ইলেকট্রিক সানরুফ থেকে ড্যাশক্যাম, Hyundai Exter এর সেরা 4 ফিচার, যা Tata Punch-এ নেই

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jul 02, 2023 | 11:44 PM

Tata Punch vs Hyundai Exter: অনেকেই ধন্দে রয়েছেন Tata Punch কিনবেন নাকি Hyundai Exter-এর জন্য আর কয়েকটা দিন অপেক্ষা করে যাবেন। সেই তাঁদের জন্যই লঞ্চ আসন্ন হুন্ডাই এক্সটার-এর এমন চারটি ফিচার্স সম্পর্কে জানাব, যা টাটা পাঞ্চে নেই।

ইলেকট্রিক সানরুফ থেকে ড্যাশক্যাম, Hyundai Exter এর সেরা 4 ফিচার, যা Tata Punch-এ নেই
এক্সটার বনাম পাঞ্চ, সেরা কে?

Follow Us

Hyundai এবার ভারতের Micro SUV বাজারে নামছে। 10 জুলাই Hyundai Exter গাড়িটি লঞ্চ করতে চলেছে, যা সরাসরি টক্কর দেবে Tata Punch-কে। সস্তার মাইক্রো এসইউভির ক্যাটেগরিতেই বসানো হচ্ছে গাড়িটিকে, Hyundai Venue-র পরেই গাড়িটির ঠাঁই। দেশের বাজারে এই মুহূর্তে মাইক্রো এসইউভি-র চাহিদা তুঙ্গে। অনেকেই আছেন এই সেগমেন্টের গাড়ি কেনার চিন্তাভাবনা করছেন। তবে অনেকেই ধন্দে রয়েছেন Tata Punch কিনবেন নাকি Hyundai Exter-এর জন্য আর কয়েকটা দিন অপেক্ষা করে যাবেন। সেই তাঁদের জন্যই লঞ্চ আসন্ন হুন্ডাই এক্সটার-এর এমন চারটি ফিচার্স সম্পর্কে জানাব, যা টাটা পাঞ্চে নেই।

Hyundai Exter: একাধিক পাওয়ারট্রেন

Hyundai Exter গাড়িটির ন্যাচেরাল অ্যাসপিরেটেড পেট্রল এবং সিএনজি ভার্সন দুই-ই থাকছে। Grand i10 Nios এবং Aura-র উপরে ভিত্তি করে নির্মিত এই গাড়িতে একই ট্রান্সমিশন অপশন এবং পাওয়ারট্রেন দেওয়া হচ্ছে। 1.2 লিটারের 4 সিলিন্ডার পেট্রল ভার্সনের গাড়িটির সামগ্রিক পাওয়ার আউটপুট 82bhp এবং 113.8Nm। পেট্রল ইঞ্জিনটির দুটি ট্রান্সমিশন অপশন থাকছে- একটি 5 স্পিড ম্যানুয়াল এবং আর একটি AMT।

এদিকে এই গাড়িটির CNG ট্রিমটি 68bhp এবং 95.2Nm টর্ক চার্ন আউট করতে পারে। এই সিএনজি ভার্সনটি কেবলই 5 স্পিডের ম্যানুয়াল গিয়ারবক্স সহযোগে বাজারে আসবে।

অন্য দিকে Tata Punch গাড়িটিতে পাওয়ারের জন্য রয়েছে 1.2 লিটারের পেট্রল ইঞ্জিন, তবে সেটি একটি 3 সিলিন্ডার মোটর। এর আউটপুট 85bhp এবং 113Nm। নতুন Exter-এর মতোই টাটা পাঞ্চ গাড়িটিও পেয়ার করা রয়েছে একটি 5 স্পিড ম্যানুয়াল এবং AMT-র সঙ্গে।

