একটি কমপ্যাক্ট বা মাঝারি আকারের SUV কেনার কথা ভেবে থাকেন, তাহলে আপনাকে Tata Harrier এবং Safari, Skoda Kushaq, Volkswagen Virtus, Citroën C5 Aircross, Jeep Compass-এই সব গাড়িতে কী কী অফার পাবেন, তা জানানো হবে।

এই 10 SUV গাড়ি কিনলে মিলছে 2 লক্ষ টাকা পর্যন্ত বাম্পার ডিসকাউন্ট, মিস করবেন না সুযোগ

Follow Us

বেশিরভাগ মানুষই নতুন কিছু কেনার আগে অফার বা ডিসকাউন্ড খোঁজেন। সে ফোন হোক আর গাড়ি। নতুন গাড়ি বা SUV কেনার আগে, তাতে কী কী ডিসকাউন্ট এবং অফার রয়েছে, সেই সম্পর্কে জেনে নেওয়া খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি একটি কমপ্যাক্ট বা মাঝারি আকারের SUV কেনার কথা ভেবে থাকেন, তাহলে আপনাকে Tata Harrier এবং Safari, Skoda Kushaq, Volkswagen Virtus, Citroën C5 Aircross, Nissan Magnite, Renault Kiger, Hyundai Kona Electric, Jeep Compass-এই সব গাড়িতে কী কী অফার পাবেন, তা জানানো হবে। আপনাকে 10টি SUV-এর ব্যাপারে জানানো হবে,যাতে আপনি অনেক ডিসকাউন্ট আর ছাড় পাবেন।

Renault Kiger: Renault Kiger SUV কিনতে চাইলে, আপনি এতে 75,000 টাকা পর্যন্ত ছাড় পেয়ে যাবেন। কোম্পানির তরফ থেকে এই ছাড় দেওয়া হচ্ছে।

Nissan Magnite: যারা নিসান ম্যাগনাইট কিনতে চান, তারা 67,000 টাকা পর্যন্ত ছাড় পেয়ে যাবেন। এটি ভারতের অন্যতম সস্তা SUV।

Skoda Kushaq: আজকাল Skoda Auto-এর জনপ্রিয়তা তুঙ্গে। এটি একটি কমপ্যাক্ট SUV। Kushaq-এ এক লক্ষ টাকা ছাড়ের পাশাপাশি অন্যান্য অনেক সুবিধা পাবেন।

Volkswagen Taigun: Volkswagen-এর জনপ্রিয় midsize SUV Taigun-এ 1.6 লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাবেন।

Tata Harrier এবং Safari: Tata Motors-এর মাঝারি আকারের SUV। এটি ভারতে বিরাট জনপ্রিয়। Harrier এবং Safari কিনতে চান? তাহলে এতে 70,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন।

Jeep Compass: জিপের জনপ্রিয় SUV হল Jeep Compass। আপনি এতে 1.5 লক্ষ টাকা পর্যন্ত ছাড় পেয়ে যাবেন।

Jeep Meridian: জিপের 7 সিটার এসইউভি মেরিডিয়ানে আপনি 1.5 লাখ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন।

MG Astor: আজকাল MG Motor India ভারতের একটি জনপ্রিয় কমপ্যাক্ট SUV হয়ে উঠেছে। Astor কিনতে চান এমন গ্রাহকরা এক লক্ষ টাকা ছাড় পাবেন।

Hyundai Kona EV: আপনি যদি Hyundai Motor India Limited কেনেন তাহলে এতে অনেক ছাড় পাবেন। এটি জনপ্রিয় ইলেকট্রিক SUV। Kona EV কিনলে 2 লক্ষ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন।

Citroën C5 Aircross: আপনি Citroën-এর প্রিমিয়াম SUV Citroën C5 Aircross কেনার কথা ভাবলে, 2 লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাবেন।

Next Article