Godawari Eblu Feo ই-স্কুটার লঞ্চ হল 99,999 টাকায়, এক চার্জে 110 কিলোমিটার রেঞ্জ

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Aug 23, 2023 | 12:40 PM

Godawari Eblu Feo ই-স্কুটার একটাই মাত্র ভ্যারিয়েন্টে হাজির হয়েছে, যার দাম 99,999 টাকা (এক্স-শোরুম)। গত 15 অগস্ট থেকে এই ইলেকট্রিক স্কুটারের বিক্রিবাট্টা শুরু হয়ে গিয়েছে। ডেলিভারি শুরু হবে বুধবার, 23 অগস্ট থেকে।

Godawari Eblu Feo ই-স্কুটার লঞ্চ হল 99,999 টাকায়, এক চার্জে 110 কিলোমিটার রেঞ্জ
এসে গেল এক নতুন ইলেকট্রিক স্কুটার।

Follow Us

Latest Electric Scooter: দেশের মার্কেটে ফের একটি নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ হয়ে গেল। লেটেস্ট ই-স্কুটারটি নিয়ে এসেছে Godawari Electric Motors, মডেলটির নাম Godawari Eblu Feo। একটাই মাত্র ভ্যারিয়েন্টে এই ই-স্কুটার ক্রয় করতে পারবেন কাস্টমাররা, যার দাম 99,999 টাকা (এক্স-শোরুম)। গত 15 অগস্ট থেকে এই ইলেকট্রিক স্কুটারের বিক্রিবাট্টা শুরু হয়ে গিয়েছে। ডেলিভারি শুরু হবে বুধবার, 23 অগস্ট থেকে। লেটেস্ট ইলেকট্রিক স্কুটারের সঙ্গে সংস্থাটি 3 বছর এবং 30,000 কিলোমিটারের ওয়ারান্টি অফার করছে।

Godawari Eblu Feo: ব্যাটারি ও রেঞ্জ

Godawari Eblu Feo ইলেকট্রিক স্কুটারের পাওয়ারের জন্য রয়েছে 2.52 kW লিথিয়াম আয়ন ব্যাটারি, যা এক চার্জে 110 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে। ইলেকট্রিক স্কুটারটি সর্বাধিক 110 Nm টর্ক জেনারেট করতে পারে। মোট তিনটি ড্রাইভ মোড রয়েছে এর- ইকোনমি, নর্ম্যাল এবং পাওয়ার। ইলেকট্রিক স্কুটারটির সর্বাধিক গতি 60 kmph।

একটি 60V হোম চার্জার ব্যবহার করে ই-স্কুটারের ব্যাটারিটি মাত্র 5 ঘণ্টা 25 মিনিটের মধ্যে সম্পূর্ণরূপে চার্জ করা যাবে। Godawari Eblu Feo ইলেকট্রিক স্কুটারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স 170 mm এবং রিজেনারেটিভ ব্রেকিং ফিচার করছে ই-স্কুটারটি।

Godawari Eblu Feo: ফিচার্স

ফিচার্সের দিক থেকে Godawari Eblu Feo ইলেকট্রিক স্কুটারে রয়েছে সেন্সর ইন্ডিকেটর সহযোগে একটি সাইড স্ট্যান্ড। তার পাশাপাশি স্কুটারটিতে দেওয়া হয়েছে LED হেডল্যাম্প, টেইল ল্যাম্প, 12 ইঞ্চির টিউবলেস টায়ার, ব্লুটুথ কানেক্টিভিটি, মোবাইল চার্জিং সহ আরও অনেক কিছু। 7.4 ইঞ্চির ফুল ডিজিটাল ডিসপ্লে থাকছে, যা সার্ভিস অ্যালার্ট, থ্রটল ফল্ট সেন্সর, ব্যাটারি অ্যালার্ট এবং রিভার্স ইন্ডিকেটর দেখাবে।

Godawari Eblu Feo: কালার অপশন

মোট পাঁচটি কালার অপশনে পাওয়া যাবে Godawari Eblu Feo ইলেকট্রিক স্কুটারটি। সেগুলি হল- সিয়ান ব্লু, ট্রাফিক হোয়াইট, জেট ব্ল্যাক, টেলি গ্রে এবং ওয়াইন রেড।

Godawari Eblu Feo: সাসপেনশন ও ব্রেকিং

সাসপেনশন ডিউটির জন্য ই-স্কুটারের সামনে একটি টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে একটি ডুয়াল-টিউব টুইন শকার্স দেওয়া হয়েছে। ব্রেকিংয়ের জন্য Eblu Feo ই-স্কুটারে CBS ডিস্ক ব্রেক রয়েছে। সংস্থাটি সেপ্টেম্বরেই একটি ই-লোডার লঞ্চ করতে চলেছে, যার নাম Eblu Reino। এই আর্থিক বর্ষের শেষে ই-লোডার এবং ই-স্কুটার এই দুটিকেই দেশের অন্তত 100 ডিলারশিপে পৌঁছে দিতে চাইছে সংস্থাটি।

Next Article