Hyundai Exter: সেফটি ফিচার্স

মোট পাঁচটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে হুন্ডাই এক্সটার গাড়িটি- EX, S, SX, SX(O) এবং SX(O) কানেক্ট। সেফটি ফিচারের দিক থেকে গাড়িটিতে রয়েছে ছয়টি এয়ারব্যাগ, কিলেস এন্ট্রি, ABS ও তার সঙ্গে EBD, রিয়ার পার্কিং সেন্সর, ইমার্জেন্সি স্টপ সিগন্যাল, ইলেট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল, ভেহিকল স্টেবিলিটি ম্যানেজমেন্ট হিল অ্যাসিস্ট কন্ট্রোল সহ আরও অনেক কিছু। এই Hyundai Exter গাড়িতেই সেগমেন্ট ফার্স্ট টায়ার প্রেয়ার মনিটরিং সিস্টেম এবং বার্গলার অ্যালার্ম দেওয়া হচ্ছে।

অন্য দিকে এই সেগমেন্টের একমাত্র গাড়ি হল Tata Punch, যা Global NCAP থেকে 5 স্টার রেটিং পেয়েছে। গাড়িটিতে স্ট্যান্ডার্ড ও তার সঙ্গে ডুয়াল এয়ারব্যাগ, রিভার্স পার্কিং ক্যামেরা, কর্নারিং ল্যাম্পস, রেইন-সেন্সিং ওয়াইপার্স, এবিএস এবং ইবিডি ইত্যাদি সেফটি ফিচার্স রয়েছে।

Hyundai Exter: সুবিধাজনক বৈশিষ্ট্য

এই এক্সটার গাড়িতে বেশ বড় এবং 8 ইঞ্চির ইনফোটেইনমেন্ট সিস্টেম দেওয়া হয়েছে, যা 10টি আঞ্চলিক ভাষা এবং দুটি আন্তর্জাতিক ভাষা সাপোর্ট করবে। মোট সাতরকমের প্রকৃতি-নির্ভর অ্যাম্বিয়েন্ট সাউন্ড দেওয়া হচ্ছে গাড়িটিতে। অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে সাপোর্ট করবে। সেই সঙ্গেই আবার ওয়্যারলেস ফোন চার্জার, একটি টাইপ-সি চার্জিং পোর্ট, ক্রুজ় কন্ট্রোলের মতো ফিচারও রয়েছে। 4.2 ইঞ্চির অল-ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার থাকছে গাড়িটিতে।

Tata Punch-এ রয়েছে 7 ইঞ্চির ফ্লোটিং টাচস্ক্রিন, যা আপনাকে ওয়ালপেপার পার্সোনালাইজ় করতে দেবে। ফোন কানেক্টেড ফিচার, একটি নেভিগেশন সিস্টেম এবং ছয় স্পিকারের হারমান মিউজ়িক সিস্টেম দেওয়া হচ্ছে গাড়িটিতে। এছাড়া পাঞ্চের 4.2 ইঞ্চির ড্রাইভার কনসোল হল অ্যানালগ ডায়াল সহযোগে একটি সেমি ডিজিটাল।

Hyundai Exter: সানরুফ ও ড্যাশক্যাম

এই সেগমেন্টে Hyundai Exter-ই প্রথম গাড়ি হতে চলেছে, যাতে ইলেকট্রিক সানরুফ দেওয়া হচ্ছে। এই সানরুফটি ভয়েস-এনাবলড। তাছাড়া এই মাইক্রো SUV একটি ড্যাশক্যাম অফার করছে, যার সামনে এবং পিছনের জন্য রয়েছে ডুয়াল ক্যামেরা ভিসন, 2.31 ইঞ্চির LCD ডিসপ্লে, স্মার্টফোন অ্যাপ-ভিত্তিক কানেক্টিভিটি এবং একাধিক রেকর্ডিং মোড। ড্রাইভিং (নর্মাল) ইভেন্ট (সেফটি) এবং ভ্যাকেশনের (টাইমল্যাপস) মতো একাধিক ভিন্ন রেকর্ডিং অপশন রয়েছে গাড়িটিতে।

Next Article