Greta New Electric Scooter: মাত্র 41,999 টাকায় ইলেকট্রিক স্কুটার লঞ্চ করে তাক লাগাল গ্রেটা, এক চার্জে 100Km রেঞ্জ, চোখধাঁধানো গুচ্ছের ফিচার্স

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

May 29, 2022 | 6:13 PM

Greta Harper ZX Series-I: দেশের সবথেকে সস্তার ইলেকট্রিক স্কুটারটি নিয়ে এল গ্রেটা ইলেকট্রিক, যার দাম মাত্র 41,999 টাকা। মাত্র 2,000 টাকা খরচ করলেই এই ই-স্কুটারটি বুক করতে পারবেন। ফিচার্স ও স্পেসিফিকেশনস দেখে নিন।

Greta New Electric Scooter: মাত্র 41,999 টাকায় ইলেকট্রিক স্কুটার লঞ্চ করে তাক লাগাল গ্রেটা, এক চার্জে 100Km রেঞ্জ, চোখধাঁধানো গুচ্ছের ফিচার্স
মোট ছয়টি কালার মডেল রয়েছে এই ই-স্কুটারের।

Follow Us

ভারতে আর একটি চমৎকার ইলেকট্রিক স্কুটার (Electric Scooter) নিয়ে হাজির হল গ্রেটা ইলেকট্রিক (Greta Electric)। স্কুটারটির সবথেকে আকর্ষণীয় দিক হল, তার কম দাম। মডেলের নাম গ্রেটা হার্পার জ়েডএক্স সিরিজ়-আই (Greta Harper ZX Series-I)। স্কুটারটির দাম শুরু হচ্ছে মাত্র 41,999 টাকা থেকে। বিভিন্ন রেঞ্জের অপশনাল ব্যাটারি ও চার্জার অফার করা হচ্ছে এই ই-স্কুটারের সঙ্গে। সেই সঙ্গেই আবার এই নতুন গ্রেটা ইলেকট্রিক স্কুটারের একাধিক কালার অপশনও রয়েছে। গ্রেটা হার্পার জ়েডএক্স সিরিজ়-আই ই-স্কুটারের কালার মডেলগুলি হল, সবুজ, জেট ব্ল্যাক, গ্লসি গ্রে, ম্যাজেস্টিক ম্যাজেন্টা, ট্রু ব্লু এবং ক্যান্ডি হোয়াইট।

ফিচার্স ও স্পেসিফিকেশনস

এই নতুন গ্রেটা হার্পার জ়েডএক্স সিরিজ়-আই বিদ্যুচ্চালিত স্কুটারটি সোর্স পাচ্ছে একটি BLDC মোটর থেকে। বদলে এই মোটরটি 48-60 Volt লিথিয়াম আয়ন ব্যাটারি ফিরিয়ে দিতে পারে। সংস্থাটি দাবি করছে, এই ই-স্কুটারে অপ্টিমাইজ়ড চার্জার প্রযুক্তি দেওয়া হয়েছে, যার মাধ্যমে মাত্র 5 ঘণ্টাতেই সম্পূর্ণ ভাবে গাড়িটি চার্জড হয়ে যাবে। পাশাপাশি 3 ঘণ্টার ড্যাশ চার্জও অফার করতে পারে এটি। তার থেকেও বড় কথা হল, এই স্কুটারটি যে কোনও পাওয়ার প্লাগ থেকে চার্জ হতে পারে।

গ্রেটার এই নতুন ইলেকট্রিক স্কুটারের সঙ্গে মোট তিনটি রাইডিং মোড অফার করা হচ্ছে। সেগুলি হল, ইকো, সিটি এবং টার্বো মোড। ইকো মোডে এই ইলেকট্রিক স্কুটারটি একবার চার্জে 100Km রেঞ্জ দিতে পারবে। অন্য দিকে সিটি এবং টার্বো মোডে সিঙ্গেল চার্জে এই ই-স্কুটারের রেঞ্জ যথাক্রমে 80Km এবং 70Km।

এই ইলেকট্রিক স্কুটারের উল্লেখযোগ্য ফিচারগুলির মধ্যে রয়েছে DRLs, ইলেকট্রনিক ব্রেকিং সিস্টেম, অ্যান্টি থেফট অ্যালার্ম সিস্টেম এবং খুব সহজ ও এফিশিয়েন্ট অপারেশনের জন্য এতে রয়েছে স্মার্ট শিফট। অন্যান্য গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে LED ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ডিসপ্লে, কিলেস স্টার্ট, ফাইন্ড মাই ভেহিকল অ্যালার্ম, একটি USB পোর্ট (2.0 USB)।

এই স্কুটারের সঙ্গে 3 বছরের ওয়ারেন্টি-সহ বিভিন্ন ব্যাটারি কনফিগারেশন অফার করা হচ্ছে। সেগুলি হল –

1) V2 48v-24Ah with 60km range costs: ₹17,000 – ₹20,000

2) V3 48v-30Ah with 100km range costs: ₹22,000 – ₹25,000

3) V2+60v-24Ah with 60km range costs: ₹21,000 – ₹24,000

4) V3+60v-30Ah with 100km range costs: ₹27,000 – ₹31,000

এখন চার্জারের খরচটি নির্ভর করবে, গ্রাহক কী পছন্দ করছেন, তার উপরে। তবে সেই দাম ঘোরাফেরা করবে 3000 টাকা থেকে 5000 টাকার মধ্যে। এই ইলেকট্রিক স্কুটারের বুকিং ইতিমধ্যেই আরম্ভ হয়ে গিয়েছে। মাত্র 2,000 টাকা বুকিং অ্যামাউন্ট দিলেই স্কুটারটি বুক করা যাবে। সংস্থাটির তরফ থেকে দাবি করা হয়েছে, গ্রেটার এই লেটেস্ট ই-স্কুটার বুক করার 45-75 দিনের মধ্যেই ডেলিভারি পেয়ে যাবেন ক্রেতারা।

Next Article