Okaya E-Scooter Offers: এই E-Scooter কিনলে 3 রাত 4 দিনের থাইল্যান্ড ট্রিপ, সঙ্গে 5,000 টাকা ক্যাশব্যাক

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Mar 13, 2023 | 11:47 PM

Okaya Carnival Offer: যাঁরা Okaya Electric Scooter ক্রয় করবেন, তাঁরা একাধিক পুরস্কার জেতার সুযোগ পেয়ে যাবেন, যার মধ্যে রয়েছে 5000 টাকার ক্যাশব্যাক। শুধু তাই নয়। এই স্কুটার ক্রয় করলে কার্নিভাল অফার উপলক্ষে তিন রাত চার দিনের থাইল্যান্ড ট্রিপেরও সুযোগ পেয়ে যাবেন।

Okaya E-Scooter Offers: এই E-Scooter কিনলে 3 রাত 4 দিনের থাইল্যান্ড ট্রিপ, সঙ্গে 5,000 টাকা ক্যাশব্যাক
ইলেকট্রিক স্কুটারও কেনা হবে, ফ্রি-তে থাইল্যান্ডও ঘুরে আসা হবে।

Follow Us

Okaya Electric Scooter: ইলেকট্রিক ভেহিকল প্রস্তুতকারক সংস্থা Okaya EV তার কাস্টমারদের জন্য কার্নিভালের ঘোষণা করেছে। সেই কার্নিভালে যাঁরা Okaya Electric Scooter ক্রয় করবেন, তাঁরা একাধিক পুরস্কার জেতার সুযোগ পেয়ে যাবেন, যার মধ্যে রয়েছে 5000 টাকার ক্যাশব্যাক। শুধু তাই নয়। এরপরে রয়েছে সবথেকে আকর্ষণীয় পুরস্কারটি। এই স্কুটার ক্রয় করলে কার্নিভাল অফার উপলক্ষে তিন রাত চার দিনের থাইল্যান্ড ট্রিপেরও সুযোগ পেয়ে যাবেন। 31 মার্চ পর্যন্ত এই অফার মিলবে। কার্নিভালে Okaya Electric-এর সমস্ত স্কুটারেই অফারগুলি পাওয়া যাবে বলে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে।

দেশের সমস্ত প্রান্তে এখন ওকায়া ইলেকট্রিকের ডিলার রয়েছে। কার্নিভালে অংশগ্রহণ করতে যে কোনও ডিলারের কাছ থেকেই স্কুটার কিনতে পারেন কাস্টমাররা। এই অফারগুলি পেতে Okaya Electric Scooter কিনতেই হবে কাস্টমারদের। একবার যেই ই-স্কুটার কেনা হয়ে যাবে, ক্রেতারা তাঁদের রেজিস্টার্ড ফোন নম্বরে একটি লিঙ্ক পেয়ে যাবেন। সেই লিঙ্কে ক্লিক করে কাস্টমারদের যাবতীয় খুঁটিনাটি তথ্য দিয়ে দিতে হবে। তারপরই তাঁদের কাছে পৌঁছে যাবে একটি স্ক্র্যাচ কার্ড, সেখানেই ক্রেতারা দেখে নিতে পারবেন যে, শেষ পর্যন্ত কী পুরস্কার পেলেন তাঁরা।

Okaya EV-র ঝুলিতে এখন হাই এবং লো-স্পিড মিলিয়ে সবরকমের ইলেকট্রিক স্কুটার রয়েছে। সেই তালিকায় রয়েছে Faast F4, Faast F3, Faast F2F, ClassIQ+, Freedum এবং Faast F2B। প্রতিটি স্কুটারেরই একাধিক কালার শেড রয়েছে। সেগুলি হল – মেটালিক ব্ল্যাক, মেটালিক সিয়ান, ম্যাট গ্রিন, মেটালিক গ্রে, মেটালিক সিলভার এবং মেটালিক হোয়াইট।

Okaya Faast F2F হল সংস্থার এক্কেবারে লেটেস্ট ইলেকট্রিক স্কুটার। গত মাসেই এই ই-স্কুটার লঞ্চ করা হয় ভারতের বাজারে, যার দাম 84,000 টাকা (এক্স-শোরুম)। মূলত পড়ুয়া, নতুন যাঁরা চাকরিতে যোগ দিয়েছেন এবং গৃহকত্রীদের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে এই ইলেকট্রিক স্কুটার। একচার্জে 70-80 কিলোমিটার রেঞ্জ দিতে পারে ই-স্কুটারটি এবং তার সর্বাধিক রেঞ্জ 55 কিলোমিটার প্রতি ঘণ্টা, যা লোডের উপরে নির্ভর করবে।

ওকায়ার Faast F2F ইলেকট্রিক স্কুটারটি ইক্যুইপ করা রয়েছে টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন এবং স্প্রিং লোডেড হাইড্রোলিক রিয়ার শক অ্যাবসর্বার। রিমোট কি, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, DRL হেডল্যাম্প এবং এজি টেইলল্যাম্পও দেওয়া হয়েছে ওয়াকা-র এই লেটেস্ট ইলেকট্রিক স্কুটারে।

দেশের প্রায় 550টি ওকায়া ইলেকট্রিক ভেহিকল আউটলেট থেকে ইতিমধ্যেই এই স্কুটারটি বিক্রি করা হচ্ছে। Okaya Faast F2F-তে রয়েছে 800W BLDC-Hub মোটর, যা পেয়ার করা রয়েছে 60V36Ah (2.2kWh) লিথিয়াম আয়ন- LFP ব্যাটারির সঙ্গে। স্কুটারের ব্যাটারি ও মোটরের সঙ্গে দুই বছরের ওয়ারান্টি দেওয়া হচ্ছে।

Next Article