কিংবদন্তি Yamaha RX100-এর কামব্যাক, আগের থেকে আরও শক্তিশালী, এক্কেবারে নয়া অবতার
Yamaha RX100 বাইকটিতে থাকতে পারে একটি 200cc বা তার থেকে উচ্চতর কোনও ডিসপ্লেসমেন্ট পেট্রল ইঞ্জিন। অর্থাৎ আগের 100cc ইঞ্জিনের থেকে এক্ষেত্রে বড়সড় আপগ্রেড পেতে চলেছে বাইকটি। যদিও Yamaha একটা বিষয় পরিষ্কার করে দিয়েছে যে, এই বাইকটিকে ফেরানো হচ্ছেই। ভারতের বাজারে লঞ্চ হলে তার দাম হতে পারে 1 লাখ টাকার কাছাকাছি।
Yamaha RX100 এক সময় দেশের মোটরসাইকেল প্রেমীদের সর্বক্ষণের সঙ্গী ছিল। আজও বহু মানুষ আছেন, যাঁরা ইয়ামাহার সেই বাইকটি নিজেদের গ্যারাজে রেখে দিয়েছেন। আর যাঁরা এক সময়ের জনপ্রিয় মোটরসাইকেলটিকে কাছ ছাড়া করে পস্তাচ্ছেন, তাঁদের জন্য রয়েছে সুখবর। আইকনিক Yamaha RX100 কামব্যাক করছে। যদিও এই খবর অনেক দিন ধরেই শোনা যাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে যথেষ্ট জল্পনাও চলছে। তবে সত্যিই এবার সেই বাইকের ফেরার সময় হয়ে গিয়েছে। এক্কেবারে একটা নতুন, ফ্রেশ লুকে ধরা দিতে চলেছে ইয়ামাহার RX100। নতুন প্রজন্মের চালকদের জন্যই নিয়ে আসা হচ্ছে বাইকটি। কী-কী পরিবর্তন করা হচ্ছে, বাইকটিতে নতুন কী থাকছে, জেনে নেওয়া যাক সেই সব তথ্য।
Yamaha RX100: রিলঞ্চের জন্য প্রস্তুত
Yamaha RX100 বাইকটিতে থাকতে পারে একটি 200cc বা তার থেকে উচ্চতর কোনও ডিসপ্লেসমেন্ট পেট্রল ইঞ্জিন। অর্থাৎ আগের 100cc ইঞ্জিনের থেকে এক্ষেত্রে বড়সড় আপগ্রেড পেতে চলেছে বাইকটি। যদিও Yamaha একটা বিষয় পরিষ্কার করে দিয়েছে যে, এই বাইকটিকে ফেরানো হচ্ছেই। কিন্তু কবে নাগাদ তা লঞ্চ করা হবে, লঞ্চের সেই টাইমলাইন সম্পর্কে সংস্থার তরফে কিছুই জানানো হয়নি। এদিকে আবার একাধিক সূত্র থেকে জানা গিয়েছে, 2026 সাল নাগাদ লঞ্চ হতে পারে Yamaha RX100 বাইকটি।
Yamaha RX100: বাজারে সবসময়ই চাহিদা তুঙ্গে
1985 সালে প্রথম RX100 লঞ্চ করে ইয়ামাহা। তারপর থেকেই জনপ্রিয়তার শিখরে পৌঁছে যায় বাইকটি। কিন্তু জনপ্রিয়তা থাকা সত্ত্বেও 1996 সালে এই বাইক বন্ধ করে দেয় সংস্থাটি। জানা গিয়েছে, RX100 যে নয়া অবতারে লঞ্চ করা হবে, তাতে একটি 4-স্ট্রোক ইঞ্জিন দেওয়া হবে, যা যে কোনও পরিস্থিতিতে, যে কোনও রাস্তায় দুর্ধর্ষ পাওয়ার এবং টর্ক দিতে পারবে। মনে করা হচ্ছে, বাইকটি ভারতের বাজারে লঞ্চ হলে তার দাম হতে পারে 1 লাখ টাকার কাছাকাছি।
Yamaha RX100: মডার্ন আপগ্রেড
আসন্ন এই Yamaha RX100 বাইকে দেওয়া হচ্ছে ডিস্ক ব্রেক, অ্যালয় হুইল এবং সর্বোপরি একটি রেট্রো ডিজ়াইন। শহরাঞ্চলের রাস্তাঘাট এবং দুর্গম রাস্তায় যাতে বাইকটি দুর্দান্ত পারফর্ম করতে পারে, তার জন্য এতে আগের তুলনায় আরও পরিণত সাসপেনশন দেওয়া হয়েছে। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে থাকছে LED লাইট, ডেটাইম রানিং লাইট বা DRL, সেল্ফ স্টার্ট অপশন।
Yamaha RX100: বাইকের কিংবদন্তি
ওরিজিনাল Yamaha RX100 বাইকটি 11 PS পাওয়ার এবং 10.39 Nm টর্ক দিতে পারত। এই মেকানিজ়ম পেয়ার করা ছিল সামনে ও পিছনে দুই চালাকর ড্রাম ব্রেকের সঙ্গে। এছাড়া ছিল 10 লিটারের ফুয়েল ট্যাঙ্ক, কিক-স্টার্টেই চলত বাইকটি। আর একটি গুরুত্বপূর্ণ ফিচার ছিল বাইকের তেল ট্যাঙ্কে ইয়ামাহা ব্যাজটি, যা স্টিলের তৈরি।
দেশের বাইক প্রেমীরা Yamaha RX100 কামব্যাকের অপেক্ষায় অধীর আগ্রহে বসে আছেন। এখন দেখার কবে নাগাদ এটি দেশে লঞ্চ করে।