Lambretta India Comeback: নয়া অবতারে ভারতে স্কুটারের ফেরারি! মধ্যবিত্তের সেরা পছন্দ ইতালিয়ান ল্যামব্রেটা কামব্যাক করছে
Lambretta-র স্কুটার এক সময় দেশের অলি-গলি চষে বেড়াত! ইতালিয়ান সেই ব্র্যান্ডই এবার দেশে কামব্যাক করছে, একবারে নতুন রূপে, নতুন অবতারে। হরিয়ানার মানেসারে সংস্থাটি একটি কারখানা তৈরি করছে, যেখান থেকে সারা বিশ্বে পৌঁছে যাবে Lambretta-র স্কুটার।
Lambretta India Scooters: একসময় বহু ভারতীয় পরিবারের সদস্য ছিল সে। মধ্যবিত্তের অত্যন্ত বিশ্বস্ত সঙ্গী ছিল সে। ইতালির সেই জনপ্রিয় স্কুটার ব্র্যান্ড ল্যামব্রেটা আবার ভারতে কামব্যাক করছে। একটা সময় ছিল যখন বহু ভারতীয় চাকুরিজীবী, ব্যবসায়ী, ল্যামব্রেটার দু’চাকা গাড়িতে চড়ে অলি-গলি রাজপথ চষে বেড়াতেন। সেই ল্যামব্রেটাই ভারতে ফিরছে নতুন রূপে, নতুন ঝাঁ-চকচকে পরিষ্কার অবতারে। এবারে ভারতে ফিরতে ল্যামব্রেটা গাঁটছড়া বেঁধেছে বার্ড মোবিলিটি নামক একটি সংস্থার সঙ্গে।
অনেকেই হয়তো খেয়াল করে থাকবেন যে, ল্যামব্রেটার মজবুত এবং ভারী স্কুটারগুলি অনেক সময়ই হলিউড তো বটেই, এমনকি অনেক বলিউড ছবিতেও দেখা গিয়েছিল। পাশাপাশি বাজাজ এবং ভেসপার সঙ্গে এটি ভারতে গভীর ভাবে প্রবেশ করেছিল।
সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের কাছে একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকারে ল্যামব্রেটা ব্র্যান্ডের গ্লোবাল মালিকানা রয়েছে যে সংস্থার কাছে সেই ইনোসেন্টি এসএ-র মালিক ওয়াল্টার শেফরান বলেছেন, আগামী 5 বছরের মধ্যে ভারতে বার্ড মোবিলিটি গ্রুপের সঙ্গে জুটি বেঁধে 200 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে তলেছে।
শেফারেনর কথায়, “ল্যামব্রেটার আত্মা এখনও ভারতে রয়েছে। দেশের মানুষজনের সঙ্গে ব্র্যান্ডের অসাধারণ সখ্যতা রয়েছে। আমরা অতীতের সেই জাদু পুনরায় তৈরি করতে চাই। আমাদের লক্ষ্য হল, টপ-এন্ড রেঞ্জ সহযোগে ভারতে স্কুটারের ফেরারি হিসেবে মাথা তুলে দাঁড়ানো।” তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয়টি হল, স্থানীয় ভাবে ভারতেই উৎপাদনের পরিকল্পনা রয়েছে সংস্থাটির, যা হোম মার্কেট ইতালি-সহ সারা বিশ্বে রফতানির দিকে মনোনিবেশ করবে।
আর একটা বিষয় স্কুটারপ্রেমীদের জেনে রাখা উচিত যে, ল্যামব্রেটার স্কুটারগুলি ভারতে হাই-এন্ড, সবথেকে অ্যাক্সেসিবল হতে চলেছে। তার থেকেও বড় কথা হল, দেশের সর্বাপেক্ষা ব্যয়বহুল স্কুটারগুলির তুলনায় প্রায় 20% প্রিমিয়াম হতে পারে ল্যামব্রেটার স্কুটারগুলি। অর্থাৎ, ল্যামব্রেটার স্কুটার ভারতে প্রাথমিক ভাবে কম দামে লঞ্চের কোনও প্রশ্নই উঠছে না। যৌথ উদ্যোগটির সত্তার মালিকানা থাকবে 51 শতাংশ ল্যামব্রেটার, এবং বাকি 49 শতাংশ বার্ড গ্রুপের।
গত বছর ল্যামব্রেটা সারা বিশ্বে আনুমানিক 100,000 ইউনিট স্কুটার বিক্রি করেছে। শেফরান জানিয়েছেন, ভারতে প্রবেশ করলে এই সংখ্যাটা দ্বিগুণেরও বেশি হবে বলেই তাঁর ধারণা। বর্তমানে ল্যামব্রেটার স্কুটার ইউরোপ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় উৎপাদন ইউনিট-সহ বিশ্বের প্রায় 70টি দেশে বিক্রি হয়। ভারতে সংস্থার ইউনিটটি সম্ভাব্য সবথেকে বড় হতে চলেছে। হরিয়ানার মানেসারে এমন একটা কারখানা তৈরি করতে চলেছে ল্যামব্রেটা, যেখানে 100,000 ইউনিট স্কুটার তৈরি হবে।
2024 সাল থেকেই দেশে ল্যামব্রেটার স্কুটার তৈরি হবে বলে জানিয়েছেন শেফরান।