Car AC Maintenance Tips: স্টার্ট দিলেই এক চিলতে দার্জিলিং! এই কৌশলে গাড়ির AC থেকে কনকনে ঠান্ডা বাতাস

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Mar 28, 2023 | 2:20 PM

How To Increase Car AC Cooling: গাড়িতে এসি চালাচ্ছেন, অতচ কেবিন সেভাবে ঠান্ডা হচ্ছে না? গাড়ির এসি থেকে যথাযথ ঠান্ডা বাতাস পেতে আপনাকে কিছু কৌশল জানতে হবে। তারপরে সেই কৌশলগুলি রীতিমতো প্র্যাকটিস করতে হবে দৈনন্দিন ভিত্তিতে।

Car AC Maintenance Tips: স্টার্ট দিলেই এক চিলতে দার্জিলিং! এই কৌশলে গাড়ির AC থেকে কনকনে ঠান্ডা বাতাস
গাড়ির এসি থেকে যথাযথ ঠান্ডা হাওয়া পেতে যা করা দরকার...

Follow Us

Car AC Care Tips: গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ এখনও সেভাবে শুরু হয়নি এদেশে। কিন্তু তা বলে তো আর গরমটা কম নয়। তাই, বাড়ি হোক বা গাড়ি সব জায়গায় সমানতালে AC চলতে শুরু করেছে। অটোমোটিভ স্পেসে AC-ই যে এখনও পর্যন্ত গাড়ির সবথেকে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। এই সময় ভারতের বেশিরভাগ শহরেই যেহেতু গরমটা ব্যাপক ভাবে পড়ে, তাই গাড়িতে ব্যাপক হারে Air Conditioner-ও চালানও মানুষজন। এখন গাড়িতে প্রতিদিন AC যখন চালানো হয়, তখন সেই এসির যত্নটাও তো ভাল ভাবে নিতে হবে। তা না হলে তা আপনাকে যথাযথ ঠান্ডা হাওয়া দেবে কীভাবে! গাড়ির AC থেকে সর্বোচ্চ শীতলতা পেতে কয়েকটা কৌশল আপনার জেনে রেখা উচিত। আর সেই কৌশলগুলিকে আপনাকে প্রতিনিয়ত আপনার গাড়ির অন্দরে অভ্যাস করতে হবে। আর তাহলেই গাড়ির ভিতরে গরমকে জব্দ করে আপনি পাবেন ঠান্ডা-ঠান্ডা কুল হাওয়া।

1) ছায়া রয়েছে এমন জায়গায় গাড়ি পার্ক করুন

গরমে গাড়ির AC থেকে ঠান্ডা হাওয়া পেতে আপনাকে গাড়িটি ছায়ায় পার্ক করতে হবে। আপনি যদি প্রতিনিয়ত গাড়িটা ছায়ায় পার্ক করতে পারেন, তাহলে গাড়িতে ওঠার পরেই তার AC ঠান্ডা করতেও বেশি সময় নেবে না। কারণ, সেই গাড়িকে আলাদা করে তার অন্দরের গরম হাওয়া বের করতে হবে।

2) গাড়িতে বায়ু চলাচলের পথটা খুলে রাখুন

আপনি যদি গাড়িটা ছায়ায় পার্ক করতে পারেন, তাহলে সেখানে বাতাস চলাচলের ব্যবস্থাও করে রাখুন। গাড়ির দরজা জানলা সব বন্ধ করে রাখলে ভ্যাপসা গরমে গাড়িটি তেতে থাকতে পারে। ফলে, AC তার কাজটি করতে অনেক সময় নিয়ে নেয়। তাই, গাড়ি পার্ক করার সময় তার একটি জানলা খুলে রাখতে পারেন। এছাড়াও আপনি চাইলে গাড়ির জন্য একটি সানশেডও কিনে রাখতে পারেন, যা আপনার গাড়িতে সূর্যালোক প্রবেশে বাধা দেবে।

