IND vs AUS: আক্রমণ করেই লিয়ঁর শিকার নীতীশ, প্রথম ইনিংসে ১০৫ রানের লিডেই সন্তুষ্ট অজিরা
India vs Australia Boxing Day Test: হতে দেয়নি নীতীশ কুমার রেড্ডি-ওয়াশিংটন সুন্দর জুটি। পরের দিকে ডিফেন্সিভ ফিল্ডিং সাজাতে বাধ্য হন অজি অধিনায়ক প্যাট কামিন্স। ওয়াশিংটন সুন্দরের হাফসেঞ্চুরি এবং নীকীশের অনবদ্য সেঞ্চুরি। তৃতীয় দিনের শেষে ১০৫ রানে ক্রিজে ছিলেন নীতীশ। মন্দ আলোয় তাড়াতাড়ি খেলা শেষ হয়।
ভারত-অস্ট্রেলিয়া সিরিজ এখনও অবধি সমতায়। তেমনই বক্সিং ডে টেস্টও ব্যালান্সে। দ্বিতীয় দিনের শেষে ভারতীয় দলের ব্যাটিং বিপর্যয়ে বিশাল লিডের স্বপ্ন দেখেছিল অজিরা। তা অবশ্য হতে দেয়নি নীতীশ কুমার রেড্ডি-ওয়াশিংটন সুন্দর জুটি। পরের দিকে ডিফেন্সিভ ফিল্ডিং সাজাতে বাধ্য হন অজি অধিনায়ক প্যাট কামিন্স। ওয়াশিংটন সুন্দরের হাফসেঞ্চুরি এবং নীকীশের অনবদ্য সেঞ্চুরি। তৃতীয় দিনের শেষে ১০৫ রানে ক্রিজে ছিলেন নীতীশ। মন্দ আলোয় তাড়াতাড়ি খেলা শেষ হয়।
ভারত ১১৬ রানে পিছিয়ে ছিল। চতুর্থ দিন নির্ধারিত সময়ের আগে ম্যাচ শুরু হয়। বৃষ্টি এবং মন্ত আলোর কারণে ওভার নষ্ট হয়েছিল। সে কারণেই আগে খেলা শুরু। পঞ্চম দিনও একই সম্ভাবনা। চতুর্থ দিন যতটা সম্ভব রান যোগ করে লিড কমানোয় নজর ছিল। মহম্মদ সিরাজ ৪ রান করেন। নীতীশের ইনিংস ইতি হয় ১১৪ রানে। নাথান লিয়ঁর বোলিংয়ে বড় শট খেলার চেষ্টায় আউট হন।
এই খবরটিও পড়ুন
মেলবোর্নের পিচের যা পরিস্থিতি, তাতে শেষ দিন ৩০০ রানও তাড়া করা সম্ভব। ভারতীয় দলের সেই ক্ষমতা এবং আত্মবিশ্বাস রয়েছে। এখন ভরসা বোলাররা। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে দ্রুত অলআউট করতে হবে। নাথান লিয়ঁ যেভাবে বোলিংয়ে সহযোগিতা পেয়েছেন, বিশেষ করে বাউন্সের দিক থেকে। দ্বিতীয় ইনিংসে ওয়াশিংটন সুন্দর ও রবীন্দ্র জাডেজা অজিদের কাছে চাপের হয়ে দাঁড়াতে পারে। সঙ্গে বুমরার কথা ভুললে চলবে না।