Venue N Line Launched: Hyundai ভারতে তার ভেন্যু এন লাইন গাড়িটি লঞ্চ করে দিল। এই নতুন মডেলের দাম শুরু হচ্ছে 12.16 লাখ টাকা (এক্স-শোরুম) থেকে। একবারে হাই-এন্ড ভ্যারিয়েন্ট অর্থাৎ N8 ট্রিমের দাম 13.15 লাখ টাকা। হুন্ডাই ভেন্যুর এই পারফরম্যান্স-ফোকাসড মডেলটি মোট দুটি ট্রিম অপশনে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে টপ-এন্ড ট্রিমটি হল N8 এবং এন্ট্রি-লেভেল ট্রিমের নাম N6। নতুন প্রজন্মের ভেন্যু সাব-কম্প্যাক্ট SUV-র উপরে ভিত্তি করে তৈরি হয়েছে গাড়িটি। গত মাসের শেষ দিকে সেই নতুন প্রজন্মের সাব-কম্প্যাক্ট SUV লঞ্চ করা হয়েছিল ভারতে, যার প্রারম্ভিক মূল্য 7.53 লাখ টাকা।
নতুন হুন্ডাই ভেন্যু এন লাইনের মোট দুটি সিঙ্গেল-টোন কালার অপশনে নিয়ে আসা হয়েছে ভারতে- পোলার হোয়াইট এবং শ্যাডো গ্রে। রয়েছে ডুয়াল-টোন কালার থিমও। এছাড়াও গাড়িটির দুটি ডুয়াল-টোল এক্সটিরিয়ার কালার মডেল নিয়ে আসা হবে, যেগুলিতে পোলার হোয়াইট ও তার সঙ্গে ফ্যান্টম ব্ল্যাক রুফ এবং থান্ডার ব্লু ও তার সঙ্গে ব্ল্যাক রুফের কম্বিনেশন থাকবে। তবে থান্ডার ব্লু কালার অপশনের কোনও সিঙ্গেল টোন থাকবে না বলে জানা গিয়েছে। পাশাপাশি থাকছে তিনটি ভিন্ন ডুয়াল-টোন থিম।
এই নতুন SUV-তে পাওয়ারের জন্য রয়েছে একটি 1.0 লিটারের থ্রি-সিলিন্ডার ইনলাইন DOHC পেট্রল ইঞ্জিন, যা কাজ করবে হুন্ডাই i20 N Line পারফরম্যান্স হ্যাচব্যাকের অধীনে। এই ইঞ্জিনটি পেয়ার করা থাকছে সেভেন-স্পিড DCT অটোমেটিক ট্রান্সমিশনের সঙ্গে। 118 bhp পাওয়ার এবং 172 Nm সর্বাধিক টর্ক চার্ন আউট করতে পারে এই ইঞ্জিন। তবে i20 N Line-এর মতো ভেন্যু এন লাইন গাড়িটিতে iMT ট্রান্সমিশন নেই। তবে প্যাডেল শিফ্টার দেওয়া হয়েছে এতে।
ডিজ়াইনের দিক থেকে হুন্ডাই ভেন্যু এন লাইন গাড়িটির এক্সটিরিয়ার এবং কেবিন জুড়ে রেড অ্যাক্সেন্ট থাকছে, যাতে SUV-র স্ট্যান্ডার্ড ভার্সনের থেকে নতুন মডেলটিকে আলাদা ভাবে তুলে ধরা যায়। অটোমেকারটি দাবি করেছে, নতুন মডেলটি WRC কার দ্বারা অনুপ্রাণিত হলেও এটিকে নিত্য নৈমিত্তিক পরিবেশে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে। হুন্ডাই আরও জানিয়েছে, উত্তেজনাপূর্ণ এগসস্ট নোট দেওয়ার ক্ষমতা রয়েছে গাড়িটির।
ডুয়াল এগসস্ট পাইপ, ডুয়াল-টোন বাম্পার, 16 ইঞ্চির ডায়মন্ড কাট অ্যালয় হুইল, রেড ব্রেক ক্যালিপার্স, রেড অ্যাম্বিয়েন্ট লাইট, লেদার সিট ইত্যাদি দেওয়া হয়েছে গাড়িটিতে। কেবিনের ভিতরে থাকছে এন লাইন-নির্দিষ্ট স্টিয়ারিং হুইল এবং গিয়ার শিফ্টার ও তার সঙ্গে স্পেশ্যাল ব্র্যান্ডিং। হুন্ডাই দাবি করছে, প্রায় 30টিরও বেশি অ্যাডভান্সড সেফটি ফিচার রয়েছে এতে। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে আট-ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ফার্স্ট-ইন-ক্লাস ড্যাশক্যাম ও তার সঙ্গে ডুয়াল ক্যামেরা, যা গাড়িটির অ্যাপিল আরও চমৎকার করছে। ভেন্যু এন লাইনে প্রায় 60-এরও বেশি কানেক্টেড ফিচার্স রয়েছে।