3) গাড়ির সানরুফ খুলে রাখুন

গরম বাতাস যেহেতু উপরে উঠতে থাকে, তাই কেবল জানলা খুলে রাখলেই তার পক্ষে বেরোনোটা সহজ হয় না। সানরুফ থাকলে বিষয়টা অনেক বেশি সহজ হয়ে যায়। আপনার গাড়িতে যদি সানরুফ থাকে, তাহলে আপনি সেটি খুলে রাখুন। গাড়িতে থাকা গরম বাসাত স্বয়ংক্রিয় ভাবেই বেরিয়ে যাবে। অনেকে মনে করেন যে, গাড়িতে শুরু থেকেই সর্বাধিক গতিতে AC চালালেই গাড়ি দ্রুত ঠান্ডা হবে। এই ধারণা কিন্তু সম্পূর্ণভাবে ভুল।

4) ধীরে ধীরে AC-র স্পিড বাড়ান

গাড়িতে আপনি যদি ন্যূনতম স্পিডে AC চালান, তাহলে তা গাড়িটিকে আরও ভাল ভাসে ঠান্ডা করবে। এটা নিশ্চয়ই জানেন যে, আপনি গাড়িতে যখন বসেন তখন তার ভিতরের তাপমাত্রা বাইরের থেকে বেশি হয়। এমন পরিস্থিতিতে আপনি যদি ব্লোয়ারটিকে সর্বোচ্চ গতিতে সেট করেন, তাহলে আপনার কাছে দ্রুত ঠান্ডা হাওয়া পৌঁছে দিতে মেশিনকে পথ রুদ্ধ হয়। তাই, কেবিন ঠান্ডা করতে এসিটিকে আরও পরিশ্রম করতে হয়। তাছাড়াও গাড়ির এসি বাড়ির এসির তুলনায় অনেক কম গতিতে চালু হয়। এখন আপনার গাড়ির AC যদি ম্যানুয়াল হয়, সেক্ষেত্রে মেশিনটিকে এমনভাবে নিয়ন্ত্রণ করুন যেন তা অটোমেটিক এয়ার কন্ডিশনার সিস্টেমে কাজ করে।

5) রিসার্কুলেশন মোড ব্যবহার করুন

আপনার AC যখনই ঠান্ডা বাতাস দিতে শুরু করবে, তখনই তাতে রিসার্কুলেশন মোড চালু করুন। এমনটা করলে এসি সিস্টেম গাড়ির ভিতরে থাকা বাতাসকে দ্রুত বের করে দেবে। এই মোড অন করে রাখলে আপনার গাড়ির ভিতরটা ঠান্ডা করতে বেশি কসরত করতে হবে না।

6) ACটা ঠিক করে বন্ধ করুন

গাড়ি থেকে নামার আগে ভাল করে চেক করে নিন, AC বন্ধ করেছেন কি না। গাড়ির ইঞ্জিন বন্ধ করার আগে তার এসি অফ করাটা আপনাকে নিশ্চিত করতেই হবে। তা না হলে সেই গাড়িতেই পরবর্তীতে ওঠার সময় একাধিক বিপদের সম্মুখীন হতে পারেন।

7) নোংরা ফিল্টার বদলান/নিয়মিত পরিষ্কার করুন

আপনার গাড়ির AC কেবিন ফিল্টার দিয়ে সজ্জিত। সেখানে ধুলো জমে, এমনকি সেই ধুলো ও নোংরা ঠান্ডা হাওয়ার প্রবাহের পথকে বাধা দেয়। এরকম ধুলো আটকে থাকা এসির ফিল্টার তার পারফরম্যান্স এবং কুলিংকে খারাপভাবে প্রভাবিত করে। এই ফিল্টার প্রতিনিয়ত পরিষ্কার করুন, যা আপনি নিজে বাড়িতে বসেই করতে পারেন। ফিল্টারটা বের করে নিলেই আপনি তা পরিষ্কার করতে পারবেন। প্রয়োজনে সেই ফিল্টার বদলেও নিন।

Next Article