Honda City Facelift 2023: Honda’র প্রিমিয়াম সেডানটি কিনতে আগ্রহী? তার আগে জেনে নিন এই 5 বিষয়

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Mar 04, 2023 | 7:00 AM

Honda City facelift 2023 Features: মাঝারি আকারের প্রিমিয়াম সেডান কিনতে আগ্রহী এমন লক্ষাধিক মানুষ Honda City Facelift-এর বাজারে আসার অপেক্ষায় ছিলেন। তাই তাদের জন্য় দুর্দান্ত খবর রয়েছে। দীর্ঘ অপেক্ষার পর, অবশেষে ভারতীয় বাজারে নতুন 2023 Honda City ফেসলিফ্ট লঞ্চ করা হয়েছে।

Honda City Facelift 2023: Hondaর প্রিমিয়াম সেডানটি কিনতে আগ্রহী? তার আগে জেনে নিন এই 5 বিষয়

Follow Us

Honda City Facelift 2023 Price: ভারতীয় বাজারে সেডানের বিরাট জনপ্রিয়তা রয়েছে। আর তা যদি মাঝারি আকারের হয়, তাহলে তো কথাই নেই। মাঝারি আকারের প্রিমিয়াম সেডান কিনতে আগ্রহী এমন লক্ষাধিক মানুষ Honda City Facelift-এর বাজারে আসার অপেক্ষায় ছিলেন। তাই তাদের জন্য় দুর্দান্ত খবর রয়েছে। দীর্ঘ অপেক্ষার পর, অবশেষে ভারতীয় বাজারে নতুন 2023 Honda City ফেসলিফ্ট লঞ্চ করা হয়েছে। 2023 Honda City Facelift-টিতে ভাল লুক এবং ডিজাইনের পাশাপাশি অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিসট্যান্স সিস্টেম (ADAS) এবং 360 ডিগ্রি ক্যামেরা সহ অনেক বিশেষ-বিশেষ ফিচারও দেওয়া হয়েছে। সিটি ফেসলিফ্ট রিয়েল ড্রাইভিং ইমিশন (RDE) নর্ম এবং E20 কমপ্লেন্ট ইঞ্জিন সহ চালু করা হয়েছে। তাই এই নতুন গাড়িটি কেনার আগে আপনার যে-যে বিষয়গুলি জানা প্রয়োজন, সেগুলি হল-

Honda City Facelift-এর বিভিন্ন ভ্য়ারিয়েন্টের দাম দেওয়া হল: (এই সবই এক্স শোরুম দাম)

Honda City Facelift SV MT পেট্রোল ভ্য়ারিয়েন্টের দাম 11.49 লক্ষ টাকা।

Honda City Facelift V MT পেট্রোল ভ্য়ারিয়েন্টের দাম 12.37 লক্ষ টাকা।

Honda City Facelift V CVT পেট্রোল ভ্য়ারিয়েন্টের দাম 13.62 লক্ষ টাকা।

Honda City Facelift VX MT পেট্রোল ভ্য়ারিয়েন্টের দাম 13.49 লক্ষ টাকা।

Honda City Facelift VX CVT পেট্রোল ভ্য়ারিয়েন্টের দাম 14.74 লক্ষ টাকা।

Honda City Facelift ZX MT পেট্রোল ভ্য়ারিয়েন্টের দাম 14.72 লক্ষ টাকা।

Honda City Facelift ZX CVT পেট্রোল ভ্য়ারিয়েন্টের দাম 15.97 লক্ষ টাকা।

Honda City Facelift V e-CVT হাইব্রিড ভ্য়ারিয়েন্টের দাম 18.89 লক্ষ টাকা।

Honda City Facelift ZX e-CVT হাইব্রিড ভ্য়ারিয়েন্টের দাম 20.39 লক্ষ টাকা।

Honda City Facelift-এর ইঞ্জিন এবং পাওয়ার:

নতুন Honda City Facelift-টিতে SV, V, VX এবং ZX-এর মত ট্রিম লেভেল রয়েছে। এই সেডানে 1.5 লিটার পেট্রোল এবং 1.5 লিটার একিনসন সাইকেল হাইব্রিড পাওয়ারট্রেন দেওয়া হয়েছে। যা 121bhp থেকে 126bhp পর্যন্ত শক্তি উৎপন্ন করতে পারে। নতুন Honda City Facelift-এ 6 স্পিড ম্যানুয়াল বা CVT গিয়ারবক্স পাওয়া যাচ্ছে।

নতুন Honda City Facelift লুক-ডিজাইন এবং ফিচার:

সিটি ফেসলিফ্টটি নীল রঙে বাজারে এসেছে। Honda City Facelift-এর ডিজাইনে খুব বেশি পরিবর্তন হয়নি। তবে এর সামনের এবং পিছনের বাম্পার আপডেট করে, তাতে নতুন হানিকম্ব গ্রিল, নতুন ডিজাইনের 16-ইঞ্চি অ্যালয় হুইল দেওয়া হয়েছে। এছাড়াও এটিতে ADAS, 360 ডিগ্রি সেন্সর, প্রশমন স্পট, লেন কিপ অ্যাসিস্ট, অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল, অটোনোমাস ইমার্জেন্সি ব্রেকিং, হিল স্টার্ট অ্যাসিস্ট, টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম, 6টি এয়ারব্যাগ, মাল্টি অ্যাঙ্গেল রিয়ার ভিউ মিরর, আইএসওফিক্স চাইল্ড মাউন্ট, ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে, ওয়্যারলেস চার্জার, পিএম 2.5 কেবিন এয়ার ফিল্টার এবং রেইন সেন্সিং অটো ওয়াইপারের মতো ফিচারগুলি দেওয়া হয়েছে।

Next Article