Kia Seltos বনাম Hyundai Creta: দু’টি SUV-র মধ্যে সেরা কে? দেখুন ফিচার-মাইলেজ

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Mar 27, 2023 | 9:20 AM

Kia Seltos Price: আপনি যদি কম বাজেটে একটি ভাল এসইউভি কিনতে চান, তবে এই খবরটি শুধুমাত্র আপনার জন্য। আপনাকে Kia Seltos এবং Hyundai Creta সম্পর্কে জানানো হবে। আর এই দু'টির তুলনাও করা হবে।

Kia Seltos বনাম Hyundai Creta: দুটি SUV-র মধ্যে সেরা কে? দেখুন ফিচার-মাইলেজ

Follow Us

Hyundai Creta Price: আপনি যদি কম বাজেটে একটি ভাল এসইউভি কিনতে চান, তবে এই খবরটি শুধুমাত্র আপনার জন্য। কারণ আপনাকে এমন দু’টি এসইউভি সম্পর্কে জানানো হবে, যার বাজারে বিরাট চাহিদা রয়েছে। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে কোন দু’টি SUV-র কথা বলা হচ্ছে? আপনাকে Kia Seltos এবং Hyundai Creta সম্পর্কে জানানো হবে। আর এই দু’টির তুলনাও করা হবে, যাতে আপনি নিজেই ঠিক করে নিতে পারেন কোন গাড়িতে আপনার জন্য সেরা।

Kia Seltos বনাম Hyundai Creta: ইঞ্জিনের পার্থক্য

Kia Seltos গাড়িতে কোম্পানি 1497 cc-এর একটি ইঞ্জিন দিয়েছে, যা তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। এই গাড়ির ইঞ্জিনের কথা বলতে গেলে, এটি একটি 1.5 লিটার ক্ষমতার পেট্রোল ইঞ্জিন। ইঞ্জিনটি 115 PS শক্তি এবং 144 Nm পিক টর্ক জেনারেট করে। এই ইঞ্জিনের সঙ্গে একটি 6-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স দেওয়া হয়েছে।

একই সময়ে, Hyundai Creta কোম্পানি 1497 cc এর একটি ইঞ্জিন দিয়েছে, যার তিনটি ভ্যারিয়েন্ট বাজারে রয়েছে। এর মধ্যে প্রথম ইঞ্জিনটি অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিন, যার ক্ষমতা 1.5 লিটার। ইঞ্জিনটি 155 PS শক্তি এবং 144 Nm পিক টর্ক জেনারেট করে। এই ইঞ্জিনের সঙ্গে একটি 6-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স দেওয়া হয়েছে।

গাড়ি দু’টির মধ্য়ে ফিচারের তুলনা:

কিয়া সেলটোসে, 10.25 ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম দেওয়া হয়েছে, যার সঙ্গে 360 ডিগ্রি ক্যামেরা, হেড আপ ডিসপ্লে, পাওয়ার অ্যাডজাস্টেবল ড্রাইভার সিট, সামনে এবং পিছনের পার্কিং সেন্সরগুলির মতো ফিচারগুলি পেয়ে যাবেন। এছাড়া বসের সাউন্ড সিস্টেম, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, এয়ার পিউরিফায়ার এবং রিয়ার এসি ভেন্ট ছাড়াও 30টির বেশি প্রিমিয়াম ফিচার দেওয়া হয়েছে।

Hyundai Creta-তে দেওয়া ফিচারের কথা বললে, এতে রয়েছে 10.25-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, এর পাশাপাশি প্যানোরামিক সানরুফ, ওয়্যারলেস চার্জিং-এর মতো ফিচার দেওয়া হয়েছে।

মাইলেজ এবং দামের তুলনা:

Kia Seltos-এর মাইলেজ সম্পর্কে Kia দাবি করেছে যে, এই গাড়িটি 20.8 km/l মাইলেজ দেয়। একই সময়ে, এর দাম 9.95 লক্ষ টাকা, যা শীর্ষ মডেলে 18.10 লক্ষ টাকা পর্যন্তও যায়।

Hyundai Creta-গাড়িটি 16.8 km মাইলেজ দেয়। যেখানে, ক্রেটার দাম 10.16 লাখ টাকা থেকে শুরু হয়, যা শীর্ষ মডেলের জন্য 17.87 লাখ টাকা পর্যন্ত যায়। শীর্ষ মডেলগুলির দাম যদি ছেড়েও দেওয়া হয়, তাহলে এই জনপ্রিয় গাড়ি দু’টির দামে তেমন কোনও ফারাক নেই। আর ইঞ্জিন থেকে শুরু করে মাইলেজ, সমস্ত কিছুরই সোনা করে দেখানো হল। এবার আপনি নিজেই ঠিক করে নিন কোন SUV-টি আপনার জন্য একদম উপযুক্ত।

Next Article