রেকর্ড করল Kia Seltos Facelift! প্রি-অর্ডার শুরু হওয়ার দিনই 13,424 বুকিং

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jul 18, 2023 | 1:46 PM

2023 Kia Seltos Facelift Booking: 14 জুলাই পর্যন্ত এই গাড়িটি 13,424টি বুকিং পেয়েছে। আশ্চর্যজনক বিষয়টি হল, সেই দিন অর্থাৎ 14 জুলাই থেকেই গাড়িটির প্রি-অর্ডার শুরু হয়। একদিনের মধ্যেই গাড়িটির বুকিং 13,000 ছাপিয়ে গিয়েছে, যা সত্যিই নজিরবিহীন।

রেকর্ড করল Kia Seltos Facelift! প্রি-অর্ডার শুরু হওয়ার দিনই 13,424 বুকিং
বুকিংয়ের নিরিখে রেকর্ড গড়ল 2023 Kia Seltos Facelift।

Follow Us

2023 Kia Seltos Facelift এখনও পর্যন্ত বাজারে লঞ্চ হয়নি। এর মধ্যেই গাড়িটি বুকিংয়ে যে বিরাট সাড়া পেয়েছে, তা সত্যিই অভাবনীয়। 14 জুলাই পর্যন্ত এই গাড়িটি 13,424টি বুকিং পেয়েছে। আশ্চর্যজনক বিষয়টি হল, সেই দিন অর্থাৎ 14 জুলাই থেকেই গাড়িটির প্রি-অর্ডার শুরু হয়। একদিনের মধ্যেই গাড়িটির বুকিং 13,000 ছাপিয়ে গিয়েছে, যা সত্যিই নজিরবিহীন। পরিসংখ্যান বলছে, মিড-সাইজ় SUV সেগমেন্টে এই প্রথম বার কোনও গাড়ি এত রেকর্ড সংখ্যক বুকিংয়ের নজির সৃষ্টি করল।

এই 13,424 বুকিংয়ের মধ্যে 1,973টি মডেল বুক করা হয়েছে K-Code ব্যবহার করে। 2023 Seltos গাড়িটি বুক করা যেতে পারে Kia India-র অফিসিয়াল স্টোর থেকে। পাশাপাশি বিভিন্ন অথোরাইজ়ড স্টোর থেকেও এই গাড়িটি আপনি বুক করতে পারবেন। আর বুকিংয়ের জন্য টোকেন অ্যামাউন্ট হিসেবে আপনাকে মাত্র 25,000 টাকা দিতে হবে।

এখনও পর্যন্ত সংস্থার তরফে এই 2023 Kia Seltos Facelift-এর দাম জানানো হয়নি। মনে করা হচ্ছে, গাড়িটির দাম 11 লাখ টাকা থেকে 22 লাখ টাকার মধ্যে হতে পারে। আগের মডেলের থেকে এই নতুন সেলটজ় ফেসলিফ্টের দাম বেশি হবে, কারণ এই গাড়িটিতে একাধিক নতুন ফিচার্স থাকছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল ADAS, ডুয়াল-জ়োন ক্লাইমেট কন্ট্রোল, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট এবং ডুয়াল পেন প্যানোরমিক সানরুফ। এছাড়াও থাকছে একটি নতুন টার্বো পেট্রল ইঞ্জিন।

এই কিয়া সেলটস ফেসলিফ্ট মডেলটি টক্কর দিতে চলেছে Hyundai Creta এবং Maruti Suzuki Grand Vitara-র সঙ্গে। মিড-সাইজ় SUV সেগমেন্টের এই গাড়িটি Toyota Urban Cruiser Hyryder, Skoda Kushaq, Volkswagen Taigun এবং MG Astor এর সঙ্গেও কঠিন প্রতিযোগিতায় নামতে পারে। এছাড়াও এই সেগমেন্টে আর একটি গাড়িও প্রবেশ করতে চলেছে, যার নাম Honda Elevate। এটি লঞ্চ হলে প্রতিযোগিতা আরও জোরদার হবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

Next Article