Honda CB300F Price Cut: ব্যাপক সস্তা হল Honda-র জনপ্রিয় একটি বাইক। এত দিন যে বাইক কিনতে গিয়ে আপনাকে কয়েক বার ভাবতে হত, সেই Honda CB300F আপনি এখন পেয়ে যাবেন খুবই কম দামে। জাপানের গাড়ি প্রস্তুতকারক সংস্থাটি এই বাইকের উপরে 50,000 টাকা ছাড় দিচ্ছে। ভাবতে পারছেন, একটা বাইকে এক ধাক্কায় 50,000 টাকা ছাড়। Honda CB300F বাইকের উপর এই 50,000 টাকা ছাড় আপনি পেয়ে যাবেন চলতি বছরের এক্কেবারে ডিসেম্বরের শেষ পর্যন্ত।
Honda CB300F যখন ভারতে লঞ্চ করা হয়েছিল, তখন তার দাম ছিল 2.26 লাখ টাকা থেকে 2.29 লাখ টাকা করা হয়। Honda বাইকটির ডিলাক্স এবং ডিলাক্স প্রো এই দুই ভ্যারিয়েন্টের জন্যই এমন দাম রাখা হয়েছিল।
এখন এই 50,000 টাকা দাম কমার ফলে Honda CB300F বাইকটির ডিলাক্স মডেলের দাম 1.76 লাখ টাকা এবং ডিলাক্স প্রো মডেলের দাম 1.79 লাখ টাকা হয়ে গিয়েছে। মনে রাখতে হবে, 31 ডিসেম্বর পর্যন্ত এই অফার থাকলেও সংস্থার কাছে যদি স্টক ফুরিয়ে যায়, তাহলে আপনি আর বাইকটি পাবেন না। অর্থাৎ ছাড়ও পাবেন না।
Honda CB300F-এর দাম কমার ফলে এখন বাইকটি খরচের নিরিখে সরাসরি টক্কর দিতে পারে KTM 125 Duke-এর সঙ্গে, যার দাম 1.78 লাখ টাকা। অন্য দিকে এই 50,000 টাকার বিরাট প্রাইস কাট বাইকটিকে Bajaj Dominar 250-এর সঙ্গেও প্রতিযোগিতায় নামিয়েছে, যার দাম 1.75 লাখ টাকা। এই সমস্ত দাম এক্স-শোরুমের জন্য।
CB300F-এ বাইকটি 293cc, ফোর-ভালভ্, অয়েল-কুলড, SOHC ইঞ্জিন দ্বারা চালিত, যা 24.1 HP এবং 25.6 Nm টর্ক উৎপাদন করে। এটি একটি 6-স্পিড গিয়ারবক্সের সঙ্গে যুক্, যাতে রয়েছে একটি স্লিপ-এন্ড-অ্যাসিস্ট ক্লাচ।
বাইকের বিশেষ ফিচারগুলির মধ্যে রয়েছে এলইডি হেডল্যাম্প, সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ডুয়াল-চ্যানেল ABS, স্মার্টফোন কানেক্টিভিটি, হন্ডা সিলেক্টেবল টর্ক কন্ট্রোল (HSTC) এবং অ্যালয় হুইল।